নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

রাজাকে হত্যার ঘাতক তালিকা দাও

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

তুমি বলেছিলে, শুনো
সবাই আমরা হয়ে যাব এক,
রাজ্যের যত অন্যায় আর অবিচার হতে
মুক্তি ফিরিয়ে আনতে যায় যাবে জীবন প্রত্যেক।
কিন্তু আমাদের দ্বারা তা হবে না!
কারণ সদূর অতীতের ঘটনা ভেবে আবার
পারব না কিছুতেই ভুল তবু করবার।
রাজাকে আমরা পারি না করতে হত্যা,
এত বড় পাপ আড়ালেতে করে
বলব কি করে মিথ্যা?
দেশদ্রোহী মহাপাপী যারা রাষ্ট্রতে ছিল রাজার
তারাই সেদিন অন্যায় করেও
পেয়ে গেছে তবু পার।
মর্জাদা যারা জানে না দিতে
অমানুষ যারা শয়তান,
তাদের মতই হই কি করে মানুষের মোরা সন্তান?
তার চেয়ে ভাল সমাধান চেয়ে নেই,
সত্যের আলো ছোঁয়ায়ে প্রাণে
হৃদয়ে তাঁর মমতা জাগিয়ে দেই।
ক্ষতিগ্রস্থ লোভী ছাড়া এর পরো
রয়েছ কে আর স্পষ্ট করে বল,
অন্যায় তবু করতে চাইলে দুহাত সাথে তোল?
এখনি আমায় বলে প্রাণহীন করে দাও!
আমাকে জানিয়ে দাও,
নামের একটা লিষ্টি করে দাও,
রাজাকে হত্যার ঘাতক তালিকা দাও।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


অন্যায় করলে প্রকৃতিও ক্ষমা করে না, হোক সে রাজা, হোক সে সেনাপতি

১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মনের কথা।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: অন্যায় করে মানুষের কাছ থেকে পার পাওয়া যায় কিন্তু প্রকৃতির কাছ থেকে পার পাওয়া যায় না।

১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: একমত।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০১

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:

১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.