নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার দিন

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩

খুব একাকী আমিও শরতের শেষে,
কারণ আমার আশা জন্মিয়েছে
ভালবাসবার মুগ্ধ আবেশনে,
প্রেমের বাসনা বপিত হয়েছে।
স্বর্গীয় প্রেমের এই উন্মাদনা ছুঁয়ে
অনন্ত কালের ভ্রান্তি বিলাসেও বুঝি
আমার ভেতরে এক নতুন আমার জন্ম হয়ে-
ভালবাসার কারণে প্রেমের জন্ম হয়েছে।
দিনেদিনে তাই এই অপেক্ষা বাড়ছে যত
হচ্ছি আমি নিরুপায় আর ততই অশান্ত,
ভ্রান্ত অসহায় অথবা অধৈর্য
অস্থিরতাময় কোন স্নেহহীন মানুষের মত।
কারণ এখন আমি ভালবাসা চাই
ভালবাসা ছাড়া কিছু আর লাগেনা যে ভাল।
অস্বাভাবিকতা হতে তাই মুক্তি পেতে
একাকী জীবনে আমি ভালবাসা চাই।
মনের গভীরে যারে আপনার করে পেয়েছি জীবনে
তার জন্য কিছু দিন-
নির্দিষ্ট করেই রেখে দিতে চাই,
যেদিন শুধুই আমি ভালবাসা পেতে চাই।
সত্যিকার অর্থে ভালবাসা হয়নি বলেই
ভালবাসার প্রকৃত অধিকার আমি চাই,
যেন ফুলশয্যা হলে প্রেয়সীকে কাছে পেয়ে
ভালবাসতে পারি ও প্রেমী হতে পারি।
চাওয়ার পাওয়ার এক সুন্দর সুমিল নিয়ে
চিরচেনা কোন পরিচয়ে
আজীবন একসাথে বাঁচতে পারি,
সৃষ্টিকর্তার কৃপা ও দয়া পেতে পারি।
সেই সময়ের ভাবনারা আজ এই মনে
বারবার ভাবাচ্ছে আমায়।
কখনো আমার মনে হচ্ছে
এই ভাবনার সাথে হয়ত শরতের প্রভাব আছে।
শরতের শুরুতে ঠিক উত্তাপ যতটা ছিল
এই সময়েতে তার চেয়ে আনেকটা কম আছে।
কয়েক দিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে,
একটানা বৃষ্টি বর্ষাকালের মতই!
তাই আমি যতই ভাবনা
এড়িয়ে চলতে চাই
ততই কেবল পাই ভালবাসা,
তাই একা একা শুধু এই ভাবনাই ভেবে যাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: মনের মধ্যো যারে আপন করে পেয়ে
চাই ভালবাসতে,তার জন্য একটি দিন-
নির্দিষ্ট করে রেখে দিবার চাই

দারুণ..!

পূর্ণ হোক এ আশা
পূর্ণ হোক ভালোবাসা।

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ এমন সুন্দরতম শুভ কামনার জন্য। মন্তব্যে ভাল লাগা জানবেন।

২| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩১

এম ডি মুসা বলেছেন: পাঠ করলাম খুব ভালো

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: জেনে আনন্দিত বোধ করছি, মন্তব্যে ভাল লাগা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.