নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

সুখ আসেনি এখনো

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৬

সুখ আমি কল্পনা করব না
আমার তো নেই সুখ এই প্রাণে,
যে সুখের কথা বলে সকলেই
সেই সুখ আমি পাব কোন খানে!
আপনিই শুধু তাই মনে মনে
ক্ষণে ক্ষণে ভাবি আমি সুখ নিয়ে,
কোন কথা বা প্রশ্ন না করেই
কষ্টকে রাখি বুকে চাপা দিয়ে।
অনেকেই যে সুখের তুলনাতে
চাঁদ, নদী, সাগর বা ঝর্ণাকে -
তাচ্ছিল্য করে দিয়ে গিয়েছেন,
সেই সুখ বুঝি নেই এ জীবনে।
মনে প্রাণে স্রষ্টাকে মানি আমি
আশা করি তার দয়া হলে পরে,
অশান্ত জীবনেও হয়তো বা
সুখ এসে এই প্রাণ দিবে ভড়ে।
চির একা মজলুম কেউ আমি,
অফিসের বা বাসার সকলেই
জুলুমের দ্বারা দেয় অশান্তি,
তবু আমি সেখানেই যাই রয়ে।
ব্যাচেলর হলে পরে সকলেই
এভাবেই থাকে মনে আশা নিয়ে।
এটি এই শহরের চেনা রূপ।
তাই খুব কষ্টের মধ্যতেও
থাকি আমি বেদনার জ্বালা সয়ে।
এই সুখ আপনার হলে পরে
সব সুখ এসে দিয়ে যাবে ধরা,
বেদনার সব ক্ষত যাবে মুছে
আনন্দে করে দিবে দিশা হারা।
সুখটাকে যে পেয়েও নাহি পাই
সুখ আমি তাই খুঁজি পুনরায়,
অল্পতে কি সুখকে ধরা যায়
সুখ থাকে যে কঠিন পাহাড়ায়।
বুঝি শুধু তাই পাই অবহেলা
হৃদয়ের পরে যায় বেড়ে জ্বালা,
একলাটি করে গেছে রেখে যারা
তাদেরকে আমি মিছ করি মেলা।
বলি কেঁদে কেঁদে প্লিজ শুনে যাও
আমাকেও তোমাদের সাথে নাও,
চাইব না কভু সুখ এ জীবনে
ব্যথা যত চাও দিতে সবে দাও।
কেউ কথা তবু বলে না কখনো
এ জীবনে সুখ আসে নি এখনো।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৭

শাহিন বিন রফিক বলেছেন: ভাল লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: জেনে ভাল লাগলো। মন্তব্যে ভাল লাগা জানবেন।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

নাদিয়া রহমান চুমকি বলেছেন: তুমি এসেছিলে নীরব রাতে খোলা জানালা দিয়ে হিমেল হওয়া হয়ে।
আবার সেই তুমি চলেও গেলে খোলা দরজার ফাঁক পেয়ে।
কিন্তু কেন তোমার এই আসা আবার এসে চলে যাওয়া-
তা আমাকে জানতেও দিলে না।
আমি আজো তাই ভাবি, কী ছিল তোমার মনে।
কেন এমন করে দ্যাখা হল তোমার সনে।
তুমি কী অলীক পুরুষ, নাকি শুধুই আমার ভাবনা
আজো আমার জানা হলো না।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাবনারা অন্যদের বুঝে নিতে চায়।
যখন সময়ের দাবী কেউ না মেনে আড়ালে চলে যায়, তখন দূরত্ব বাড়ে। প্রেম থাকে না আর। ভালবাসার অকৃত্রিমরূপ হারিয়ে যায়। কষ্ট হয়। তবে সময় থেমে থাকে না। সবকিছু ঠিকঠাক বদলে দেয় সে। যে আড়ালে ছিল সেও ফিরে আসে। তখন আপনার আত্মত্যাগ উপলদ্ধি করা যায়।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.