নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

ছুঁয়ে দিলে নদী কথা বলে ?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯



বুকে নিয়ে প্রেম-তৃষা যত
শুয়েছিনু ঠিক তারই পাশে,
রাতের বাতাসে এসেছিল ভেসে
একরাশ মেঘ,
ছুঁয়েছিল কালো চুল
খুব ভালোবেসে।


কারে বলে ভালোবাসা ?
আমার উপরে সে,
তার উপরে আমি !
এই ভাবে দিন
যদি বয়ে যেত
খুব ভালো হতো।

কত ভালো হতো ?
কত শত উপকথা
জল হয়ে যায়,
জলের মতোন শরীরের ক্লেদ,
মাখামাখি ঘাটাঘাটি
টেনে নিয়ে তারে
বুকের উপরে ;
ব’লে যায় কত কত কথা-
তুমি যেন নও ঠিক পুরুষ মতোন।


ছায়া চুপি চুপি
চলে নাতো পথে।
ঠিক যেন ফেটে যায়
বারুদের মতো।
শুকনো মাঠের যে ঘাস,
ধরে যায় বুকে তার আগুন জ্বলন।
তবু পুড়ে হয় নাকো ছাই,
কিছু কিছু থেকে যায় বাকি-
আগামীর রাতের মতোন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: চরম হয়েছে! পুরো অাবেগে ঠাসা!

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

মানসী বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

মানসী বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

শতদ্রু একটি নদী... বলেছেন: খুবই চমতকার। লাইকড ইট। :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

মানসী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

ভারসাম্য বলেছেন: এটাও দারুণ লেগেছে।

+++

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.