নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

সুরে রঙে রঙ-পেনসিল তোমার চিঠি

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:১১



তোমার জন্যে রঙ এনেছি ;
নানান রঙের নানান ঢঙের
আঁকছি ছবি একটি পাতায়।
খাতার পাতায়,মনের খাতায়
রঙ পেনসিল ,তুলির রঙও মাখছি নিজেও
রঙ ছড়াব তোমার মনেও।

বিবর্ণ যত স্কেচ সব-
রঙ ছেটাবো সব জাগাতে।
কালো রঙের মাঝে যে এক আলোর ছটার
রঙটা আছে-
সেটা দিয়েই সব রাঙাব,
আলোয় আলোয় আলোর রঙে
রঙ তুলিতে একটি ছবি অনেক ছবি
সব ছবিতে একটাই সুর
একটি সুরে, কত রকম কথা বলে
জানো তুমি ?
জানতে হবেই এমন কোনো মানে তো নেই।
'আমি জানি' সেটাই হবে।
সেই রঙেতেই রঙের নেশা মিটিয়ে নেব।
একটি আশা আদল পাবে তোমার রঙে।


তোমার সুরে সুর বেঁধেছি
অনেক রাগে অনুরাগে,
রাগ-রাগিনীর গাঁটছড়াতে
সারেঙ্গিতে সুর বেধেছি,
তানপুরাটাও বেধে নিলাম একই রাগে
তবলাটাতেও তাল বেঁধেছি।
তাল বেতালে
মনের কথা
যত কঠিন তালেই বাজুক
তাল হারাবে ? সুর হারাবে?
সাধ্য কি তার
তুমি আছ !
হারাক দেখি সুরে তালে!
তুমি আছ,
সাধ্য কি তার।
পথে যদি পথও হারায়
ফিরবে জানি তোমার কাছেই।
ঘরে ফেরার সেই সুরেতেই
রাগ সেধেছি খাম্বাজে আর ঈমন রাগে।
তোমার রাগই রূপ পেয়েছে
অন্তরা আর সঞ্চারীতেও।


তোমার কাছে লিখব চিঠি
অনেক দিনের ইচ্ছে ছিল।
এমন চিঠি সেটা হবে
রঙ ছড়াবে সুর ঝরাবে।
প্রতি কথা হৃদয় চিড়ে তৈরী হবে,
প্রতি কথা মনের গভীর গন্ধ পাবে,
বলার আগেই বুঝবে তুমি
এমন ভাবে তৈরী হবে।
চেষ্টা ছিল কষ্ট ছিল
সময়ও তো ছিল অনেক
হাতের পাঁচে।
কই সে তবু বেরিয়ে এলো ?
এমন চিঠি লিখতে আমি পেলেম কোথায় ?
সুরও এলো ছবিও এলো,
রঙ ছড়ালো সুর ঝরালো,
কেবল বাকি রইলো আমার পত্র খানা।

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:২৬

আমি মিন্টু বলেছেন: অসাধারণ ভালো লাগল । নতুন বছরের শুভেচ্ছা থাকলো আপু । :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৭

মানসী বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।

২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:২৬

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা।খুব ভালো লাগল
+++

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৭

মানসী বলেছেন:
চমৎকার কিনা জানি না, কিম্বা আদতে কবিতা কিনা তাও জানি না,তবু আপনার ভালো লেগেছে এটাই অনেক।

ভালো থাকবেন রুদ্র।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৯

রাফা বলেছেন: বাহ্ বেশ ত্রিমাত্রিক একটা স্বাদ পেলাম আপনার কবিতায়।
খুব ভালো হয়েছে,নতুন বছরে চারিদিকে নানা রঙের রং ছড়িয়ে দিন।

শুব নববর্ষ,মানসী।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৫

মানসী বলেছেন: তাই ?


আমার কাছের লোকে বলে আমি নাকি হতাশার রঙটা ভালোই ছড়াতে পারি। :( :(

দেখি সেখানে নতুন বছরে এই লেখা কোন রঙ ছড়ায়।


আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৩

রক্তিম দিগন্ত বলেছেন: কাব্যোপন্যাস!!

সত্যি কথা বলব। মারাত্নক রকমের কবিতা।
দারুণ লিখেছেন।

নতুন বছরের শুভেচ্ছা। + :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৯

মানসী বলেছেন: রক্তিম দিগন্ত, প্রথমেই নতুন বছরের অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা আপনাকে।


এটা কবিতা কিনা জানি না, তবে এটা আমি, এটা আমার কথা।


আমিও একটা সত্যি কথা বলি ? কবিতাগুলো যখন আমার মধ্যে আসে কোনো একটা কষ্ট বোধ থেকে আসে, এই কবিতাটাও যখন লিখছিলাম তখন কষ্ট থেকেই লিখেছিলাম, এখন কেমন একটা লজ্জা করছে।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: সকল শ্রেষ্ঠ সাহিত্যকর্ম সৃষ্টি হয় কষ্টের মাধ্যমেই। :) এটাতে লজ্জা পাবার কিছু নেই। কষ্টকে নষ্ট করে সৃষ্টির আনন্দে মেতে উঠুন। :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৫

মানসী বলেছেন:
এটা অবশ্য ঠিকই বলেছেন।


ভালো থাকুন।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৪

ডরোথি গোমেজ বলেছেন: কবিতার ভেতরে ছন্দ আছে। +

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৬

মানসী বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৭

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা বেশ হয়েছে।

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

মানসী বলেছেন:
ধন্যবাদ।

নতুন বছর খুব ভালো কাটুক।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: কালো রঙের মাঝে যে এক আলোর ছটার
রঙটা আছে-
সেটা দিয়েই সব রাঙাব
-- চমৎকার লাগলো।
সুরও এলো ছবিও এলো,
রঙ ছড়ালো সুর ঝরালো,
কেবল বাকি রইলো আমার পত্র খানা।
-- এ কথাগুলোও।
সে চিঠির প্রাপক যদি এই কবিতাটি দেখে থাকেন, তবে এটাও একটা চিঠি হয়ে যাবে বৈকি।
ছবিটা খুব সুন্দর। কথা বলে।

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

মানসী বলেছেন: আপনার মন্তব্য খুব ভালো লাগলো।

"সে চিঠির প্রাপক যদি এই কবিতাটি দেখে থাকেন, তবে এটাও একটা চিঠি হয়ে যাবে বৈকি। "
আসলে চিঠিতো সকলে পায়। মনের পোস্ট অফিসে কি তার চিঠি খোলা হয় ? পড়া হয় ?

হ্যাঁ চিঠি-কবিতা তার কাছে পৌঁছাবে বটে।

ভালো থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা আপনাকে।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১০

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সারা বছর জুড়ে ভালো থাকুন।
আপনার একেবারে প্রথম লেখা ভালোবাসার ফল এ কিছু কথা রেখে এসেছি। আশাকরি সময় করে একবার পড়ে দেখবেন।

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

মানসী বলেছেন:
তাই ?

ঠিক আছে , দেখছি।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার কবিতা| সুন্দর শব্দচয়ন

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

মানসী বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

আহমেদ জী এস বলেছেন: মানসী ,




চিঠি লেখার প্রতি আমারও দরদ অনেকখানি । এতে অকপটে মনের ঐ মূহুর্তের ছবি গেঁথে তোলা যায় সূচির কারূকাজে ।
উৎকৃষ্ট সাহিত্যের চেয়েও চিঠিতে ব্রীড়াময় অনেক ঋদ্ধ সাহিত্যের দেখা মেলে ।

একটু ছন্দপতন হয়েছে মনে হলেও ভালো লাগলো ।
নতুন বছরের নতুন শুভেচ্ছা ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

মানসী বলেছেন:
ঠিকই বলেছেন। তবে আমার এ চিঠি কোনো কাজের না।


ছন্দের বিষয়ে আমি নিতান্ত অন্ধ। ছন্দপতন আমার কবিতায় হওয়াটা তাই খুব স্বাভাবিক। তবু যদি জাউগাগুলো একটু ধরিয়ে দিতেন তবে জোড়াতালি দেবার চেষ্টা করতাম।

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। অনেক ভালো থাকবেন।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: আপনি বলেছেন, এটা কবিতা কিনা জানি না, তবে এটা আমি, এটা আমার কথা।

আসলে কথাগুলোই ভালো লাগল।

নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা রইলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

মানসী বলেছেন:
সুমন , আমার কথাগুলো আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।


আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:



নতুন বছরের শুভেচ্ছা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

মানসী বলেছেন: কেমন আছেন ? ভালো তো ?


আপনার জন্যেও নতুন বছরের শুভেচ্ছা।

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০২

আবু শাকিল বলেছেন: বাহ । চমৎকার ।
মুগ্ধ পাঠ ।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

মানসী বলেছেন: ধন্যবাদ।

নতুন বছরের শুভেচ্ছা নেবেন।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার!!! অনেক শুভেচ্ছা রইলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

মানসী বলেছেন:
অনেক ধন্যবাদ।

নতুন বছরের শুভেচ্ছা নেবেন।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ছন্দের খেলা- অনেক ভালোলাগার কবিতা...
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবিকে ...

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

মানসী বলেছেন:
নতুন বছরের অনেক ভালোবাসা নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.