নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

নিরানন্দ খুব চেনা

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৩:০৪

নিরানন্দ খুব আমাদের চেনা,
আজীবন অতিরিক্ত তৃপ্তি আনা-
অবুঝ মনের ঘাড়ে চেপে
গেলাম করে সুখের গোপন সাধনা।
শাস্ত্রজ্ঞরা বলতেন করতে এমন মানা
প্রেমের মনের সাধে যে তবে পড়বে পিছু টানা।
না শুনেও সেই মানা,
হয়নি বিপদ হয়েছে তবুও
স্বেচ্ছাতেই জানাশোনা।
আমাদের গল্প কথা আর বনিবনা ক্লান্ত করে
গিয়েছে সময় তবু বয়ে অনেকটা দূরে,
যেখানে থমকে আছে মন অজানা ব্যথার ডরে।
মায়ের চোখের মতো আমার চোখেও বুঝি তাই
বেদনার অশ্রু ঝরে।
আমাদের ভাবনার বিষয় গোপন বলে,
করি না প্রকাশ কেউ তা সমূলে।
তোমার ভাবনা হয় আমার অবুঝ মন নিয়ে,
আর আমার ভাবনা হয় তোমার অবুঝ মন নিয়ে।
অথচ পারি না মানতে ভুবনে,
একই মন রয়েছে ঢুকে
আমাদের দুজনের প্রাণে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অপেক্ষা করছিলাম। মন্তব্য পেয়ে ভালো লাগছে।

২| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩০

করুণাধারা বলেছেন: কবিতা ভালো হয়েছে, কিন্তু কথা হচ্ছে ব্লগের মানুষ কবিতা কম পড়ে।
শুভকামনা।

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৪

হাবিব বলেছেন: কবিতা লিখি না অনেকদিন ধরে.............

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ব্যস্ততা হয়তো বা সময় পেতে দেয় না। তাই ব্যস্ততা না থাকা সময়ের একটা লিষ্ট করে নিজস্ব সময় কাটানো যেতে পারে বা কবিতা লেখা যেতে পারে। নিজের থেকে ধারণা করে বললাম এটা।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৭

অজ্ঞ বালক বলেছেন: সব জিনিস এমনেই লেখা যায়। গল্প, উপন্যাস বিশেষ কইরা। কবিতা লেখার আগে ভালো কইরা পড়াশোনা করা লাগে। সেইটা ভুইলেন না আর কি। কবিতাটা সুন্দর হইসে। চালাইয়া যান।

২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ। ☺

৫| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: কবিতাটি ভালো লেগেছে।

২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.