নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা গুলো ছোট হয়ে গেছে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০



ভালোবাসা গুলো ছোট হয়ে গেছে!
অদ্ভুত সব অবাধ্যতার
ছিল যে কারণ আমাদের অজানার,
এখন সেসব হয়েছে প্রকাশ তার।
যে অধিকারের জন্য বৃথা
ছিল তার মন্দ অবাধ্যতা,
সেই অধিকার গুলো গোপনে এখন
ফেলেছে হারিয়ে প্রয়োজন।
আপন মায়ের কাছে বা পিতার কাছে,
নিঃস্বার্থ শিক্ষক শিক্ষিকার কাছে-
কিংবা সমাজের কাছে আর,
অবাধ্যতা নেই কোন তার।
হৃদয়ে প্রেমের উন্মত্ততা-
প্রেমের অনুভূতি গুলোকে-
জাগায় না প্রাণপ্রিয় করে।
গেছে ছোট হয়ে যত পুরোনো পোশাক,
বই, খাতা এমনকি লেখা কবিতাও।
হয়তো গোপনে অজানা ভুবনে-
রয়েছে নিবিড় নির্বাসনে
বিদ্রোহী মনটি তার,
কিংবা হয়তো হয়েছে ব্যধি মনে।
তাই গোপনে নিঃস্ব নয়নে
ঝরে অশ্রু বার বার।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২

নীল আকাশ বলেছেন: ভালোবাসা ছোট হয়ে যায় না, হয়ে যায় তুচ্ছ কিংবা অপ্রয়োজনীয়!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আমার ভালবাসা ছোট হয়ে গেছে, কিংবা বলতে পারেন হালকা হয়ে গেছে।
প্রয়োজন প্রকাশিত হয়নিকে আমার মত করে,
আমি কেবল ভালবাসাকে ভালবেসে গেছি।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর । নিজের ছবি না দিয়ে প্রকৃতির ছবি দিয়েন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

নীল আকাশ বলেছেন: উপরে ফাতেমা আপু খুব ভাল একটা উপদেশ দিয়েছেন। আমি ফিরে এসেছিলাম এটা বলার জন্য। ছবি দিবেন রূপক কিংবা প্রাকৃতিক, চেহারা না দেখা গেলে সব চেয়ে ভাল। মনে রাখবেন, পাঠক আসবে আপনার লেখা পড়তে, আপনার ছবি দেখতে নয়! ছবি যেন লেখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না হয়ে উঠে......
শুভ সন্ধ্যা এবং শুভ কামনা রইল!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: শুভ সন্ধ্যা। প্রিয় ব্লগার "অশরীরী " কে মনে পড়ে গেল উপদেশ পেয়ে। সত্যিকারের বড় ভাইয়ের মত ছিলেন উনি।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

রাজীব নুর বলেছেন: আপনি দেখতে অনেক সুন্দর।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সুন্দর মন্তব্য পেয়ে খুশি লাগছে। আপনিও দারুণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.