নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

তোমায় আমায় মিলে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩১



তোমার ঘরে মেঘ জমেছে, আমার ঘরে বৃষ্টি,

লোকে ভাবে কী হল ছাই, সবই অনাসৃষ্টি।

তোমার ঘরে রোদ উঠল, আমার মেঘের কালো

লোকে ভাবে বেশ হয়েছে, এই হয়েছে ভালো।

তুমি যখন অট্ট হাসো, মৌন লাজে আমি,

লোকে তখন সান্ত্বনা দেয় একটু কাছে থামি।

আমার যখন শিরায় আগুন, বরফ তোমার মনে

বলে তখন লোকে তোমায় মুক্ত ছড়াও বনে।

তুমি কাঁদ, আমি কাঁদি জড়িয়ে বুকে বুকে

করছি নাটক দেখছে নাটক বলে পাড়ার লোকে।

আমার ঘরে বৃষ্টি আসুক, বৃষ্টি তোমার ঘরে,

উড়িয়ে দিও সকল ব্যথা, হিংসা করুক পরে।

মন্তব্য ৫৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

তার আর পর নেই… বলেছেন: দারুণ তো!! সবই দেখি উল্টা!


আমার যখন শিরায় আগুন বরফ তোমার মনে :D

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

মানসী বলেছেন:
সবই উল্টো পেলেন! সোজা কিছু নেই ? মন দিয়ে দেখলে সোজাও পেতে পারেন।


ভালো থাকুন।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

বলেছেন: আপনার কবিতার এক্সপেরিমেন্ট!! ভালই লাগলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

মানসী বলেছেন:
যে কোনো লেখাই আসলে এক একটা এক্সপেরিমেন্ট।


ভালো থাকবেন।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

অগ্নি কল্লোল বলেছেন: অনেক ভাল লেগেছে।।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

মানসী বলেছেন: ধন্যবাদ।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

প্রবঞ্চিত যুবক বলেছেন: খুব ভাল লিখেছেন

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

মানসী বলেছেন: ধন্যবাদ।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

নেক্সাস বলেছেন: কবিতাটা শব্দ চয়ন বা গাঁথুনির দিক থেকে খুব শক্তিশালী না হলেও এর গূঢ় ভাব টা অসাধারণ। মানুষ আজকাল অন্যের সুন্দরে কাতর হয়। কেউ ভাল আছে এটা মানুষ মেনে নিতে পারেনা। অবার যখন কেউ মন্দ থাকে, নিঃসঙ্গ থাকে তখন অনেকে আসে করুণার বাণী নিয়ে মেকি দরদ দেখাতে। মানুষের এই দ্বিমুখী স্বত্তা কে ফুটিয়ে তুলার প্রয়াস অসাধারণ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

মানসী বলেছেন:
খুব আনন্দ হচ্ছে এই ভেবে আপনি মনের কথাটা বুঝতে পেরেছেন।

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:


সহজিয়া ভাবটাই আমার বেশি ভালো লেগেছে। +

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

মানসী বলেছেন:
আমারো তাই মনে হয়। মনের কথা সহজ হওয়াই ভালো।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১১

মানসী বলেছেন: ধন্যবাদ সুমন।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৯

আরণ্যক রাখাল বলেছেন: বেশ ভালো।
অভিমানী ছন্দময় কবিতা। কিউট!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

মানসী বলেছেন: হ্যাঁ, অভিমান তো কিছুটা থাকেই প্রিয় মানুষের উপরে।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

মানসী বলেছেন:
ধন্যবাদ, কাণ্ডারি।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দের কবিতা পড়তে দারুণ লাগে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

মানসী বলেছেন: ধন্যবাদ।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

মানসী বলেছেন: ধন্যবাদ।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ লাগলো!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

মানসী বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

অলওয়েজ ড্রিম বলেছেন: ব্লগে শুদ্ধ ছন্দের কবিতা খুব কম পাওয়া যায়। আপনার কবিতার ছন্দের শুদ্ধতায় মুগ্ধ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

মানসী বলেছেন: কি জানি ,অত ভেবে লিখিনি। তবুও আপনার এই কবিতার ছন্দ ভালো লেগেছে জেনে ভালো লাগছে। ভালো থাকবেন।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

জেন রসি বলেছেন: কিছু মানুষ নিজে আনন্দে থাকার চেষ্টা না করে কেমনে অন্যের বাড়া ভাতে ছাই দিবে সে চিন্তাতেই মগ্ন থাকে।

কবিতা এবং কবিতার মেসেজ, দুটোই ভালো লেগেছে।

শুভকামনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

মানসী বলেছেন: আপনার জন্যেও শুভকামনা। ভালো থাকুন।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । পড়ে আরাম পাওয়া গেল ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩

জ্যোস্নার ফুল বলেছেন: নেক্সাস বলেছেন: কবিতাটা শব্দ চয়ন বা গাঁথুনির দিক থেকে খুব শক্তিশালী না হলেও এর গূঢ় ভাব টা অসাধারণ। মানুষ আজকাল অন্যের সুন্দরে কাতর হয়। কেউ ভাল আছে এটা মানুষ মেনে নিতে পারেনা। অবার যখন কেউ মন্দ থাকে, নিঃসঙ্গ থাকে তখন অনেকে আসে করুণার বাণী নিয়ে মেকি দরদ দেখাতে। মানুষের এই দ্বিমুখী স্বত্তা কে ফুটিয়ে তুলার প্রয়াস অসাধারণ।

নেক্সাস সাহেব কবিতাটা বুঝায় দেয়ার পর সেই ভাল্লাগছে :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২

মানসী বলেছেন: আমার ব্যক্তিগত ভাবে মনে হয় কবিতা একটা অনুভূতি। কোনো না কোনো একটা অনুভূতিই এক একটা কবিতার জন্ম দেয়। নেক্সাসের সেই অনুভুতি হয়তো আপনার অনুভূতির সাথে মিলে গেছে তাই আমার এই না কবিতা ভালো আপনার ভালো লেগেছে।


ভালো থাকুন।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

নীলসাধু বলেছেন: চমৎকার।

ভালো লাগা রেখে গেলাম। সুন্দর থাকুন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

মানসী বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ। আপনার জন্যেও শুভ কামনা।

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আরাফআহনাফ বলেছেন: ভালো লাগলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

মানসী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অপূর্ব ছন্দমিলে বিপরীত চিত্রকল্প অপরূপ কবিতা খুব ভাল লাগল কবিকে অশেষ ধন্যবাদ যা বলে বলুক পাড়ার লোকে আমি আসবই মাঝে মাঝে এই প্রিয়তর ব্লগে ।।।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫২

মানসী বলেছেন: আপনাদের ভালোবাসা আমি মাথায় ক'রে রাখলাম।

অনেক ভালো থাকুন সব সময়।

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

শাহাদাত হোসেন বলেছেন: কবিতায় ভালো লাগা রইল !

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৩

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

শাহাদাত হোসেন বলেছেন: কবিতায় ভালো লাগা রইল !

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

সজিব। বলেছেন: বেশ লিখেছেন :-)

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

মানসী বলেছেন: ধন্যবাদ সজিব।

ভালো থাকুন।

২৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:০৭

ফেরদৌস প্রামানিক বলেছেন: ভালো লেগেছে। তাই ভালো লাগার দুটো লাইন আবার দিলাম -

আমার ঘরে বৃষ্টি আসুক, বৃষ্টি তোমার ঘরে,

উড়িয়ে দিও সকল ব্যথা, হিংসা করুক পরে।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৫

মানসী বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকুন।

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৯:৩০

এম.এ.জি তালুকদার বলেছেন: জেন রসি- এঁর সাথে পুরোপুরি সহমত।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৭

মানসী বলেছেন: ধন্যবাদ।

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪

শায়মা বলেছেন: বাহ!!!!!!!!

আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপুনি!!!!!!!!

একদম তোমায় আমায় মিলে এমনি বহে ধারা......
তোমার হলো শুরু আমার হলো সারা!!!!!!!!:)

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৫

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় শায়মা।

আমি তো বরাবরই আপনার লেখাতে মুগ্ধ।

আবার আপনাকে দেখার আশায় থাকলাম।

২৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:০৮

আমিই মিসির আলী বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৬

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

আবার আসবেন।

২৭| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৩

কল্লোল পথিক বলেছেন:






এক রাশ ভাল লাগা রেখে গেলাম।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৪

মানসী বলেছেন: আপনার ভালোলাগা আমি সানন্দে মাথা পেতে নিলাম।


ভালো থাকবেন।

২৮| ০৮ ই মার্চ, ২০১৬ ভোর ৫:০১

কালনী নদী বলেছেন: দারুণ হইছে বোন :)

০৮ ই মার্চ, ২০১৬ ভোর ৫:০৪

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকুন।

২৯| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:৩৮

রুদ্র জাহেদ বলেছেন: আমার ঘরে বৃষ্টি আসুক, বৃষ্টি তোমার ঘরে,

উড়িয়ে দিও সকল ব্যথা, হিংসা করুক পরে।

এখন মানুষ অন্যের ক্ষতি করতে গিয়ে যে নিজের ক্ষতিটাই বয়ে আনে তা উপলব্ধি করে না,তাই প্রকৃত সুখটা যে কোথায় নিহিত সেটা তারা কীভাবে বুঝবে!ছুটছে মানুষ ছুটছে ক্রমশ কৃত্রিমতার দিকে।এখানে মনুষ্যত্ব শুধু উপহাসের পাত্র!ভালো থাকুন সবসময় আপুনি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.