নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

প্রেম ভাগ্য

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫

সত্যিকারের প্রণয় হলে
ভালোবাসা হারিয়ে যায় না,
দূরত্ব বা কোন ব্যবধান
প্রেমের সমান ভাগ্য পেতেও পারে না।
ভাগ্য হল প্রতিশ্রুতি পূরণের নাম
যা প্রতিভা বা কাজের জন্য পরিণাম।
সবুজ প্রান্তরে মন যার সোনালী রোদের গায়ে মিশে,
ইচ্ছের হৃদয় ভালবেসে-
প্রেমের মায়ায় পায় নতুন পথের দিশে,
বুকে তার ভাগ্য জমে থাকে।
প্রেমের ভাগ্য এটির নাম,
এটা স্রষ্টা ভালোবাসে।
প্রেম যখন অনেক দূরে
দেয় না সাড়া কোন অন্তরে,
প্রেমের আকর্ষণ তখন
অন্ধকার মন হতে যায় মুছে ধীরে ধীরে।
ভেতরের শক্তি যায় হারিয়ে তখন,
বেদনা আর বিরহে উঠে ভড়ে মন।
বিরহ নিয়ে সুন্দর জীবন তাই হয় না
আপন শক্তিতে জ্বলে উঠাও যায় না,
একারণেই প্রেম ভাগ্যের-
হয় প্রয়োজন খুব।
প্রেম ভাগ্য নিবারণ করে সব দুখ
নিঃসঙ্গ রাতেও পারে এনে দিতে সুখ।
প্রেম ভাগ্য সত্য ও ন্যায়ের,
প্রেম ভাগ্য সৃষ্টিত ও স্রষ্টার জ্ঞানের।
প্রেম ভাগ্য আমার তোমার,
প্রেম ভাগ্য দুনিয়ার ভেতর সবার।
প্রেম ভাগ্য থাকে সাক্ষী হয়ে সত্যিকার প্রণয়ের,
প্রেম ভাগ্য তাই পূর্ণ আশা প্রিয় এই জীবনের।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

মায়াবী ঘাতক বলেছেন: সুন্দর কবিতা। পড়ে ভালো লেগেছে।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে অনেক ভাল লাগছে। আপনার প্রতি রইল ধন্যবাদ ও অনেক অনেক শুভেচ্ছা।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

বলেছেন: পেম ভাগ্যের খেলা - ++

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ ।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.