নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

তোমায় যা দিতে চাই

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪



একটু গোলাপ হতে পারে
কিম্বা রজনী গন্ধা,
কিন্তু গোলাপতো সবাই
তোমাকে দেবে।
তাহলে রজনীগন্ধাই ভালো
তাই না বলো?
কিন্তু সেটাও কেমন যেন
বিয়ে বিয়ে মনে হবে
কিম্বা বিবাহবার্ষিকী।
তাহলে যুঁইফুল?
হ্যাঁ, সেটা চলতে পারে
কিন্তু শুধু চলতে পারে!!
যাঃ, শুধু তাই হতে পারে নাকি।
হু, তাহলে কী দিই, কী দিই, কী দিই!!
হ্যাঁ, এইবার ঠিক পছন্দ হয়েছে।
তোমাকে আজ দেব ভোরের
শিশিরের সুবাস মাখা
ভেজা ভেজা সবে জন্ম নেওয়া
শিউলি ফুল।
এমা অমন করে আমার দিকে
তাকিয়ে আছো কেন
আমার দিকে?
ঠিক ভেবেছি
আজকের দিনটাকে তুমি
এক্কেবারে গিয়েছ ভুলে।
আজকে যে তোমার জন্মদিন।
আজকের মতোই বছর বছর
তোমাকে দিতে চাই
একরাশ শিউলি,
তবে শিশিরে ভেজানো নয়
আমার ভালোবাসায় ভেজানো।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮

এহসান সাবির বলেছেন: সুন্দর।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬

মানসী বলেছেন: ধন্যবাদ। অনেক ভালো থাকুন।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন।

অনেক শুভকামনা :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

মানসী বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যেও শুভকামনা।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

ফেলুদার তোপসে বলেছেন: লেখাটা খুব খুব ভালো লাগলো, সাথে মহীনের ঘোড়াগুলি'র গান'টা মনে করিয়ে দিল-
"শহরের উষ্ণতম দিনে, পিচগলা রোদ্দুরে
বৃষ্টির ঘ্রান তোমায় দিলাম আজ।"
অনেক অনেক ভালো থাকবেন।।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

ফেলুদার তোপসে বলেছেন: লেখাটা খুব খুব ভালো লাগলো, সাথে মহীনের ঘোড়াগুলি'র গান'টা মনে করিয়ে দিল-
"শহরের উষ্ণতম দিনে, পিচগলা রোদ্দুরে
বৃষ্টির ঘ্রান তোমায় দিলাম আজ।"
অনেক অনেক ভালো থাকবেন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.