নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন , তোকে

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২১



স্বপ্ন, তোকে খুব মিস করি।
আমার সঙ্গে তুই এমনটা না করলেই পারতি।
বলতো এমনটা কেন করলি?
কেন এমনটা হল বলতো?
আমিতো কারো কোনো ক্ষতি করিনি কখনো!
তোরও না।
তবে বল না কেন এমন হল?

আমাকে তুই-ই তো স্বপ্ন
দেখতে শিখিয়েছিলি।
তোর হাত ধরেই-তো বসন্তের বাতাসে
শ্রাবণের কান্নার গান সেধেছি আমি।
শিখেছি নিজেকে ভুলে অপরের পাত্রে
স্বপ্নের পসরা ভরাতে।
স্বার্থমগ্ন হতে শেখাও-তো তোরই কাছে;
সেখানে আমি আর তুই,
আর সকলের No Entry ।
দুঃখ সুখ ভাগ করতে করতে
কখন তুই যে ‘তুমি’ হয়ে গেলি
সে কথা আর মনে নেই।
‘তুই’ও মিষ্টি কিন্তু ‘তুমি’ যেন আরও,
দাম্পত্যের দুর্ণিবার ইশারা।
স্বপ্ন, তুই যেন স্বপ্নের মতো!

ভালো কি বেশি দিন থাকা ভালো?
না ভালো-দিন বেশি দিন থাকে?
শ্রাবণের কান্না বসন্তে সুখবিলাস
কিন্তু শ্রাবণে তো সত্যি!
কান্নার মানেও আমি
তোর কাছেই শিখলাম।

তোকে ছেড়ে নীড় বাঁধালি
অন্য রাগে অন্য সুরে।
মানি, না মানি ভবিতব্য ভবিতব্যই।
সেই রাগেই মীড় বেঁধেছি
ভোরের বাতাসে ঈমন।
ভেবেছি- একেবারে মন্দ না।
তানসেনও তো এক ঋতুতে অন্য ঋতুসঞ্চারী।
প্রমাণ করে দেব আমি ঈমন সাধলেই
ভোর বাধ্য বিকেল হতে,
ভৈরব তার কিছুই না।

কিন্তু কী আমার কপাল বল-
যে ‘তুই’তে আমি মুগ্ধ
দেখি এ রাগিণী সেই ‘তোতে’ই মুগ্ধ ।
আমার কাছে তুই ‘তুই’ থেকে ‘তুমি’
আর এখানে একবারেই তুই ‘তুমি’।
আমার উপরে তোর এত রাগ!
কেন বলতো ?

ভেবেছিলাম দেখব আমায়
কে আর হারায়।
এবার জীবন গড়ব আমি,
আমি একাই।
একলা পথে চলতে গেলে
প্রশিক্ষণের দরকার যত
সবই নেব।
ধুলোর সাথে লড়তে গেলে ধুলোই হব।
কাঁটা তুলতে কাঁটা যেমন।
ভোরের সুরে ঠিকই গাব ভৈরবীকে।
আমায় এবার কে দেখি হারায়।

ভিখারি স্বপ্ন দেখে রাজপ্রাসাদের,
ঘুম ভাঙলে সে ফকিরই থাকে,
রাগ-রাগিণী সবাই দেখি
মুগ্ধদোসর তোরই সুরের।
ভৈরবীও ভৈরবময় তোরই ছন্দে।
আনুরাগহীন দুস্বপ্নের রাগিণীতে আমি একা।
একাই আমি।


মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগলো আত্মপ্রত্যয় মূলক কথামালা।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

মানসী বলেছেন:
হয়তো তাই। ভালো থাকবেন।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

নেক্সাস বলেছেন: সুন্দর। আমিও স্বপ্ন মিস করি।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

মানসী বলেছেন:
ভালো লাগলো আমার মতো অনেকেই আমার স্বপ্নকে মিস করে।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

সুমন কর বলেছেন: এ যেন নিজের সাথে কথা বলা !! পড়তে ভালো লাগল।

ইংরেজী শব্দটা না হলেই বেশী খুশি হতাম.... !:#P

+।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

মানসী বলেছেন:
সুমন, আমার লেখা আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে। খুব খুশি হয়েছি।


আসলে সুমন, আমি যা লিখি সেগুলো না-কবিতা। আমার অনুভূতি মনের ভেতর যেমন ভাবে আসে সেটাই লিখি। এটা জানি কবিতা হতে গেলে এগুলোকে আরো পরিমার্জনা করতে হত , পালিশ করতে হত। আমি এটা করি না। কারণ অলসতা। তাছাড়া সন্তান কেমন হবে এটা যেমন বাবা মায়ের নির্বাচনের কোনো অবকাশ নেই, কালো-ধলো জ্ঞানী-নির্বোধ যাই হোক না কেন সেটাতো নিজেরই সন্তান। এই শব্দগুলো যেভাবে আমার মনে জন্ম নিয়েছে সেভাবেই লিখেছি। তাছাড়া অনেক ইংরেজি শব্দ এখন বাংলা শব্দেরই অন্তর্গত, বাংলা শব্দভান্ডারের অন্তর্গত। জানি না বোঝাতে পারলাম কিনা।

ভালো থাকবেন

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

মানসী বলেছেন:
ধন্যবাদ

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

কেউ নেই বলে নয় বলেছেন: দারুন মনকাড়া একটা কবিতা। লাইক লাইক। +

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

মানসী বলেছেন:
আমার অনুভূতি কারো মনে সাড়া দেয়, এটা ভেবে ভালো লাগছে।

ভালো থাকবেন।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: বা: ভাল লাগল ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০১

মানসী বলেছেন:
ধন্যবাদ অভিজিৎ।

ভালো থাকবেন।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০

মানসী বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

রুদ্র জাহেদ বলেছেন: ওয়াও, অসাধারন।এ যেন আমার মনের কথাগুলো উচ্চারণ করলেন।মুগ্ধ হলাম আপুনি...
+++

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২২

মানসী বলেছেন:
আসলে রুদ্র , আনন্দের রকমফের থাকলেও কষ্টটা একই রঙের। তাই তোমার মনের রঙ আর আমার মনের রঙ মিলে গেছে।

ভালো থাকবেন।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩

মানসী বলেছেন:
ধন্যবাদ।

শুভেচ্ছা।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১

কবির ইয়াহু বলেছেন: চমৎকার।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪

মানসী বলেছেন:
চমৎকার কি না জানি না, তবে আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে।

ভালো থাকবেন।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোই লাগলো স্বপ্ন পড়তে।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯

মানসী বলেছেন: তাই :) :) :) স্বপ্ন তাহলে ভালোই

ভালো থাকুন।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

কিরমানী লিটন বলেছেন: ভিখারি স্বপ্ন দেখে রাজপ্রাসাদের,
ঘুম ভাঙলে সে ফকিরই থাকে,
রাগ-রাগিণী সবাই দেখি
মুগ্ধদোসর তোরই সুরের। -অতল ছুঁয়ে গেলো, অভিবাদন রইলো- অনেক...।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

মানসী বলেছেন:
আপনাকেও অভিনন্দন।


ভালো থাকুন

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

প্রামানিক বলেছেন: স্বপ্ন নিয়ে সুন্দর কাব্য কথামালা। ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭

মানসী বলেছেন:
ধন্যবাদ।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.