নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

আমায় কিছু দেবে ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:২৪



আমায় দুহাত ভ’রে দেবে কিছু ?
আমিতো দু-বুক ভরে চাই
যতই তুমি দাও না কিছু,
সবই থাকে খালি,
হয়তো সবই ভরেই থাকে,
আমার খালিই মনে হয়।
কত রাতে কত শীতে
শীতার্ত এই পৃথিবীতে
আগুন চুমু দিয়েছ তুমি ভরে,
তবু আমি শীতেই কাঁপি,
দুচোখ ভরে শিশির মাপি
কাঁদা জলে কাঁদা মেখে
মাটির খুবই কাছেই থেকে
মাটির টানে আমি তবু
মাটিয় ফিরে যাই।
আমায় কিছু দাও না তুমি,
আমিতো দুচোখ ভরে চাই।

আগুন দিলে বর্ষা দিলে,
পিছলে পড়া পিছল পথে
কতই তুমি ভরসা দিলে,
আগুন খিদে তবু আমার
পুড়িয়ে দিল ছাই।

কোথায় কত খিদে জমে,
খুঁজে ফিরি একা,
দিনের পরে দিন কেটে যায়
রাত করে না দেখা।
একলা পথে একলা চলি
বুকের ভিতর হাতটা খুঁজি,
কেউ কখনো বাড়ালে হাত
সেটা তোমার মনে হয়।

ভুলের পরে ভুল বোঝে সব
সেটাই সহজ কথা।
আমাকে যে বুঝতে হবেই
এটা কোনো কথা!
তবু কত দাবি থাকে
ছেড়ে দিয়েও ভরসা থাকে,
আলো থাকে কালো থাকে,
মাটি থাকে ,কাঁটাও থাকে
অদৃশ্য সেই হাতটা থাকে।
বুকে জ্বরের ব্যথা থাকে।
হাতটা কখন জুড়োবে ব্যথা
পরাণ ভরে চাই।
আমায় কিছু দেবে ?
আমিতো দুবুক ভরে চাই।

মন্তব্য ৪৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৬

আমি মিন্টু বলেছেন: বেশি কিছু দিতে পারলাম না আপু । শুধু একটা লাইক দিলাম :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

মানসী বলেছেন:
মিন্টু , এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। অনেক ভালো থাকবেন।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৮

রাইসুল ইসলাম রাণা বলেছেন: চমৎকার লাগলো কবিতাটা....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

মানসী বলেছেন:
অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকুন।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২২

অগ্নি সারথি বলেছেন: মাটির খুবই কাছেই থেকে
মাটির টানে আমি তবু
মাটিয় ফিরে যাই।
আমায় কিছু দাও না তুমি,
আমিতো দুচোখ ভরে চাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০

মানসী বলেছেন:
অনেক ধন্যবাদ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা। আর অভিব্যক্তিটি খুবই আপন মনে হলো। বিশেষ করে শিরোণাম।
শুভকামনা মানসী।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১

মানসী বলেছেন:
আপনার জন্যেও শুভকামনা। ভালো থাকুন।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

আরাফআহনাফ বলেছেন: " আমায় কিছু দেবে ?
আমিতো দুবুক ভরে চাই। "

আপনার চাওয়া পূর্ণ হোক।

শুভ কামনা রইলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

মানসী বলেছেন:
কিছু কিছু চাওয়া কখনো পূর্ণ হয় না। আর পূর্ণ হয় না বলেই চিরকাল তার আকাঙ্খা থেকে যায়।

অনেক ভালো থাকুন।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা অনেক ভাল লাগল

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

মানসী বলেছেন:
অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকুন।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
sundor

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

মানসী বলেছেন:
অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকুন।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮

কল্লোল পথিক বলেছেন: সুপার লাইক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

মানসী বলেছেন:
ধন্যবাদ । ভালো থাকুন

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

জ্যোস্নার ফুল বলেছেন: আগুন চুমু দিয়েছ তুমি ভরে,
তবু আমি শীতেই কাঁপি,

এ এক নেশা, পূর্নতা পায় না কখনও।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

মানসী বলেছেন:
আপনার সাআথে আমিও একমত।

ভালো থাকুন।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

অগ্নি কল্লোল বলেছেন: চরম কবিতা।।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

মানসী বলেছেন:
তাই ????

অনেক ধন্যবাদ।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: :|

কবিতা পড়লাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

মানসী বলেছেন:
ধন্যবাদ।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছেড়ে দিয়েও ভরসা থাকে,
আলো থাকে কালো থাকে,
মাটি থাকে ,কাঁটাও থাকে
অদৃশ্য সেই হাতটা থাকে।


ভাল লাগল। ভাল লাগা রইল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

মানসী বলেছেন:
অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকুন।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

মানসী বলেছেন:
অনেক ধন্যবাদ, সুমন।

ভালো থাকবেন।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

হিমুর মধ্যদুপুর বলেছেন: অনেক শুভকামনা রইল আপনার জন্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

মানসী বলেছেন:
আপনার জন্যেও শুভকামনা।

ভালো থাকবেন।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

ফেরদৌসা রুহী বলেছেন: পুরা লেখাটাই অনেক সুন্দর।

ভুলের পরে ভুল বোঝে সব
সেটাই সহজ কথা।
আমাকে যে বুঝতে হবেই
এটা কোনো কথা!


এটা অনেক ভাবনা জাগায়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

মানসী বলেছেন:
ধন্যবাদ।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

মানসী বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

ভালো থাকুন।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

নীলসাধু বলেছেন: কবিতা পড়েছি। সুন্দর লিখেছেন।
শুভেচ্ছা রইল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪

মানসী বলেছেন:
আপনার জন্যেও শুভকামনা।

ভালো থাকবেন।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

পার্থিব লালসা বলেছেন: কটা লাইক দিলাম :| :| :|

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ভালো লাগা
+++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৭

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্র।

পড়াশোনা কেমন চলছে ?

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২

রুদ্র জাহেদ বলেছেন: এইতো আপুনি ভালো চলছে... শুভকামনা জানাবেন:)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

মানসী বলেছেন: তোমার জন্যে আমার অন্তরের শুভকামনা সর্বদা জাগ্রত। ভালো থেকো।

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:



দারুণ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

মানসী বলেছেন: ধন্যবাদ।

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

র্স্পশহীন বলেছেন: ভাল।।।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

মানসী বলেছেন: ধন্যবাদ।

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

কবীর হুমায়ূন বলেছেন: আগুন চুমু যাই যে আমি চেখে
তীব্র শীতে ভীষণভাবে কাঁপি,
কাদাজলের নোনা কাদা মেখে
দুচোখ ভরে শিশির কণা মাপি।

খুবই ভালো লাগলো।
কাঁদা < কান্না
কাদা < পানিতে নরম মাটি

ভালো থাকুন কবি।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৯

মানসী বলেছেন: আপনার লেখা আমার চেয়েও সুন্দর হয়েছে।

খুব ভালো লাগলো।

আপনার জন্যেও শুভকামনা।

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারণ লাগলো কবিতাটা।+

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১১

মানসী বলেছেন: এভাবে বললে খুব লজ্জায় পড়ে যাই।

আপনার ভালো লেগেছে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।


ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.