নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

ভাবনাটা এলোমেলো

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

সামানের বাসাটায় জ্বলেছে আলো
বেলকোনিতে একটা মেয়ে এসে দাঁড়াল,
সন্ধ্যা হয়েছে নিকুঞ্জে,একটা প্লেন উরে গেল
আমিও দাঁড়ালাম একটু,ভাবনাটা এলোমেলো।
বেলকোনি হতে দেখছে মেয়েটি আমাকে
রয়েছে তাকিয়ে অবাক করা চোখে,
সুন্দরী সে,লাগছে অনেক ভাল।
ইচ্ছে হচ্ছে ভালবাসতে,জাগছে শিহরণ প্রাণে
ওর সাথে এই সম্পর্ক থাক
বলছি আমার সুপ্ত মনের কানে।
লোকেরা দেখছে বেশ কিছুক্ষণ হলে
বুঝতে পেরে মেয়েটি গেল চলে।
তাই হাঁটছি এখন পথের পিছে
হয়ত আমায় প্রেম ছুঁয়েছে;
ভালবাসার সে সৌন্দর্যও মন পেয়েছে।
অচিন সুখেরা বিদ্রোহ করে বলছে,
এতদিন আমায় ঠকিয়েছ কেন সবাই?
দাওনি কাউকে ভালবাসতে কিংবা প্রেমের সম্পর্কে জড়াতে।
ব্যাপারটা ভাবতেই কষ্ট পাচ্ছি ভীষণ,
ধোঁয়ার গন্ধ আসছে,দিচ্ছে যন্ত্রণা নিঃশ্বাসে।
অদূরেই কোথাও পুড়ছে আবর্জনা
শিখাহীন অনলে হচ্ছে ছাঁই,
কারণ অক্সিজেনের খুব অভাব সেখানে
তাই কোন অগ্নি শিখা নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.