নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

ধ্বংসস্তুপ হতে জন্ম

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

ধ্বংসস্তুপ হতে জন্ম হয়ে যে চলছে জন্ম-জন্মান্তর
নিঃস্বার্থ জীবনে হয়তো বা সেও গোপন কোন মন্তর।
ফুঁ দিয়ে যে কান্না আনিয়ে
ব্যবসা করে বন্দি বানিয়ে,
তারেও খুঁজে কত বাহুবলী
যৌবন পেয়ে জীবন রাখে ঢালি।
সেই জীবনেই আসিয়া চড়ি
পৃথিবীর পরে শত ঘোরাঘুরি,
স্বার্থের খাতা খুলিলেই সবি চুরি।
বলতে চেয়ে যাদের কথা
হয়নিকে বলা গিয়েছে সময় বৃথা,
ভাবলে তাদের বিষিয়ে উঠে অন্তর
স্বার্থের টানে এনেছিল যারা হয়েছে তারাও পর।
চলছে জীবন তবুও কেমন
বন্দর থেকে বন্দর।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৩

সাইয়্যিদ মুজাদ্দিদ বলেছেন: হুম। ভালো লাগলো

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন ভাই।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ সাইয়্যিদ মুজাদ্দিদ ভাই।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২

গেম চেঞ্জার বলেছেন: ভাবধারা চমৎকার । চালিয়ে যান । অলংকার দেন, মজা লাগবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.