নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

স্বাদহীন মোড়কটি

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০







রঙিন মোড়কটি ছিল স্বাদহীন-

কারণ, তার ভিতরে কোনো খাবার ছিল না।

ছিল না বলা ভুল

ছিল, ছিল, প্রচুর খাবার ছিল-

কিন্তু ফুরিয়ে গেছে।

ফুরিয়ে গেছে তার সমস্ত খাবার।

শুধুমাত্র পড়ে আছে স্বাদহীন তার দলিত দেহটি।





সে ভেবেছিল বুঝি ফুরাবে না

ফুরাবে না তার সমৃদ্ধময় অন্দরমহলটি-

আশ্চর্য স্পর্ধা তো তার ভাবনার!

তার ভাবনা কি বোঝে নি-

খাবার সমৃদ্ধ মোড়কটিকে তৈরী করা হয়েছে

শুধুমাত্র সকলের লোভ-লালসা তৃপ্তির জন্য।

কিন্তু হায়! এতদ্রুত ফুরিয়ে গেল!

ফুরিয়ে গেল তার সমস্ত খাবার।

তার চাকচিক্যময় দেহটির মতো স্বপ্নকে টুটিয়ে দিয়ে।





যারা তাকে বোঝে না,

বুঝতে চায় না তার স্বপ্নকে,

একদিন তাদেরই জন্য সে তার স্বপ্নকে বিসর্জন দিয়েছে।

বিলিয়ে দিয়েছে তার ভালোলাগাকে, তার সৌন্দর্যকে।

এখন নিজের এই মহানুভবতাকে সে নিজেই মেনে নিতে পারে না।

কারণ সে মহান হতে চায়নি কখনো।

সে চায় তার পরিপূর্ণ নাভিকেন্দ্র সহ বহিঃসৌন্দর্যটি।

সে চায়, সত্যিই চায় নিজেকে সমৃদ্ধ করে উজ্জ্বল হতে।

তবে সকলের জন্য নয় , শুধুমাত্র নিজের জন্য।

ওগো, তোমরা তার এই স্বার্থপর চাওয়ার কথা কি কেউ শুনবে না ?

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কবিতা ভাল লাগলো ।

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মানসী বলেছেন: ভালো থাকবেন।


আবার আসবেন ।

২| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সবুজসবুজ বলেছেন: মন ছুঁয়ে গেল।

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

মানসী বলেছেন: ভালো থাকুন।

৩| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মায়াবী ছায়া বলেছেন: ভালো লিখেছেন । শুভকামনা । ভলো থাকুন ।

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

মানসী বলেছেন: ধন্যবাদ।


আপনার জন্যেও শুভকামনা।

৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: সবুজসবুজ বলেছেন: মন ছুঁয়ে গেল।

০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৫১

মানসী বলেছেন: ধন্যবাদ ।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: কবিতার কথামালা...সচরাচর ফিল হয় অব্যক্ত খেকে পীড়া দেয়।মন ছুঁয়ে যাওয়া কথামালা।খুব ভালো লাগলো পড়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.