নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

প্রেমালো

৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৭:১২

মেয়েটি আমাকে রোজই ভালবাসত
জানি না কেন এতটা আপন লাগত,
মাঝে মাঝে আমি তাকাতাম হয়ে হন্য
সুন্দরী কি না তাই দেখবার জন্য।
ভাবতাম শুধু প্রেমটা হলেই হত,
তবে লাগত না তাকে আমার মনের মত,
মিলত না যেন প্রেমের সমীকরণ
কঠিন হত আমার সহজ জীবন।
তার পরে,কঠিন আরো জীবন এখন আমার
কবেই হয়ত হয়েছে বিয়ে তোমার,
কিন্তু রয়েছি আমি এখনো না বুঝে তোমায়
বলনি তুমি প্রেমের কারণ আমায়।
বেসেছিলে কেন এতটা ভাল আমাকে
হৃদয়ের দ্বারে কেঁদেছি ডেকে ডেকে,
অথচ কলেজে কিংবা রাস্তার মোরে
চাইনি জানতে রয়েছ কেন আমার পিছে পড়ে।
আমি তো তখনো মনের মত কাউকেই বাসতাম ভাল
কিন্তু দেখতাম শুধু তোমাকে,তুমিই ছিলে পরিচিতা প্রেমালো।

৩০/০৭/২০১৫(১২:৩১পিএম) ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৬

গোর্কি বলেছেন: বাহ! ছন্দে ছন্দে কী আনন্দে পড়ে ফেললাম। ভাল লেগেচ্ব।। শুভেচ্ছা রইল।।।

অফ টপিক: আপনি কী চতুরে লিখেন নাকি? প্রোপিক দেখে মনে হল তাই জিজ্ঞেস করলাম।

২| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল। জ্বী আমি চতুরে লিখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.