নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে মানুষ

যে ঘুড়ি উড়তে জানে না........

নীল কথন

হারিয়ে যাওয়া চশমার খোঁজে হাঁটছি........

নীল কথন › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১

হাতের কাছের সব পুরোনো হয়ে যাচ্ছে। গায়ের প্রিয় জামাটা, জুতো, চশমা, ঘড়ি, হাতের মোবাইল। ওরা এতো প্রিয় হয়েও একটু ফ্যাকাশে কিংবা পুরোনো হলেই মন সরিয়ে যায় নতুনে। নতুন চাই সব কিছু। নতুন জামা, জুতো, চশমা, ঘড়ি, মোবাইল। অবলীলায় এরা প্রিয় হয়ে ওঠে। প্রিয় হওয়ার মন পাখি সময়ে পালকের রঙ পাল্টায়।



পুরোনো হওয়ার দলে আমার হাত, পা, মুখ, চুল, লোম। সবকিছু ঘড়ির সেকেন্ডের কাঁটার ঘুরার সাথে সাথে পুরোনো হচ্ছে। তবু অমলিন আমার প্রিয় দেহ অবয়ব। আমার সব অঙ্গ-প্রত্যঙ্গ জন্ম অবদি প্রিয়। বয়সের চাকা ঘুরার সাথে সাথে এই সব অঙ্গ-প্রত্যঙ্গ হয়ে উঠে আরো প্রিয় থেকে প্রিয়।



সম্পর্ক - বন্ধুত্বের, প্রেমের, আত্মীয়ের, প্রতিবেশীর, নানামুখী-নানান বাকেঁর। কখনো একটা সম্পর্কের উপর আরেক রঙের খোলাস গায়ে জড়ায়, কখনো একটা সম্পর্কের পাশে আরেকটা নতুন সম্পর্কের পাহাড় জন্মে, কখনো বা একটা সম্পর্কের পাহাড় অবহেলায় ভেঙ্গে যায়, কখনো তা চির নির্মল। সম্পর্ক কখনো একপেশে, কখনো দোপেশে, আবার কখনো তা জনেজনে। আর সকল সম্পর্ক গড়ে শুধুই আত্মার বন্ধনে। আত্মার আত্মিক সম্পর্ক চির তরুণ, চির নতুন।

যত দূরের বা কাছের হোক না তা, যেভাবেই তা গড়ে উঠুক না কেন, একদিনের বা হাজার দিনের হোক, প্রিয় সম্পর্ক সতত প্রিয়।



১৬০৮২০১৩

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: নিজের চেয়ে প্রিয় আর কী হতে পারে ! তবুও জীবনে চলার পথের নানাবিধ সম্পর্কে অনেক নতুন সম্পর্ক গড়ে ওঠে, প্রিয় থেকে প্রিয়তিপ্রিয় হয়। তবু নিজের ছায়ার চেয়ে বিশ্বাসযোগ্য কেউ নয়।

নিয়মিত হতে পারিস না এখানে ? X((

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

নীল কথন বলেছেন: নিয়মিত হতে কেন জানি ইচ্ছে জাগছে না...হয়ত কোনদিন জাগবে যদি বেঁচে থাকি...

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০

অপর্ণা মম্ময় বলেছেন: আচ্ছা দেখা যাক, ভবিষ্যৎ কেউই বলতে পারে না। ভালো থাকিস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.