নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকার বিশেষ মন

০৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৪

স্মৃতি যায় রাখা ধরে
জীবের ডিএনএ-তে,
প্রেমিকার পবিত্র মনেতে
বই খাতা আর মস্তিষ্কতে।
এসব কিছুর মধ্যে
শুধু বিশেষ লাগে ভাবতে,
প্রেমিকা বা প্রেমিকার মন।
প্রিয় মানুষের জীবন যৌবনে
অনুরাগের আপন সৌন্দর্যে আনে সে মধু ক্ষণ।
স্মৃতি কোষের মাঝে যে কৃত্রিমতা থাকে
তার তুলনার বিপাকে থাকে না তার মন।
হয় সে স্বাধীন নিয়ে সুপ্ত প্রতিভার নির্মল পরান,
তাই অপূর্ণ লক্ষ্যের দুষ্কর প্রতিজ্ঞা তার
পায় অচিরেই তব প্রীয়-মাণ।
হে প্রভু ক্ষমা তোমার সীমাহীন-
অনিঃশেষ, অপূর্ব মায়া দয়ার,
প্রেমের জন্য মনের মাঝে দাও তুমি
প্রেমের প্রশান্তি ও সুখ ভালোবাসার।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ। দারুণ লাগে আপনাকে সবসময়ই ব্লগে পাই বলে। অন্য কাউকে এভাবে কাছে পাওয়া হয়নি।

২| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:১৫

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ বড় ক্ষমাশীল।কোন বান্দা যখন তার ভুল বুঝে আল্লাহ কাছে ক্ষমা চায় এবং আল্লাহ অভিমুখী হয়,আল্লাহ সেই বান্দার অতীতের সকল গুনাহ মোচন করে পুণ্যে ভরে দেন।

১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: একতম।

৩| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৫

রাজীব নুর বলেছেন: রাতে একবার পড়লাম।
এখন সকালে একবার পড়লাম।

১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আমি বেড়াতে এসেছি গ্রামে, বেশি সময় অনলাইনে কাটানো যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.