নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে মানুষ

যে ঘুড়ি উড়তে জানে না........

নীল কথন

হারিয়ে যাওয়া চশমার খোঁজে হাঁটছি........

নীল কথন › বিস্তারিত পোস্টঃ

মুক্তগদ্যঃ মন পাখি

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৯

চিরল, পেটকাটা, আগুণ পাখি, চাঁদিয়াল, ঢুপিয়াল, ঘয়লা, চৌরঙ্গী, হুতুম পেঁচা, লক্ষ্মী পেঁচা, পোয়াতায়া, আধাতায়া, একতায়া, পাল তোলা জাহাজ। হরেক রকমের ঘুড়ির নাম। তাকে বললাম, এক-এক ঘুড়ি, এক-এক দুঃখ বয়ে নিয়ে বেড়ায়। দুঃখের ভার বইতে না পেরে সুতো ছিঁড়ে পালিয়ে যায়। বোহেমিয়ান হয়ে ঘুরে বেড়ায় দেশে বিদেশে। আর সে জেনে যায় পৃথিবীর সব দেশেরই আকাশের রঙ নীল, সব অরণ্যের রঙ সবুজ। পুরো পৃথিবীটাই হয়ে যায় তার ঘর।

আমারও একটা ঘুড়ি আছে। তার একটা নাম দিলাম ... মন পাখি। সে’ও এখন সুতো ছিঁড়ার অপেক্ষায় প্রহর গুনছে।



--মন পাখি



-------------------------

(আরো দু’টো)



মহাকালের পথে ট্রেনটা স্টেশন থেকে মাত্রই ছেড়ে গেল। ঝিকঝিক আওয়াজ তুলে দূর থেকে দূরে চলে যাচ্ছে। রেললাইনের উপরে দাঁড়িয়ে ট্রেনটার দিকে অনেকক্ষণ তাকিয়ে আছি। ট্রেনটা যতই দূরে যায় ততই বিষন্নতার রঙ গাঢ় হয়। ট্রেনটা যাত্রী করে বয়ে নিয়ে যাচ্ছে আমার ভুবন ডাঙার হাসি।



-ট্রেন



-------------------------

সবাই কতকিছু লেখে। লেখার ফানুস ওড়ায়। সন্ধ্যার আকাশটা উৎসবের রঙে রাঙায়। আমি রঙতুলি হাতে নিই। ক্যানভাসে একটা পাতার রঙে আকাশ আঁকি। পাতার রঙে আকাশ! আমি পাতায় আমার লেখা লিখি। আমার ঘরের চারপাশে অনেকগুলো গাছ। বটগাছ, চালতে গাছ, জলপাই গাছ, লেবু গাছ, আরো অনেক। সময়ে গাছের পাতাগুলি ঝরে যায়। আমার লেখাগুলিও তার সাথে ঝরে পড়ে। আর আমি ভুলি, আমি কী লিখি! এমনি করে ভুলি তোমাকে নিয়ে লেখাগুলি। তবে আপন করে পাই তোমার শরীরের ঘ্রাণ।

পুকুর ধারে লেবু পাতায় এটা তোমার ঘ্রাণ। তুমি তোমার গায়ের গন্ধ লেবুপাতায় মেখে রেখেছো। আটাশটি লেবুগাছ, তোমার আটাশ বছর বসন্ত। তোমাকে মনে পড়লে আমি লেবু পাতার ঘ্রাণ নিই।



-ঘ্রাণ



১০২৮১৪



(লেখালেখি ছুটি নিয়েছে। তাই বই/লেখা পড়ার পাশাপাশি আপাতত আবোল-তাবোল লিখেই সময় কাটছে।)

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৭

ডি মুন বলেছেন: বাহ, তিনটাই ভালো লেগেছে।

তবে ট্রেনটা বেশি ভালো হয়েছে।

লেখককে শুভেচ্ছা :)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৪

নীল কথন বলেছেন: আন্তরিক ধন্যবাদ। :)

২| ০১ লা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৫

নীল কথন বলেছেন: পঠনে ধন্যবাদ। :)

৩| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৮

সুফিয়া বলেছেন: মোটেও আবল-তাবল নয়। ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬

নীল কথন বলেছেন: আমার ব্লগ ঘরে স্বাগতম। পাঠে কৃতজ্ঞতা। নিরন্তর শুভেচ্ছা।

৪| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ভাবনার লেখনী ।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬

নীল কথন বলেছেন: :) ধন্যবাদ।

৫| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৭

নীল কথন বলেছেন: ভাইয়া, পাঠে কৃতজ্ঞতা। :)

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:২১

আমি ময়ূরাক্ষী বলেছেন: মনপাখি - অসাধারণ।

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯

নীল কথন বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা। শুভেচ্ছা।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

অন্ধবিন্দু বলেছেন:
সে জেনে যায় পৃথিবীর সব দেশেরই আকাশের রঙ নীল, সব অরণ্যের রঙ সবুজ। পুরো পৃথিবীটাই হয়ে যায় তার ঘর।

হা... নীল কথন। একটি পৃথিবী আর একটি মানুষে বেঁচে থাকার ঘর একটাই। ঘুড়ি অথবা পাখি হওয়ার স্বাধ জাগে প্রায়ই। হওয়ায় যায় বই/লেখায় চড়ে ...

শুভ কামনা রইলো।

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

নীল কথন বলেছেন: পাঠে ধন্যবাদ ভ্রাতঃ।

৮| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

দুঃখী_কাঠপেন্সিল বলেছেন: মুক্তগদ্য সম্পর্কে জানতে চাই। এটা আমি ঠিক বুঝি না।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

নীল কথন বলেছেন: মনের ভাবনা কিংবা আবেগটার লিখিতরূপ মুক্তগদ্য।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

তাহসিনুল ইসলাম বলেছেন: বাহ! সুন্দর লেখা। শুভকামনা রইলো ।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

নীল কথন বলেছেন: পাঠে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.