নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে মানুষ

যে ঘুড়ি উড়তে জানে না........

নীল কথন

হারিয়ে যাওয়া চশমার খোঁজে হাঁটছি........

নীল কথন › বিস্তারিত পোস্টঃ

মুক্তগদ্যঃ শহুরে জামার গল্প

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৬

শহরে ঢুকছে বুনো শীতপাল। বদলে দিচ্ছে শহুরে ঘর-মানুষ-মন। পাল্টে গেছে শহরের জামা, শহরের প্রান্তর। জামার উপর জমছে লাল সুরকি আর বালি। শহরের কোন এক বুড়ো বেঞ্চের উপর আছড়ে পড়ছে হলুদ রঙ। শহরের বেকার রেল স্টেশনটায় জমছে খোশ গল্প। শহরটা এখন খুলে বসেছে কবিতার খাতা। কবিতার দু’টো লাইনও চলছে সমান্তরাল। এই শহরের নিরাশ প্রেমিকের পকেটে এখন থাকে, ‘খুনআলুদা’ দু’টো ছেঁড়া কবিতাপত্র। সন্ধ্যে নামার লগ্নে শাদা শালের আদুরে ঝাপটায় বদলেও যাবে শহুরে শশিকরের গান। এইভাবে বেজেই চলছে শহরের বদলে যাওয়ার গান।

শহুরে জামার গল্পটা একটা হলুদ খামে ভরে তোমায় দিলাম। যত্নে রেখো। যদি কখনও এসো এইখানে। এই শহরের দিগন্তে আমায় খুঁজো। আর কিছু পাও আর না পাও, পাবে আমার গায়ের গন্ধ লেপ্টে থাকা একটা ছেঁড়া জামা।

শহুরে জামার গল্প
২০১২১৪

----

আমি একটা মুখোশ চাই। একটা মুখোশ কিনতে সব বড় বড় শপিংমলে ঘুরলাম। কেউ আমাকে একটা মুখোশ দিল না। এমন না যে আমার পকেট ফুটো। আমার পকেট ভর্তি সারাজীবনের জমানো বেশকিছু কয়েন। তবুও তারা আমার কাছে একটা মুখোশ বিক্রি করলো না। আমার না-কি মুখোশ কেনার যোগ্যতার সনদপত্র নেই!
মুখোশ না পরলে এই পৃথিবীটা আমার দিকে তাকাবে অবহেলার ডোরে। পৃথিবীটা এখন মুখোশওয়ালাদের দখলে। পৃথিবীর প্রেমের দেয়াল বিজ্ঞাপণের নীচেও এখন ঝুলে থাকে "শর্ত সাপেক্ষ"। শর্তও এই - একটা মুখোশ।

একটা মুখোশ চাই
১৪১২১৪

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম ভীষণ ভাল লেগেছে মুক্ত গদ্য

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০০

নীল কথন বলেছেন: পঠনে কৃতজ্ঞতা। আমার ব্লগ বাড়িতে স্বাগতম।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার মুক্ত গদ্য । পড়তে পড়তে কখন যেন আনমনা হয়ে গেছিলাম।


শুভকামনা জানবেন ভাই। :)

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০১

নীল কথন বলেছেন: দিলখোলা মন্তব্যে প্রীত হলাম। ভালো থাকুন।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

অশ্রুত প্রহর বলেছেন: মুক্তগদ্য
ভালই। :-)

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০২

নীল কথন বলেছেন: :) ধন্যবাদ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: চমৎকার মুক্তগদ্যে ভাল লাগা।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৩

নীল কথন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন দিবানিশি।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১০

হাসান মাহবুব বলেছেন: প্রথমটা বেশি ভালো লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০০

নীল কথন বলেছেন: আপনার মন্তব্য সবসময়ই উৎসাহ জোগায়। ভালো থাকুন সবসময়।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

তুষার কাব্য বলেছেন: চমৎকার মুক্ত গদ্য ।ভাল লাগা +++

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৫

নীল কথন বলেছেন: পঠনে ধন্যবাদ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১০

আলম দীপ্র বলেছেন: চমৎকার লেগেছে ভাই ! অনেকেরই চোখ এড়িয়ে গেছে বোধ হয় লেখাটা ! :( :(

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮

নীল কথন বলেছেন: পাঠে ধন্যবাদ।
ব্যাপার না। আমার লেখা কে পড়েছে বা পড়েনি! ঐসব নিয়ে আমার কোন ভাবনা নেই। লিখতে ভালো লাগে। তাই লিখি। চক্ষু বন্ধ করার আগ পর্যন্ত সৃষ্টিকর্তা আমার মনে এই আগ্রহ দিয়ে রাখুক। এই প্রার্থণা আমার সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.