নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি আমার সন্তান হতে

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬



তুমি যদি আমার সন্তান হতে তোমাকে প্রথম সূর্য দেখাবার সুযোগটা আমিই পেতাম। আমার প্রথম এবং প্রধান গর্ব হতো যে তোমার শরীর আমারই অংশ নিয়ে তৈরী। তুমি সব সময়েই আমার কোলের মধ্যে থাকতে। ঘুমে এবং জাগরণে তোমার চোখ , তোমার হাত আমাকেই খুঁজতো। খিদে পেলে ঘুম পেলে সবার আগে আমাকেই তুমি চাইতে। কারণ আমি যে তোমার ‘মা’।

আর আমি আমার হতে সৃষ্ট অংশকে দু-চোখ ভ’রে দেখতাম। হাত দিয়ে সবসময় ছুঁয়ে রাখতাম। তোমার শরীরের প্রত্যেকটি খাঁজ-ভাজ দিনে দিনে পূর্ণ হয়ে উঠত, আর আমি প্রত্যেকটি মুহূর্তে অনন্ত উৎসাহ নিয়ে তোমার সেই পূর্ণতার সাক্ষী হতাম।

একটু করে বড় হতে হতে যেদিন তুমি মুখ দিয়ে প্রথম কোনো আওয়াজ করতে তখন আমার মনে হত কী অদ্ভুত সুরেলা গলা তোমার; বড় হয়ে সম্ভবত তুমি গায়ক হবে। আর যেদিন প্রথম কোনো শব্দ উচ্চারণ করতে চেষ্টা করতে সেদিন আমার মনে হতো পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর শব্দটি তুমিই প্রথম উচ্চারণ করলে এবং তার গভীর একটি অর্থ রয়েছে। সেই গভীর অর্থ খুঁজতে না খুঁজতেই আরো একটা শব্দ , আরো একটা উদ্ভট উচ্চারণ, তারপর আরও দুটি, তারপর কয়েকটি, তারপর তোমার মা এক্কেবারে দিশেহারা, তারপর মা যেই তোমাকে কোলে তুলে নিয়ে আদর করতে যাবে তার আগেই তুমি তোমার মাকে আদর করে এলোমেলো করে দিতে।
তারপর যেদিন তুমি হাঁটতে শিখবে, নাঃ ভুল হয়ে গেল; হাঁটা তো নয় তুমি তো এক্কেবারে দৌঁড়াতে শিখবে। প্রথমেই এক দৌঁড়ে ঘরের গন্ডী পার করে দেবে।

সত্যিই ঘরের গন্ডী যেদিন পার করে দেবার সময় এলো তখন মা ও ছেলের সে কী কান্না! ছেলে তো কাঁদে ভয়ে। কোথায় না কোথায় তাকে পাঠানো হচ্ছে এই ভেবে। আর মা কাঁদে অতক্ষণ ছেলেকে ছেড়ে থাকবে কী করে এই ভেবে। তবে ছেলে আমার বড় হবে এই আনন্দেই বিচ্ছেদ বেদনা একদিন সয়ে যাবে।

তুমি যদি আমার সন্তান হও তবে তোমাকে আমি কখনই পড়তে বসতে বলতাম না। তোমাকে আমি গান শেখাতাম, নিজে হাতে সুরে সুর মিলিয়ে গান শেখাতাম। তুমি আমার সন্তান হলে তোমাকে সঙ্গীতে পণ্ডিত কিম্বা ওস্তাদ তৈরী করতাম। আমার সুজয় কাকুর গানের স্কুলে তোমাকে ছোট্টবেলা থেকে ভর্তি করিয়ে দিতাম।পড়তে না বসলেও গান করতে না বসলে কিন্তু খুব রাগ করতাম। তবে পড়তে না বসলে কি হবে আমি জানি তুমি পড়াশুনাতেও খুব ভালো হবে।

তুমি যদি আমার সন্তান হতে তবে তোমাকে আঁকা শেখাতাম। তবলা কিম্বা কোনো বাদ্যযন্ত্র শিখতে চাইলে শেখাতাম। তুমি যে বাদ্যযন্ত্র কিনতে চাইতে তাই কিনে দিতাম। কারণ তোমার ইচ্ছেটাই তো আমার স্বপ্ন। তুমি যদি আমার সন্তান হতে তবে আমি স্বপ্ন দেখতাম যদি পুনর্জন্ম বলে কোনো জিনিস থেকে থাকে তবে জন্মে জন্মে আমি যেন তোমাকেই পাই।

মন্তব্য ৩৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

লেখোয়াড়. বলেছেন:
এরকম লেখা সবসময় ভাল লাগে।
এবারও লাগল।

+++++++++++++++

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

মানসী বলেছেন:
আপনার ভালো লাগা আমার অনুপ্রেরণা হয়ে রইল ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

মাকড়সাঁ বলেছেন: ভাল লাগল।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

মানসী বলেছেন: ধন্যবাদ। অনেক ভালো থাকুন ।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: তুমি যদি আমার সন্তান হও তবে তোমাকে আমি কখনই পড়তে বসতে বলতাম না। তোমাকে আমি গান শেখাতাম, নিজে হাতে সুরে সুর মিলিয়ে গান শেখাতাম।

ভাল লাগল। ধন্যবাদ

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫

মানসী বলেছেন:
আপনাকেও অনেক শুভেচ্ছা।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল, তবে চিন্তায় এসে গেল আমার শিশুকাল যে স্বপ্ন গুলো আমার মা দেখতেন , আমি আজ বড় হেয়েছি অনেক বড় মা'র কারছ থেকে অনেক দুরে থাকি ৬ হাজার মাইল দুরে।
ভাল লাগা রইল।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল, তবে চিন্তায় এসে গেল আমার শিশুকাল যে স্বপ্ন গুলো আমার মা দেখতেন , আমি আজ বড় হেয়েছি অনেক বড় মা'র কারছ থেকে অনেক দুরে থাকি ৬ হাজার মাইল দুরে।
ভাল লাগা রইল।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

মানসী বলেছেন:
আপনি হয়তো আমাদের থেকে অনেক দূরে আছেন। কিন্তু আপনার মার কাছে থেকে নন। অনেক ভালো তাকুন। সুস্থ থাকুন।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

কেউ নেই বলে নয় বলেছেন: আবেগী এবং হৃদয়ের কাছাকাছি লেখা। অনেক ভালোলাগা রইলো। :)

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮

মানসী বলেছেন: আপনার জন্যেও অনেক শুভেচ্ছা।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২

গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ মাতৃত্ববোধ। +।

তবে এই জায়গাটায় আমি কেমন যেন তথমত খেলাম।

"তুমি যদি আমার সন্তান হও তবে তোমাকে আমি কখনই পড়তে বসতে বলতাম না। তোমাকে আমি গান শেখাতাম, নিজে হাতে সুরে সুর মিলিয়ে গান শেখাতাম। তুমি আমার সন্তান হলে তোমাকে পণ্ডিত কিম্বা ওস্তাদ তৈরী করতাম। আমার সুজয় কাকুর কাছে তোমাকে ছোট্টবেলা থেকে ভর্তি করিয়ে দিতাম।পড়তে না বসলেও গান করতে না বসলে কিন্তু খুব রাগ করতাম। তবে পড়তে না বসলে কি হবে আমি জানি তুমি পড়াশুনাতেও খুব ভালো হবে।"

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

মানসী বলেছেন: হ্যাঁ, আসলে আমারই একটু লেখাতে ভুল ছিল। মনে হয় এবার আর সমস্যা হবে না। এরপরেও যদি সমস্যা থাকে জানাবেন।

"তুমি যদি আমার সন্তান হও তবে তোমাকে আমি কখনই পড়তে বসতে বলতাম না। তোমাকে আমি গান শেখাতাম, নিজে হাতে সুরে সুর মিলিয়ে গান শেখাতাম। তুমি আমার সন্তান হলে তোমাকে সঙ্গীতে পণ্ডিত কিম্বা ওস্তাদ তৈরী করতাম। আমার সুজয় কাকুর গানের স্কুলে তোমাকে ছোট্টবেলা থেকে ভর্তি করিয়ে দিতাম।পড়তে না বসলেও গান করতে না বসলে কিন্তু খুব রাগ করতাম। তবে পড়তে না বসলে কি হবে আমি জানি তুমি পড়াশুনাতেও খুব ভালো হবে।"

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

তুষার কাব্য বলেছেন: বাহ ! চিন্তারা দারুন পরিণত আবেগে আর ভালবাসায় । আমার বিশ্বাসের সাথেও বেশ মেলে ।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

মানসী বলেছেন: শুনে খুব ভালো লাগলো।--" চিন্তারা দারুণ পরিণত আবেগে আর ভালোবাসায়।" :``>> :``>> :``>> :``>>

আমাকে সবাই অপরিণত বলে কিনা। :( :( :(

ভালো থাকুন। শুভেচ্ছা ।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

অনিক বলেছেন: অনেকক্ষেত্রে দেখা যায় বড় হলে একটা পর্যায়ে সন্তান মায়ের ভাললাগা ও ইচ্ছেগুলোকে সেভাবে মূল্যায়ন করেনা।

লেখা ও ভাবনা ভাল লাগলো।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

মানসী বলেছেন:
তবু স্বপ্ন দেখি। তবু স্বপ্ন ভালো লাগে।

অনেক ধন্যবাদ।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৫

ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে লেখাটা।


এই গুলি সব মায়ের মনের কথা।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

মানসী বলেছেন:
ধন্যবাদ।

অনেক ভালো থাকুন।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২২

সুমন কর বলেছেন: চমৎকার আবেগী লেখা। যা পড়লে মন ভারী হয়ে যায়!

+।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ সুমন। ভালো থাকুন।

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

আনোয়ার ভাই বলেছেন: খুব সুন্দর লেখা । ভাল লাগল । সন্তান হতে ' বলতে কাকে বুঝালেন ? বলবেন কি ?

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

মানসী বলেছেন: সন্তানতো প্রিয়জন, তাই না।

ভালো থাকবেন।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

কালনী নদী বলেছেন:

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

মানসী বলেছেন: ধন্যবাদ।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "তুমি যদি আমার সন্তান হও তবে তোমাকে আমি কখনই পড়তে বসতে বলতাম না।''

এই একটা কারণে আপনি হতেন পৃথিবীর শ্রেষ্ঠ মা ।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭

মানসী বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫

শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগা সাথে +

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২২

মানসী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫

কল্লোল পথিক বলেছেন: লেখাটা বেশ হয়েছে +++

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩

মানসী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

সায়েদা সোহেলী বলেছেন: সন্তান নিয়ে আমরা কত কিছুই না ভাবি !! সন্তানেরা কি সে ভাবনা ছুতে পারে !! আমি কি পেরেছি !???

লেখা ভালো লেগেছে সাথে প্রথম ছবি টাও

শুভ কামনা

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩

মানসী বলেছেন: আমরা অনেক কিছুই পারি না বলেই হয়তো অনেক কিছু করার অদম্য ইচ্ছা থেকে যায়, সম্ভবত সেটাই আমাদের জীবনীশক্তি।


প্রথম ছবিটা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। প্রথম ছবিটার কোনো কৃতিত্ব আমার নেই।

আপনার জন্যেও অনেক শুভকামনা।

আমার ব্লগে আসার জন্যে শুভেচ্ছা।

১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫০

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কথামালার লেখাটি কয়েকবার পড়লাম।নির্মল সুন্দর। হৃদয়স্পর্শী লিখনি।পৃথিবীতে নিজের... খুব কাছের কেউ থাকলে একমাত্র মা আছেন।আমার মা আমার অস্তিত্ব আমার আমি।এর বাহিরে দ্বিতীয় আমি নেই!
সুন্দর লেখার জন্য আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা আপুনি

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২

মানসী বলেছেন: হ্যাঁ, রুদ্র, মায়ের চেয়ে বড় কেউ হয় না।

ভালো থাকবেন।

১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

বীনা বলেছেন: .............. কি সুন্দর ভাবনার একটি লেখা.............. একবারে মায়ার বন্ধন............ সব ভালবাসার বন্ধন অটুট থাকুক.............

অনেক ভাললাগা।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

মানসী বলেছেন: "সব ভালবাসার বন্ধন অটুট থাকুক............."

২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইলো।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

মানসী বলেছেন: আপনাদের ভালোবাসা আমার চলার পথের পাথেয়।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.