নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

এবার তাকে আসতে দাও, এবারে সে আসুক

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭



এবার তাকে আসতে দাও, এবারে সে আসুক।
হাতটা না হয় ছেড়েই দাও, আঁখি নয়ন জলে ভাসুক।
পথে চলার শুরুর পথে
গভীর গোপন মনোরথে,
সাহস দেওয়া -সাহস নেওয়া,
গোপন বুকে ভরসা বওয়া, অনেক হল।
কেনা কাটায় পয়সা লাগে,
টাকার মূল্য জলের মতো
ভালোবাসার মূল্য সেথা কোনখানেতে!
ভালোবাসায় যায় কি নেওয়া ভালো বাসা ভাড়া?
খারাপ সময় কাটছে যখন, কাটুক।
এবার তাকে আসতে দাও, এবারে সে আসুক।


গহন গভীর বর্ষা রাতে দাঁড়িয়েছিলাম একা
হাতটা তবু বাড়িয়েছিলাম তোমার পেয়ে দেখা।
ভেজালো আর বৃষ্টি কতটুকু,
ভেজালে-তো তুমি!
সিক্ত হয়ে তোমার ভালোবাসায়
ফিরে পেলাম মানস জন্মভূমি।
দৃষ্টিহীনে দৃষ্টি পেল তোমার কালোচোখে,
চোখের জলের মাধুরী তার
পেয়ে হারায় চোখে।
অবাক চোখে তাকিয়ে চোখে
হারিয়েছিলাম কুল।
হিসাব কষে দেখেছ ?
ভুল করেছ বিলকুল ?
ভুলে ভুলে সময় গেল, সময় এবার বাঁচুক।
এবার তাকে আসতে দাও, এবারে সে আসুক।

"তোমার দেওয়া শরীরখানা
দামি তোমার কাছেই।
অন্য হাতে আমায় ছোঁবে
সাধ্য কারো আছে ?
আমার তুমি, শুধুই আমার।
শুধুই চলা, নেইকো থামার,
তোমায় দেব অন্য কারো কাছে!
কান্না দিয়ে ধোয়া দেহ
পুন্য করে তোলা,
আমায় তুমি ভুলতে বলো, এত সহজ ভোলা!"
এমনি করে অভিমানের পালা
দুইজনেতে গেঁথেছি অবিরত।
আজকে দেখ দুইজনেতেই দাবির পাহাড় গ’ড়ে,
চূড়ার থেকে চূড়ায় চ’ড়ে নিচে গেলাম প’ড়ে।
তবু আমি জানি,
তোমার অহঙ্কারটা কোথায় ?
এই মানসীই অহঙ্কারের সোনার ফুলটা ফোটায়।
অনেকতো ভালোবাসলে আমায়, এবার অন্যে ভালোবাসুক।
এবার তাকে আসতে দাও, এবারে সে আসুক।


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

মানসী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

রাফা বলেছেন: উহু অন্য কাউকে ভালোবাসতে দেওয়ার ইচ্ছে নেই।কাউকে আসতেও দেয়া হবেনা....স্বৈরাচারিই থাকবো। ;)

ভালো হয়েছে ,মানসী-ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

মানসী বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের মালঞ্চে"" পড়েছিলাম

"আদিত্য ও ডাক্তারের প্রস্থান। নীরজা একবার ডেকে উঠল—


ঠাকুরপো।


সব নিস্তব্ধ সরলা এসে প্রণাম করবার জন্য পায়ে হাত দিতেই যেন বিদ্যুতের আঘাতে ওর সমস্ত শরীর আক্ষিপ্ত হয়ে উঠল। পা দ্রুত আপনি গেল সরে। ভাঙা গলায়—


পারলুম না, পারলুম না, দিতে পারব না, পারব না। "

তবু "যেতে দিতে হয়"

কি আর করা যাবে।


ভালো থাকবেন

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর । পাঠান্তে ধন্যবাদ যে কবির ই প্রাপ্য।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৪

মানসী বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে খুব।


কিন্তু আমি পাগলের মতো মঝে মাঝে কি সব ছাই ভস্ম লিখে ফেলি । পরে লজ্জা লাগে।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:০২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চিত্রকল্প দারুন লেগেছে । ছন্দ মাত্রায় অসামঞ্জস্যতা,অনুপ্রাসেও অনুযোগ আছে।পর্ব বিচার সহজ নয় তবে উৎপ্রেক্ষা ও গমক চমৎকার। কোনো কোনো পংক্তি একদম প্রাবন্ধিক গদ্য হয়ে গেছে । কবিতায় দুই যুগের সংমিশ্রন ঘটেছে । তবে সধারন পাঠককে ভালোই লাগবে । সত্য বচনে খুশি হবেন ভেবেই লিখলাম । ধন্যবাদ ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৫

মানসী বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্য আমার খুব ভালো লেগেছে। যদিও বাংলা আমার নিজের বিষয়। ছন্দ-মাত্রা জ্ঞান তবু খুবই সামান্য। তবু কিছুটা সচেতন ভাবে এসবের বিরুদ্ধে বিদ্রোহ মনে মনে জাগে। তবে এই বিদ্রোহ করতে গেলে যে পরিমাণ জ্ঞান এবং দক্ষতা লাগে সেটা আমার নেই। সবচেয়ে বড় কথা আমার এই প্রলাপ দিয়ে কি কাজটাই বা হবে ?

এখন প্রশ্ন হল -তবে লিখি কেন ? লিখি কারণ আমার কষ্ট যখন অন্যের মন ছুঁয়ে যায় তখন আমার কষ্টের বেদনা অনেকটা লঘু হয়ে যায়। অনেকটা তির্যক সুখানুভূতির মতো।

কবিতার মধ্যে আমি গদ্য কিম্বা কবিতার যে পাঁচমিশেল করেছি সেটা কিছুটা সচেতন ভাবেই। আবেগ যখন অন্তর অনুসারী তখন কবিতা, আবেগ যখন বাস্তবের মুখোমুখি হয়ে অন্ধ তখন গদ্য। খুবই ছেলেমানুষী চিন্তা-ভাবনার প্রয়োগ আর কি।

আপনার মন্তব্য আমার খুব ভালো লেগেছে। যদি সময় পেলে মাঝে মাঝে আমার কবিতা লেখার খাতায় আসেন তবে আয়নায় নিজের মুখটা আমার দেখতে সুবিধা হবে।

ভালো থাকবেন।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৯

রুদ্র জাহেদ বলেছেন:
এই মানসীই অহঙ্কারের সোনার ফুলটা ফোটায়।
অনেকতো ভালোবাসলে আমায়, এবার অন্যে ভালোবাসুক।
এবার তাকে আসতে দাও, এবারে সে আসুক।

স্নিগ্ধ সুন্দর কবিতা।তবে কথা আছে আমার আমিকে আমি ছাড়তে রাজী নই।এ ব্যাপারে কোনো আপোস মীমাংসা চলবে না।এসব বলাতে কিছু মনে করবেন না আপুনি। কবিতার কথাগুলো কিন্তু বেশ সুন্দর।

কবিতার ব্যাকরণ এখনতো তেমন মানা হয় না।কবিতায় সেটা হওয়াও বাধ্যগত নয়।কবিতা বলতে অনুভূতি উপলব্ধির প্রকাশ এরকম ভাবতে ভালো।আর জীবনের কথাগুলো চোখের সামনে আয়নার মতো ধরে রেখে দেখতে পড়তে ভালো লাগতে বাধ্য।প্রতিটি মানুষকে মনুষ্যত্ববোধে পরিপূর্ণ নির্মল সুন্দর পরম পবিত্র মনের মানুষ মাত্রই কবিতা ভালোবাসবে।পড়তে বসে ব্লগে ঘুরতেছি আপুনি।ভালো থাকবেন

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৪

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্র।

দেরীতে উত্তর দেবার জন্যে ভীষন ভাবে দুঃখিত।

তোমার সাথে একমত।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৫

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ সুমন।

আপনাদের ভালোলাগা - ভালোবাসা আমাকে ব্লগে অনেকটাই নিয়মিত করে তুলছে। তার জন্যেও অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.