নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে মানুষ

যে ঘুড়ি উড়তে জানে না........

নীল কথন

হারিয়ে যাওয়া চশমার খোঁজে হাঁটছি........

নীল কথন › বিস্তারিত পোস্টঃ

হিম বার্তা

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০

আমার জানালায় হিমিকার অস্পষ্ট আঁধার নেমেছে।

আমার কবিতারা সরব হয়ে

মোহন্ত চেতনায় বই খুলে দেখছে।



আমি চপল চোখে মেঠো পথের

ধূলি হয়ে কৃষাণীর সাথী হয়ে ছুটছি।

আমি বুড়োর পিঠের কলসির

খেজুরের রস হয়ে সুপ্ত সুখ ছড়িয়ে

প্রাণ ভরে হাসছি।

আমি ধবল সারস হয়ে

নগ্ন প্রান্তরের শীতল জলে পা ডুবিয়ে খেলছি।

আমি বাতাস হয়ে সরিষার

হলদে ফুলে দোলা দিয়ে ভেসে ভেসে উড়ছি।

আমি পরিযায়ী পাখি হয়ে ডানা মেলে

সায়রের চঞ্চল ঢেউয়ের বুকে নামছি।

আমি সায়হ্নে কৃষাণীর কাঁধের লাঙ্গল হয়ে

পায়ে ক্লান্তির ছাপ এঁকে নীড়ে ফিরছি।



১০০১১৪

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৫

উদাস কিশোর বলেছেন: ভাল লাগা জানবেন ।
আর একটু গুছিয়ে লিখতে পারতেন ।

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

নীল কথন বলেছেন: মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানুন। হুম, আরো একটু গুছিয়ে লেখা যেত। আমি কবিতা লেখি না, এটা আমার দ্বারা হয় না...তবুও সাহস করে লিখলাম অনেকদিন পর।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১

আরজু পনি বলেছেন:

আরেকটু লিখতে চেষ্টা করতে পারেন এটাকেই সাজাতে ।।
কথাগুলো সুন্দর ...
শুভেচ্ছা রইল ।।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

নীল কথন বলেছেন: হা, তাই মনে হয়। আসলে কবিতা লেখা আমার মাথা হতে সহজে বের হয় না। ঐদিন বেশ কুয়াশা ছিল, তখন এক বসায় ভুলবাল লিখে ফেললাম। ধন্যবাদ আপু।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

লেখোয়াড় বলেছেন:
আচ্ছা, আপনার লেখাটি এভাবে দিলে কেমন হয়?

আমার জানালায় হিমিকার অস্পষ্ট আঁধার নেমেছে।
আমার কবিতারা সরব হয়ে
মোহন্ত চেতনায় বই খুলে দেখছে।
আমি চপল চোখে মেঠো পথের
ধূলি হয়ে কৃষাণীর সাথী হয়ে ছুটছি।
আমি বুড়োর পিঠের কলসির
খেজুরের রস হয়ে সুপ্ত সুখ ছড়িয়ে
প্রাণ ভরে হাসছি।
আমি ধবল সারস হয়ে
নগ্ন প্রান্তরের শীতল জলে পা ডুবিয়ে খেলছি।
আমি বাতাস হয়ে সরিষার
হলদে ফুলে দোলা দিয়ে ভেসে ভেসে উড়ছি।
আমি পরিযায়ী পাখি হয়ে ডানা মেলে
সায়রের চঞ্চল ঢেউয়ের বুকে নামছি।
আমি সায়হ্নে কৃষাণীর কাঁধের লাঙ্গল হয়ে
পায়ে ক্লান্তির ছাপ এঁকে নীড়ে ফিরছি।

ভাল লিখেছেন।
আরো আশা করি এমন।
ভাল থাকুন।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

নীল কথন বলেছেন: হুম। ভাবছিলাম এমনটি করে দিবো। কিন্তু দেওয়া হয়নি, আর আলসেমি লাগছিল।
ধন্যবাদ। এখন আগের থেকে ভালো লাগছে। পাঠে কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.