নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

অতুলনীয় মুহূর্ত

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৮

এমন অনেক মুহূর্তই আছে আমার
যেগুলোর কোন প্রয়োজন নেই তুলনার।
যেমন স্বপ্ন দেখার কিছু মুহূর্তের কথাই বলি
আমার স্বপ্নে গভীর মায়া ছিল,
স্পষ্ট ভালবাসা ছিল প্রিয়তমার।
সকল কষ্ট নষ্ট হয়ে যেত সে স্বপ্নে
নিরানন্দের জ্বালা থেকে পেতাম মুক্তি প্রাণে।
প্রায়ই আমি প্রেমের স্বপ্ন দেখতাম
নিমগ্ন সুখে প্রেয়সীর গন্ধ পেতাম।
যৌবনের বিলাসিতা থাকত, অভিমান থাকত
মাঝে মাঝে দু'একটা প্রেমের গল্প
কিংবা ঠোটে চুমু খাওয়াও থাকত।
তাছাড়া স্বপ্ন বাদেও ভাবনার মাঝে
পেতাম তাকে আমার মনে প্রেমের আলাপনে,
মনের সে কথাতে যে আনন্দ ছিল
নেই কিছুই তার মত ভাল।

১০:৩৭ পিএম, ০৯-০৮-১৫।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০১

গোর্কি বলেছেন:
ছন্দময় প্রেমের কবিতা। পাঠে তৃপ্তি। সুন্দর থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.