নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

দ্বাদশতম নির্বাচন : নির্বাচন কি অংশগ্রহণমূলক হবে ???

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৪৭

দ্বাদশতম নির্বাচন : নির্বাচন কি অংশগ্রহণমূলক হবে ???



সকলের মুখে একই কথা, ডেট লাইন অতিক্রম হয়ে গেছে
বি.এন.পি সহ ১৪ দল নির্বাচনে আসেনি । তারা রাজপথের আন্দোলন বেছে নিয়েছে ।
নিবন্ধিত ৪৪ টি দেশের ৩০ টি দল মনোনয়ন পত্র জমা দিয়ে নির্বাচনে অংশগ্রহন করছে ।
নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন পর্যন্ত ৩০০ আসনের বিপরীতে মনোনয়নপত্র
জমা পড়েছে ২ হাজার ৭৪১ টি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রেরিত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,নির্বাচনে প্রার্থী হতে সময় আর বাড়ানো হবে না।
এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক বলেও জানান তিনি।

এই নির্বাচনে সারা দেশে ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রের অধীনে ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার
তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন৷
সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন ডয়চে ভেলেকে বলেছেন,
‘‘আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন,
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায়, তা আমরা এবারও দেখতে পাচ্ছি না৷''
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুজারিক বলেন,
জাতিসংঘ এ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না৷ সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করেনা। ''

পিটার হাস বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক বৈঠকে বসে ৷ বৈঠকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানও উপস্থিত ছিলেন৷পিটার হাসের সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠক বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা জায়নি৷ তবে ধারণা করা হচ্ছে, সমসাময়িক প্রসঙ্গ রাজনীতি, শ্রমনীতি, এবং নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে ৷
শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডাম জো বাইডেন সই করার পর ১৬ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বলেন, যারা শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে যাবেন, শ্রমিকদের হুমকি দেবেন কিংবা ভয় দেখাবেন, তাদের ওপর প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে৷
সুধী জনেরা ভাবছে এটাই পরোক্ষ চাপ প্রয়োগ বাংলাদেশের উপর ।

এদিকে আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয় ওই লিগ্যাল নোটিশে।লিগ্যাল নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে্ উক্ত বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। বুধবার এই রিট দায়ের করা হয়েছে ।

বিরোধী দল বলছে :‘যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি তো তামাশার নির্বাচন’

অন্যদিকে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, বিএনপি থেকে বহিষ্কার হওয়া অন্তত তিনজন ভাইস চেয়ারম্যান, দুজন উপদেষ্টা, কয়েকজন মধ্যম সারির নেতা, সাবেক কয়েকজন সংসদ সদস্য এবং মাঠপর্যায়ের প্রভাবশালী বেশ কয়েকজন নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে কেউ বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন (বিএনএম), কেউ তৃণমূল বিএনপি আবার কেউ বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তাদের মধ্যে সৈয়দ একে একরামুজ্জামান, মনজুর আলম, শওকত মাহমুদ, তৈমূর আলম খন্দকার, শমসের মবিন চৌধুরী, শাহজাহান ওমর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আহসান হাবীব, একেএম ফখরুল ইসলামসহ ১৫ জন কেন্দ্রীয় নেতা এবং শাহ মোহাম্মদ জাফর ও মেজর আখতারুজ্জামানসহ সাবেক ৩০ জন এমপি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

সর্বশেষ চমক ছিলো ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ।
বজলুল হক হারুন এর পরিবর্তে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে চূড়ান্ত মনোনয়ন
দিয়েছে দলটি। তিনি আরও মনে করেন ২০১৪ সালে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। এবারও যাওয়া উচিত।
তবে, এখনও খালেদা জিয়ার মুক্তি চান ।
অন্যদিকে আওয়ামী লীগ বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ আছে, তা ভোটের দিন প্রমান করার জন্য বিভিন্ন
কৌশল গ্রহন করা হয়েছে ।

নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমূখর করার জন্য যা করতে বলা হচ্ছে :-----
১. বিনা প্রতিদ্বন্দ্বিতা বা বিনা ভোটে কেউ পাশ করতে পারবেন না। আওয়ামী লীগের প্রার্থীদের ডামি প্রার্থী রাখতে হবে।
২. স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীদের সহযোগিতা করতে হবে। তাদের উৎসাহিত করতে হবে।
আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী হতে কোনো বাধা নেই।
৩. অন্যদলের প্রার্থীদেরও সহযোগিতা ও উৎসাহ দিতে হবে।
আওয়ামী লীগ থেকে ৩০০ আসনে এবার মনোনয়ন চেয়েছিলেন তিন হাজার ৩৬২ জন।
প্রতি আসনে গড়ে প্রার্থী ছিলেন ১১ জন এর মধ্যে ২৯৮ আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
বিপুল সংখ্যক প্রার্থী মনোনয়ন না পেয়ে যেমন হতাশ হয়েছেন, তেমনি প্রধানমন্ত্রীর কথায় ‘স্বতন্ত্র' বা ‘বিদ্রোহী' প্রার্থী
হতে উৎসাহিত করেছেন।
এবার নতুন কৌশল নেয়া হয়েছে, "সব দল বিষয় নয়, জনগণ নির্বাচনে অংশ নিলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে।”
ফলে এবার দলীয়ভাবেই আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে নির্বাচনকে উৎসাহিত করা হচ্ছে।
তাতে হয়ত নৌকা প্রতীক আর স্বতন্ত্র মিলিয়ে আওয়ামী লীগেরই এক আসনে একাধিক প্রার্থী থাকবে।

মনোয়ন পত্র জমা দানের সর্বশেষ প্রতিবদেন :
এবারের ভোটে আওয়ামী লীগের (নৌকা) হয়ে ৩০৩ জন ২৯৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (লাঙ্গল) ৩০৪ প্রার্থী ২৮৬ আসনে মনোনয়নপত্র জমা দেন।
জাতীয় পার্টির (বাই-সাইকেল) ২০, বাংলাদেশের সাম্যবাদী দল (চাকা) ৬, কৃষক-শ্রমিক জনতা লীগের (গামছা) ৩৪, গণতন্ত্রী পার্টির (কবুতর) ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (কুঁড়েঘর) ৬, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির (হাতুড়ী) ৩৩, বিকল্পধারা বাংলাদেশের (কুলা) ১৪, জাতীয় সমাজতান্ত্রিক দলের (মশাল) ৯১, জাকের পার্টির (গোলাপ ফুল) ২১৮, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মই) ১, বাংলাদেশ তরীকত ফেডারেশনের (ফুলের মালা) ৪৭, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) ১৩, বাংলাদেশ মুসলিম লীগের (হারিকেন) ২, ন্যাশনাল পিপলস্ পার্টির (আম) ১৪২, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (খেজুরগাছ) ১, গণফোরামের (উদীয়মান সূর্য) ৯, গণফ্রন্টের (মাছ) ২৫, বাংলাদেশ জাতীয় পার্টির (কাঠাল) ১৩, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) ৩৯, বাংলাদেশ কল্যাণ পার্টির (হাতঘড়ি) ১৮, ইসলামী ঐক্যজোটের (মিনার) ৪৫, বাংলাদেশ খেলাফত মজলিসের (রিক্সা) ১, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) ৩৭, বাংলাদেশ মুসলিম লিগের (হাত-পাঞ্জা) ৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (টেলিভিশন) ৫৫, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) ১১৬, তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) ১৫১, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (নোঙ্গর) ৪৯ এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির (একতারা) ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ২ হাজার ৭১৩ জন প্রার্থী চব্বিশের ভোটে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১ হাজার ৯৬৬ জন প্রার্থী ইসিতে নিবন্ধিত ৩২টি রাজনৈতিক দলের। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৭৪৭ জন।


দ্বাদশতম নির্বাচন : ৩০ শে নভেম্বর রাজনীতির ডেট লাইন

দেশ কোন পথে চলছে আপনার পর্যবেক্ষণ কি বলে ???

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:১১

হাসান কালবৈশাখী বলেছেন:

বিএনপি আসবে কি আসবে না, বহুদিন পার হয়ে যাওয়ার পরও কিছু বলেনি।
নির্বাচন কমিশন অবশ্য একাধিকবার বলেছে বিএনপি আসলে প্রয়োজনে সিডিউল পেছানো হবে।
কিন্তু কিছুই বলেনি রিজভির প্রতিদিন বকবক করলেও এ বিষয়ে কোন কিছু স্পষ্ট করেনি।
এর আগে বিএনপি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার চিঠি পেয়েছিল শর্তবীহিন আলোচনার জন্য।
কিন্তু বোবার মত নিশ্চুপ ছিল কিছুই বলেনি।
অথচ আলোচনার চিঠি বিএনপির সবচেয়ে আগে পেয়েছিলাম আওয়ামী লীগের একদিন আগে।
লন্ডনের জামাত নেতার সাথে বসে থাকা তারেক ও নিশ্চু প।
আশায় বসে আছে তবে আমেরিকা তাকে কোলে করে নিয়ে সিংহাসনে বসায়।

০১ লা ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাসের লাফালাফি সবাইকে বিভ্রান্ত করেছে ।
....................................................................
ধরে নেয়া হয়েছিলো নির্বাচন ২৯শে জানুয়ারী হবে
এবং বিএনপি কিছু সুবিধা পেলে নির্বাচনে আসবে ।
তবে এবার আওয়ামী লীগ অনেক গুলো ট্রাম কার্ড নিয়ে
মাঠে নেমছেে, যা হাস বা লন্ডনের মাথার উপর দিয়ে গেছে ।
এখন আর নির্বাচনী ট্রেনে উঠতে পারবেনা ।
............................................................................
উপরন্ত এই নির্বাচনে বিএনপি না আসায়,দলের শক্তি অনেক
হ্রাস পাবে, এমন চলতে থাকলে বর্তমানের মুসলীম লীগের পরিনীতি হবে ।

২| ০১ লা ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৩৭

কামাল১৮ বলেছেন: ............................................................................
“উপরন্ত এই নির্বাচনে বিএনপি না আসায়,দলের শক্তি অনেক
হ্রাস পাবে, এমন চলতে থাকলে বর্তমানের মুসলীম লীগের পরিনীতি হবে “

আপনার বক্তব্যের সাথে এক মত।
সঠিক নেতৃত্ব ছাড়া কোন দল চলতে পারে না।

০১ লা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গনতন্ত্রর র্চচা ছাড়া কোন দল চলতে পারে না ।
.........................................................................
রাজনীতিতে নেতা নেতৃত্ব এবং নিরপেক্ষ ভোটের চর্চা
আত্যন্ত জরুরী ।বিএনপিতে আজ এসবের দুর্ভিক্ষ চলছে ।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: '১৪, '১৮ সালের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন ভালো হওয়ার কথা। আওয়ামী লীগ সব গুছিয়ে নিয়েছে। বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। সংসদে প্রতিনিধিত্ব না করতে পারলে কোনো দল রাজনীতিতে টিকতে পারে না।

০১ লা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গনতন্ত্র মানেই হলো সকলের কথা বলা বা ভোট প্রযোগের অধিকার থাকা ।
..........................................................................................................
আমাদের দেশের দল সমূহে তার স্বচ্ছতা দেখিনা ।
এক ধরনের একনায়কতন্ত্র চালু আছে
যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি ।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: গত দুইবার যেমন নির্বাচন হয়েছে। এবারও সেরকম নির্বাচন হবে।

০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এবার তার থেকে ও প্রতিদ্ধন্তিতামূলক নির্বাচন হবে
বলে সকলে আশাবাদী ।

৫| ১১ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:২৮

সামরিন হক বলেছেন: গণতন্ত্র এখন স্বপ্ন।

১১ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সামরিন হক বলেছেন: গণতন্ত্র এখন স্বপ্ন।
............................................................................
এই স্বপ্নকে জয় করার জন্য দরকার স্বপ্নযোদ্ধা !
লন্ডনে থাকা ভীতু নেতৃত্ব দিয়ে নয় ।
যে কোন মহান বা ত্যাগী নেতার ইতিহাস দেখুন ....
বারবার জেলে গিয়ে, জনতার আস্হা নিয়ে তবে কান্খিত জয়
এনেছে ।

৬| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২০

ডার্ক ম্যান বলেছেন: সিআইএ"র ফাঁদে পড়ে বিএনপি আবার ছিটকে পড়লো

১২ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাদের প্রবল বিশ্বাস ছিল ১০ই ডিসেম্বর প্রলয় ঘটবে
আর আওয়ামী লীগ তাদের আদর করে নির্বাচনে নিয়ে যাবে ।

.............................................................................................
তা যে ঘটবে না আমার লেখায় পূর্বাভাস দিয়েছিলাম ।
এটাও বলেছি এবার তারা হার্ড লাইনে থাকবে ।
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বেশ কিছু হেভী ওয়টে নেতার বলীও হতে পারে ।
নির্বাচনী ট্রেন চলে গেছে এখন তা প্রতিরোধ কিভাবে করবে ।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



তাদের খবর আছে।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই পৃথীবির বর্তমান নিয়ম হলো,
শক্তের ভক্ত, নরমের যম ।

.............................................................
ভারতে বিজেপি যখন প্রথম সংসদে সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে
সরকার গঠন করতে যাচ্ছে তখনও নরেন্দ্র মোদী আমেরিকার চােখে অপরাধী
এবং স্যাংশন খেয়ে ব্যান হয়ে বসে আছে ।অথচ তার কদিন পরেই
সব উবে গেল , দ্রুত ভিসা লাগল আর দ্ধি-পক্ষীয় আলোচনার আমন্ত্রনে আমেরিকা গেল ।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩১

প্রামানিক বলেছেন: এক যুগ হলো ভোট দেয়ার সুযোগই পাচ্ছি না

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এবার ৭ই জানুয়ারী ভোট হবে ।
সুযোগটি গ্রহন করুন।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৩২

ডতরযব বলেছেন: এই স্বপ্নকে জয় করার জন্য দরকার স্বপ্নযোদ্ধা পম: https://drift-boss.io

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাস্তব যোদ্ধারা প্রস্তুত হচ্ছে
...............................................
ব্যারিষ্টার সুমনের মতো ১০ জন যোদ্ধা হলেই যথেষ্ট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.