নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

স্নেহ নেই

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫

জীবনের সব দুঃখ ব্যথা আর
নির্যাতনার কারণ সব তুমি,
অন্যসব কিছু নেই মনে কিছু
অভিমান করে আছি বসে আজো আমি।
প্রাণের বেদনা বুঝি বুঝতে পারনি,
দেহের কতটা সুখ জানতে পারনি?
তোমার নিকটে তাই স্বীকারোক্তি চাই
অপরাধহীন নও তুমি আমি জানি।
পৃথিবীতে কেউ একা একা জন্মায়নি
মা-বাবার তরে সকলেই থাকে ঋণী,
নিভিয়ে নিজের জীবন প্রদীপ খানি
আলাদাভাবে রইবে কেন তুমি।
মা তোমাকে ভালবাসেনি হয়ত
তাই বলে মাকে গালি দিয়ে দিবে কষ্ট?
দরদী মাকে বললে যেতে মরে,
মায়ের কষ্ট বুঝলে না অন্তরে।
এখন আবার অশ্রু কেন চোখে
হৃদয়ে ব্যথার কান্না কাকে দেখে?
সুখের জীবন তবে হয়নি কি আজো পাওয়া
জীবনের লাগি কেন এত জ্বালা হল তবে সওয়া?
একাকী তোমার জন্য তাই আর
সমবেদনার নাই কোন উপহার,
কাটুক জনম নিঃস্ব হয়েই তোমার
তোমার উপরে স্নেহ নেই বিলাবার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: তীব্র আবেগ না থাকলে এমন কবিতা লেখা সম্ভব না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লেগেছে। আপনার প্রতি রইল আবেগপূর্ণ ভালবাসা এবং শ্রদ্ধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.