নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

কঠিন চাওয়া

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬

আমার একটি চাওয়া ছিল
নাম তার বেশ কিছু সুখ,
বিরহ ব্যথার নষ্ট ভুবন থেকে এসে বেরিয়ে
চেয়েছি ভড়াতে সুখের পরশে বুক।
তুমি বুঝেছিলে বোধহয়
দুঃখের আড়ালে-
হৃদয়ে আমার সুখের প্রেমের জয়।
কিন্তু দেখ, সুখ পাওয়া না হতেই সেই
সুখের অসুখ দেখা দিল,
ফন্দি করে মন্দ পথে সুখটাকে ওরা
জোর করে কেড়ে নিল।
আমার একটি বেশ কঠিন চাওয়াও কিন্তু আছে
তার নাম বেশ শান্ত থাকা,
সবার মতই,খুব সাধারণ মতো
কিংবা সমালোচনাটা যেন না হয় সে মতো থাকা।
তবে তার চেয়ে আরো কঠিন এ চাওয়া গুলো হল
জনপ্রিয়তা পাবার চাওয়া,
সম্মান পাবার চাওয়া আর-
অনেক অনেক টাকা উপার্জন করবার চাওয়া।
ধাপে ধাপে যেন সব কঠিন কঠিন অধ্যায় এ জীবনের
যেনো ঠিক ঐশ্বরিক নিয়ম জয়ের,
সফলতা লাভের বা কঠিন উদ্দেশ্য সাধনের।
কিন্তু তোমার বিহনে আমি চির একা,
তোমায় ছাড়া এসব মিথ্যে সব চাওয়া
তুমিই আমার ক্ষুদ্র ভুবনে সবচেয়ে কঠিন চাওয়া।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২১

দি এমপেরর বলেছেন: আপনাকে অপশন দেয়া হলে আপনি কোনটা চাইবেন? সম্মান আর টাকা নাকি তাকে?

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: তাকে

২| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: মনের আবেগ থেকে সুন্দর কবিতা লিখেছেন।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লেগেছে। শুভ কামনা রইল আপনার প্রতি। প্রয়োজনের খাতিরে মানুষ অনেক কিছু করে, সুন্দরের অবহেলা করে। যেমন আমার ভার্সিটিতেই করে। সেসব মানুষের থেকে নিরাপত্তার প্রত্যাশাই রইল আপনার প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.