নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

নষ্ট খেলা

২৩ শে মার্চ, ২০১৪ রাত ২:৪৯





এবার আমি খেলছি খেলা-

নষ্ট খেলা নষ্ট চাঁদ,

নষ্ট হতে কেমন লাগে

জাগছে মনে বড্ড সাধ।



নষ্ট কী হয় ?

জানছি ভেবে

শরীর কিম্বা কষ্ট মন !

শরীরটা কি কেবল শরীর ?

কি আছে তার প্রয়োজন !

শরীর ধোব গরম জলে,

সুগন্ধিতে ভরপুর,

শরীর হবে আগের মতোই,

সব জীবানু হবে দূর।



মনটা যদি নষ্ট কর

কষ্ট দিয়ে অনেকখানি

কী আয়োজন করব বলো

হাতে পেতে পরশমণি।

দুঃখ দিলে কষ্ট দিলে

শরীর নিয়ে করলে খেলা

বাজলো বুকে অনেক ব্যথা,

বাজলো বুকে অবহেলা।



কাতর মুখে অস্পষ্ট চোখে

চায়তে যখন লজ্জা লাগে-

মনটা দেখি বেজেই চলে

তোমার গভীর অনুরাগে।

বুকে যখন ব্যথা গোপন

চলে দুখের অনুরণন,

কাঁপন বাঁচন সব অনটন

ঝরিয়ে দিয়ে পথের ধূলায়

ভাবছি তখন,

নষ্ট কোথায় পারলো হতে

আমার অবুঝ নষ্টমন ?



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।

২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০২

মানসী বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকবেন।

২| ১৮ ই মে, ২০১৪ সকাল ১১:১৫

দি ভয়েস বলেছেন: বুকে যখন ব্যথা গোপন
চলে দুখের অনুরণন,
কাঁপন বাঁচন সব অনটন
ঝরিয়ে দিয়ে পথের ধূলায়
ভাবছি তখন,
নষ্ট কোথায় পারলো হতে
আমার অবুঝ নষ্টমন ?


এই লাইন গুলো চমৎকার লেগেছে ।

পোস্টে +++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.