নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

দায়ভার

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯



এখন থেকে আমরা দুজন
হিতাকাঙ্খী পরস্পরের;
হাতে রেখে হাত, চোখে রেখে চোখ
কথা হবে অনেক কিছুই,
কথা হবে সতর্কতায়
ভুলভাল যদি বলে ফেলি শেষে।
ভালোই চাবো পরস্পরের
শ্রদ্ধা মেশা ভালোবাসায়,
যেটা কিনা গুণ বিচারে সর্বশ্রেষ্ঠ
সব নজরে,
সবার কাছেই আকাঙ্খিত।
কতটা ভালো করতে পারি
পরস্পরের,
আলোচনার সমাধানে।
দূরের থেকেই মুগ্ধ হব
কত লোকে মুগ্ধতো হয় দূরের থেকেই
কাছে গেলে থাকে সেটা পায়ের নীচে
শীর্ষদেশে উঠে গেলে
পাহাড় তখন পদানত,
মুগ্ধতা!
তখন শুধু চোখেরই ভুল।

এখন থেকে আমরা দুজন
হিতাকাঙ্খী পরস্পরের
হাতে রেখে হাত, চোখে রেখে চোখ
কথা হবে অনেক কিছুই,
দায়ভারের কথাও হবে,
ছেদো কথা বাদ দিয়ে
চিরন্তনের কথা হবে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: সুন্দর

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

মানসী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

আমিই মিসির আলী বলেছেন: মোটামুটি ভালোই

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

মানসী বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

সুমন কর বলেছেন: হুম, এবারেও মোটামুটি লাগল !

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৮

মানসী বলেছেন: সুমন, এই প্রাপ্তিও অনেক কিছু, সবার ভাগ্যে হয় না। আবার আসবেন।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৯

মানসী বলেছেন: ধন্যবাদ।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর লিখেছেন

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

মানসী বলেছেন: ধন্যবাদ।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: আবারো পড়লাম,

দূরের থেকেই মুগ্ধ হব
কত লোকে মুগ্ধতো হয় দূরের থেকেই
কাছে গেলে থাকে সেটা পায়ের নীচে
শীর্ষদেশে উঠে গেলে
পাহাড় তখন পদানত,
মুগ্ধতা!
তখন শুধু চোখেরই ভুল।
নতুন করে মুগ্ধ হলাম।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

রুদ্র জাহেদ বলেছেন: দূরের থেকেই মুগ্ধ হব
কত লোকে মুগ্ধতো হয় দূরের থেকেই
কাছে গেলে থাকে সেটা পায়ের নীচে
শীর্ষদেশে উঠে গেলে
পাহাড় তখন পদানত,
মুগ্ধতা!
তখন শুধু চোখেরই ভুল।

এমনটা কিন্তু আমার কাছে খুবই নির্মম লাগে।প্রাঞ্জল ভাষার নির্মল সুন্দর কবিতা আপুনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.