নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

আমি তোমার হলে

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১২:২৩




ভালোবেসে টেনে কাছে
নিষ্কাশিত করেছ যার মনকে,
ভালোবাসা কি করে যাবে সে ভুলে?
অভিশপ্ত অপেক্ষার সুদীর্ঘ জীবন
তোমার দয়ার ছায়াতলে
ছিলো বেঁচে এতটা বছর হলে।
আপন ভুবনে আছে তোমার গোপন সাধনা সুখের,
অথচ আমার নষ্ট বাস্তবতা,
চেষ্টা বিহীন জীবনে তাই নেই সফলতা।
তবুও আমি তোমার হলে,
মনের আমার ইচ্ছেরা উঠবে বেঁচে।
অবাধ্য থাকা মনটা হবে বাধ্য,
স্বপ্ন গুলোও তখন আর
অস্বচ্ছ ধারণা আর ঝরা পালকের মতো
বুড়ো হয়ে যাবে না অকালে ঝরে।
প্রত্যাশা হবে পূর্ণ তখন,
আর প্রেম হবে আমাদের স্মৃতিকার।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ। ☺☺

২| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রত্যাশা বহমান থাকুক ।

২৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ☺☺।

৩| ২৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের কেহ ভালোবাসার সুখের গান গাহেনি আজো

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মেনে নিই যা কিছু ঘটে চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.