নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

তুমিই নদী ?

১৫ ই মে, ২০১৪ রাত ১:২৭





তোমাকে নদীর মতো মনে হয়

না নদীকে তোমার মতো ?

যৌবনে ঢলঢলে, লাবণ্যময়

মনের উত্তালতা শরীর ছুঁয়েছে যত।



নদী কি তোমার চোখেও ?

টলটলে।

একটু ছোঁয়া পেলেই

ভাসিয়ে দেবে কুল।



তুমিই নদী ?

না নদী তোমার মতো-

বুঝি নাতো ঠিক মতো

বার বার করি ভুল।



তরঙ্গে কাঁপে নদীর সারা শরীর-

তোমার বুকের মতো-

আনন্দে কিম্বা হতাশায়।

নিস্তরঙ্গ নদীও কাঁপে বাতাসে

তিরতিরিয়ে,

তোমার ঠোঁটের মতো।



বলবো বলবো করেও

হয়না বলা।

তবুও চলা.....

একা একা পথে

মনে কত ভয়....

নদীকে তোমার মতো মনে হয়

না তোমাকে নদীর মতো ?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


তরঙ্গে কাঁপে নদীর সারা শরীর-
তোমার বুকের মতো-
আনন্দে কিম্বা হতাশায়।
নিস্তরঙ্গ নদীও কাঁপে বাতাসে
তিরতিরিয়ে,
তোমার ঠোঁটের মতো।



সুন্দর কবিতা +++

১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৪০

মানসী বলেছেন: ধন্যবাদ। অনেক ভালো থাকুন।

২| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৪

একজন আরমান বলেছেন:
দারুণ।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৪২

মানসী বলেছেন: অনেক ভালো থাকুন ।

৩| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তরঙ্গে কাঁপে নদীর সারা শরীর-
তোমার বুকের মতো-
আনন্দে কিম্বা হতাশায়।
নিস্তরঙ্গ নদীও কাঁপে বাতাসে
তিরতিরিয়ে,
তোমার ঠোঁটের মতো।


সুন্দর

১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৫২

মানসী বলেছেন: অনেক ভালো থাকুন।আমার ব্লগে আসার. জন্যে আমন্ত্রন রইল।

৪| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:১২

জেরিফ বলেছেন: তরঙ্গে কাঁপে নদীর সারা শরীর-
তোমার বুকের মতো-
আনন্দে কিম্বা হতাশায়।
নিস্তরঙ্গ নদীও কাঁপে বাতাসে
তিরতিরিয়ে,
তোমার ঠোঁটের মতো।


লাইন গুলো কেমন যেন ;) ;) ;)

১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৯

মানসী বলেছেন: এখন. আমারো তাই মনে হচ্ছে। সত্যিই. কেমন যেন লাইনগুলি।

৫| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর

১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

মানসী বলেছেন: অনেক ভালো থাকুন।আমার ব্লগে আসার জন্যে আমন্ত্রন রইল।

৬| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৯

অশ্রু হাসান বলেছেন: শিরোনামেই তো উত্তর টা দিয়ে দিয়েছেন

১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

মানসী বলেছেন: সত্যিই তো ! খেয়াল. করিনি যে শিরোনামেই উত্তরটা দেওয়া হয়ে গেছে। অনেক ভালো থাকুন ।

৭| ২২ শে মে, ২০১৪ রাত ৯:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ফেইসবুকে আপনাকে কোন নামে পাওয়া যাবে? যাই হোক, ফেইসবুকের এ স্টেটাসটি পড়ার জন্য অনুরোধ করছি। শীঘ্র রিসপন্স করবেন আশা করি।

সম্ভব হলে আমাকে আপনার ফ্রেন্ডলিস্টে এ্যাড করুন।

শুভেচ্ছা।

২৪ শে মে, ২০১৪ রাত ১২:৫১

মানসী বলেছেন: আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.