নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

বেলা শেষে কোন একদিন

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

কোনো একদিন বেলা শেষে বেশ
ভাবনা গুলোর ছড়ালে আবেশ,
নরম মনের কষ্ট ছিল যত
হৃদয় ক্ষতেও তার রয়ে গেল রেশ।
ব্যথাময় সেই হৃদয়ে তখন
অনুশোচনার দ্বার হলে পরে উন্মোচন,
বাঁধা পেরোনোর ভাবনারা যেন
হতাশার সুরে তার দোলালো নয়ন।
আর আমি মন দেয়া নেয়ার এই খেলায়
হয়ত আমার শেষ অপারগতার জন্য
হলাম একাকী কেউ অন্য অর বন্য ।
অশান্ত মনটা তাই হচ্ছিল না শান্ত
আমার বেদনা গুলো হয়তো বা সত্যিই অনন্ত।
নিজের আস্থাটা আর খুব একটা দীর্ঘ হল না,
প্রেমের প্রস্তাব করে আবার তা ভেঙ্গে দেয়ার বিশেষ -
একটি কারণ আজো রইল অজানা।
আসলে আমি তাহলে সত্যিই জেনেছিলাম জানো,
স্ত্রী লোকের চরিত্র ও পুরুষের ভাগ্যের স্বরূপ -
হয়ত যায় না বোঝা কোনো দিনো।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

অর্ধ চন্দ্র বলেছেন: স্ত্রী লোকের চরিত্র...

দারুন সমঝোতায় বর্ণনায়িত,ধন্যবাদ

২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আপনাকেও ধন্যবাদ, মন্তব্যে ভাল লাগা জানবেন।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

মোস্তফা সোহেল বলেছেন: মেয়েদেরকে চেনা মনে হয় বড়ই কঠিন!

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: আপনার কবিতাটি ভালো লাগলো।

১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.