নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

কষ্টের পথে

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৩

চলতে কষ্টের একা পথে
পড়ে মনে ফেলে আসা স্মৃতি,
সম্মুখের কষ্টকর জীবনের প্রতি
জন্মায় সন্দেহে অজানা শঙ্কার ক্ষতি।
স্বজনের নিকটে প্রত্যাশা যায় বেড়ে
স্নেহহীন এমন দুর্দিনে
একাকী সঙ্গী বিহনে
দুর্বোধ্য মনেতে আসে ক্লান্তি ক্ষণে ক্ষণে।
অথচ কিছুই পারি না তার বুঝতে!
অজানা কারণ হতে তাই
মনের এই ক্লান্তির
অনুমান কিছু পারি না আমি করতে।
জন্মে তাই বিদ্বেষ আমাতে,
স্বজনের আন্তরিক কর্ম হতে
আপনার অধিকার পেতে
সত্যিই খুব বাসনা হয় সাথে।
কিন্তু বাসনা হয় না আমার পূরণ
থাকে সংশয়ে বিষন্নতার এই মন।
সবকিছুই বিস্বাদ লাগে
পাই না কোথাও ভালবাসা খুঁজে,
নিঃস্ব হয়ে খুব তাই
থাকি চোখ দুটি বুজে।
যায় কেটে সময় নিরবে
সবারই আসে ব্যস্ততা জীবনে ফিরে,
সংশয় আমার তবু ফুরায় না
থাকে ধরে তারা বায়না মনের ঘরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ, ইদানীং কোথাও বের হলে বিকৃত রুচির সাদা বর্ণের তরুণী আপদ হিসাবে পিছু নেয়। খুব সমস্যা বোধ হয়, ধারণা করি কোন অযোগ্য প্রতিষ্ঠান বা গোষ্ঠী এরূপ আচরণ করে।
দুঃখিত, ব্যক্তিগত কথা বলে ফেললাম।

২| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.