নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

আমার কোন বন্ধু নেই

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

আমার কোন বন্ধু নেই
আমার আছে কষ্ট মেলা,
নিজের জন্য ভাবনা নেই
মনটা তবু হয় উতলা।
সময় কাটে একলা একা
আমার মনে অপূর্ণতা,
মন যাতনা অপন করে
আড়াল করি মনের ব্যথা।
ভবিষ্যতের ভাবনা মনে
ভাবতে গেলে অশ্রু নামে,
কিছুই নেই যে শূন্য আমি
জীবন যেন বা মরুভূমি।
দরদ নেই আমার প্রতি
নেই তো কারো ভালবাসাও,
আছে কেবল শাস্তি মেলা
ভুল অভুল ও মিথ্যাচার।
বলে না কেউ মধুর কথা
পাই না তবু শান্তনাটা,
তবুও এই বুকটা চিরে
নিচ্ছে লুটে স্বপ্ন কটা।
আমার কোন বন্ধু নেই
আমার আছে নিঃসঙ্গতা,
প্রেম প্রেয়সী প্রেমিকা নেই
নেই তো কোন একাগ্রতা।
কান্না ভেজা দুচোখ নিয়ে
পেয়েছি শুধু স্নেহহীনতা,
সফলতার প্রান্তে এসে
পাইনি আর সে সফলতা।
আমার কোন বন্ধু নেই
আদর জোটা ভাগ্য তো নেই,
একলা পথে বিপদ এলে
আমাকে কেউ দেখার নেই।
ঘরের টানে হয় না ফেরা
আপন কেউ দেয় না ধরা,
আপন ভেবে ডাকলে কাছে
কেউ কখনো দেয় না সাড়া।
দুখের কথা বলার মত
আমার কোন জায়গা নেই,
বাড়বে দুঃখ বলতে গেলে
বলি না কিছু ভয়েতে সেই।
এমন করে বেদনা সয়ে
বাঁচছি আমি জনমভর,
অপন পর কেউ বলে না
দুখের কেন এ অন্তর?
কোথায় গেলে ঘুচবে দুঃখ
কোথায় পাব আপন জন,
এই মনে যে সয় না আর
নিঠুর এই যে জ্বালাতন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.