নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

নরম পাথর গাছ

১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩৮



পথের মাঝে ছিল প’ড়ে
ছোট্ট একটা পাথর।
ছিলই পড়ে অনাদরে,
চারিদিকে ছিল ধুলোর সাগর।
হাঁটছিল এক পথের পথিক
ধাক্কা খেল জোরে-
হয়তো খুবই রসিক-
তুললো ধ'রে হাতের পরে
মারলো ধ’রে টান।
উঠলো বলে-- মর গে
এবার ঘরে।

একলা পাথর একাই ছিল
কাটছিল তার একা।
একাই থাকে একাই বকে-
রাতের সাথে একাই করে দেখা।
আবার ঘরে দেখার তরে
আবার এল কেউ,
বেশতো ছিল ভালোই ছিল-
আবার কেন ঘর ভাসিয়ে
এল হঠাৎ ঢেউ ?
পাথরটাকে করতে কি চায়
নরম মাটির ঢেলা !
গাছের থেকে চয়ন করা ফুলে
গাঁথতে কি চায় নতুন অাবার মালা!
ভাবল বুঝি পাথর ভেঙে
হবে নরম মাটি।
হবে কত সোনার ফসল
মানুষটাতো খাঁটি।
বুঝলো অনেক পরে-
খেলার ছলে সঙ্ সেজেছে।
অনেক দামি খুবই দামি,
নাম বটে লাল রঙ !


আবার কখন তুফান এল
কেউ ভাবেনি কেউ ।
হয়তো এটা বন্যা হবে
ছিল না আর ঢেউ।
নরম পাথর নরম হল,
বলতে পার কাদা।
বলতে পারে প্রায় সকলেই -
‘এক্কেবারে হাঁদা’।
পাথর যদি মাটিই হল
কিই বা আছে দাম!
নাই বা হল অনেক দামি
নাই বা থাকুক দাম !
ধুলোর পাথার হতেই পারে
নরম কাদার সাগর।
নরম বুকে নরম মাটি
নরম পরশ পাথর।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা দারুণ ভালো লেগেছে...

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৭

মানসী বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.