নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

কখনো কখনো আপনারে পাই ফিরে

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

কখনো কখনো আমি আপনারে পাই ফিরে
তখন অবাক হয়ে থাকি একাকীত্ব নিয়ে,
হয়ত সময় থাকে না থেমে আমাতে
হয়ত হতাশা যায় গোপনে যন্ত্রণা দিয়ে।
একাকী তখন কারো বইটায় বা অনলাইনে
কারো লেখায় নিরবে দিই চোখ।
পড়তে পড়তে চোখ আটকে যায়
যখন দেখতে পাই, কেউ হারিয়েছে কিছু,
বেদনার্ত হয়ে তাই নিয়েছে কষ্টের পিছু।
হারানোর ব্যাথা নিয়ে তারা
তাদের প্রকৃত সেই মানুষটাকে আবার
যাচ্ছে করে আবিষ্কার,
তাইতো চোখ আটকে যায় সেখানে আমার বার বার।
দেখতে থাকি অনেক ক্ষণ ধরে,
এক বার, দুই বার, বার বার করে।
বহুদিন পরে কিছু পারছিনা তেমন লিখতে
পড়তেই ভাল লাগে,
অথবা লাগেনা ভাল, তা নিজের নয় বলে।
আমার হারায় না কিছুই,
হরানোর দ্বারা তাই -
আমার প্রকৃত আমিকে কখনো
ফিরে পেতেও হয় না।
এমনি এমনিতেই প্রকৃত হয়ে থাকছি আমি।
কখনো কখনো আমি
খাবারদাবার প্রয়োজন না হলেও খাই,
এইটেই কেবল বোঝায়
হয়ত আমার হচ্ছে ভুল কিছু!
তিন বারে খাওয়া এই নিয়ম নয় আমার জন্য,
প্রকৃত আমায় পেতে হলে
থাকতে হবে অপেক্ষারত খাবারের জন্য।
একারণেই তো বুঝি, ক্ষমাবতী কেন -
স্রষ্টাকে তাঁর স্মরণ করে ক্ষমার মনের জন্য।
যদি সত্যিই থাকতো আমার সেজন,
বুঝি নিজ অন্তরে যারে আপনজন ;
ভালবাসার মানুষ।
এক জীবনের দুঃখ তবে ভুলে
জীবনটাকে পেতাম অনুকূলে,
তাহলে হতাম কান্নাখেকো নয়
দুখের জীবন করতাম আমি জয়।
জীবনের এমন পর্যায়কালে -
এসেও হারলে পরে, বুঝে নিতে হয়
এই আয়োজন আপনার নয়,
তাই পরাজয় মানাতেই হয় প্রকৃত আমার জয়।
যেদিন আমার জন্য উঠবে চাঁদ, সেদিন -
অপেক্ষার হবে অবসান,
ভুলে যাব আমি সব অভিমান।
তবে এই জীবনটা আজো কিন্তু কম বড় নয়!
প্রথম যৌবন কাটে ভুল মানুষের প্রেমে-
নিজেকে আবদ্ধ করে নিবার চেষ্টায়,
তার পর প্রেম হয়ে যাবার আগেই
ভুল বোঝা যায় হয়ে গোপনে আমার।
তার পর শিখেছি অন্তরে -
অন্তর দিয়ে প্রিয়ারে ভালবাসা ও ভাল না বাসা।
কিন্তু প্রিয়া কে আমার?
জানি না শুধুই ইচ্ছে হয় জানবার।
কে শেখায় এত সব, চেনা এই মনটাকে?
সে কি দেবে এনে তারে
মনে মনে ভালবাসি যারে।
ভালবাসা সব শুধু ফুরিয়েই যাচ্ছে
অথচ চাইলে পরে বলবে ভুল হয়েছে,
সবাই তখন বলে বেড়াবে কুক্ষণে -
আমার কুমতলবের জো।
অথচ তা কিন্তু নয়
কেউ তা বোঝে না তাই প্রাণে নাহি সয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগের প্রকাশ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.