নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

কামনাপূর্ণ

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

একটা যখন কিছু হয়েছে তোমার
তখন আবার ভয় কেন পাও বৃথা,
হয়ত দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে
আসবে জীবনে সুখ ভোলাতে মনের ব্যথা।
তোমার এখন আর ছেলেবেলা মনে নেই বুঝি ;
যখন মায়ের সাথে নানী বাড়িতে আসতে
খুব খুশি খুশি মনেহত,
দিন গুলো খুব করে হেসে-খেলে বেড়িয়ে কাটাতে।
জ্যৈষ্ঠের শেষের দিকে পেয়ারা দারুণ লাগে
তোমাকে তখন শুধু এ গাছে ও গাছে দেখতাম,
কখনো আমের গাছে, কখনো জামের গাছে
কখনো হয়ত কোন পেয়ারা গাছেও দেখতে পেতাম ।
দুরন্ত চঞ্চল আর খুব সুন্দর একটি ছেলে
বেশ দুষ্ট রকমের স্বভাব ছিল তোমার,
রেগে গেলে দেখতাম খুব গালি দিতে-
যাকে-তাকে আর খুব হাসত সবাই।
কোমল মুখের সেই চ্যাট,ব্যাল,ঘণ্টা
খুব হাসাত আমাদেরকে,
এখন সেসব আর হয়ত মনে পড়ে না
অথবা তোমার কাছে ভাবতে ভাল লাগে না।
তাছাড়া অনেক বড় হয়েছ এখন
ছেলেবেলা আর অত ভাবায় না হয়ত তোমায়,
অথচ তোমাকে বেশ মনে পড়েছে আমার
কল্পনার আড়ালেও ভাবাচ্ছে আবার।
স্কুল জীবনের শেষ হতে না হতেই
মাকে হারিয়েছ বলে,কেমন অন্য রকম হয়ে গেছ,
ভবঘুরে চিতাবাঘ যেন ভেসে এসেছো নদীতে
সেটি শিকার করতে পারে না আর বাঁচতেও জানে না।
বয়সের দৌরে আজ নিজেও হয়েছি বড় বেশ,
তবে আমার কামনাপূর্ণ-
সেই ছেলেটি হয়ত আমার মনের মত কোন
সুপ্রিয় যুবক হয়ে উঠে নায়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.