নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

কিছু কি খুঁজেছি

০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৫:২১



খুব সম্ভবত এক মেঘলা দুপুরে
আমার মৃত্যু হবে।
আকাশে তখন গনগনে রোদ।
নরকের প্রচণ্ড আগুন
কিম্বা দোজখের নীল যন্ত্রণা
আমায় ডাকতে থাকবে আয় আয় আয়-
প্রচণ্ড অনিচ্ছে স্বত্তেও
আমার মনদেহ এগিয়ে যাবে সেদিকে।
আমি তখন বিছানায়,
আমার চোখের সামনে আমার আত্মজা
অসহায় দৃষ্টিতে ঝাপসা,
আমার পায়ের কাছে একদা আমার প্রিয়
অপেক্ষার কামনায়
আমি যেন আর যন্ত্রণা না পাই।
আর আমার ঝাপসা দৃষ্টিতে তুমি,
আমি চাইছি তোমাকে জাপটে ধ’রতে,
তোমার কঠিন কোমল আঙ্গুল চাইছি আমি,
কিন্তু আমিতো তখন ডুবছি নীল জলে
তাই ধরতে পারছি না তোমার হাত।
শ্যাওলাও ধরে মানুষ ডোবার সময়ে
আমার হাতে তো ধরা আমার মেয়েদের হাত।
তবু কিছু খুঁজেছি তো আমি
প্রেম নয়, বাৎসল্য নয়,
দাম্পত্য নয়,
তবে কী খুঁজেছি আমি ?

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৬:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর :)

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৮

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

২| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৭

শায়মা বলেছেন: মানসীআপু খুব মন খারাপের কবিতা।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৫

মানসী বলেছেন: আসলে মানসী আপু খুব মন খারাপের কবিতা লেখার খাতা।

আমার ভাগ্য কতোটা ভালো বলোতো শায়মা। রবীন্দ্রনাথের "স্বর্গ হইতে বিদায়" কবিতাটা মনে পড়ে যাচ্ছে। আমি যদি হারিয়ে যাই তোমার মন খারাপ হবে ,আরো কত মানুষের মন খারাপ হবে বলোতো ? মানসীআপু যদি মন ভালোর কবিতা হতো তাহলে কি এই রকমটা হতো ?

৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০২

বিজন রয় বলেছেন: খুব সম্ভবত এক মেঘলা দুপুরে
আমার মৃত্যু হবে।
আকাশে তখন গনগনে রোদ

মেঘলা দুপুরে গনগনে রোদ থাকে কিভাবে?
কবি কি বলতে চেয়েছেন??

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

মানসী বলেছেন: কখনো কখনো থাকে বিজনদা।

আমার কত আকাশ বলুন তো বিজন দা ? আমার পরিজন, আমার ব্লগ পরিজন যত , আমার ততগুলো আকাশ। আমি যদি আজ সত্যি সত্যিই চ'লে যাই, বাইরের আকাশে গনগনে রোদ যদিও থাকে ,আমার এই কোনো আকাশে কি মেঘলা দুপুর দেখা দেবে না?

ভালো থাকুন।

৪| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৪

অভ্রনীল হৃদয় বলেছেন: মন খারাপের কাব্য অনেক ভালো লেগেছে!

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১

মানসী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

৫| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৯

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল, অনেক অরেক সুন্দর। শুভকামনা ও শুভেচ্ছা রইল।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩২

মানসী বলেছেন: আপনার জন্যেও শুভকামনা। ভালো থাকুন।

৬| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৯

কল্লোল পথিক বলেছেন:





বিষাদ মাখা কাব্য।
চমৎকার হয়েছে।
কবিতায়+++++++

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৯

মানসী বলেছেন: মন থেকে বিষাদ দূর করতে পারি না কখনো।

শুভেচ্ছা ।

৭| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৮

সুমন কর বলেছেন: মন খারাপের কবিতা, ভালো লাগল। +।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৪

মানসী বলেছেন: মন খারাপ করে দিলাম তো ?

শুভেচ্ছা।

৮| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ভালো লাগলো আপু।

শুভেচ্ছা।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৩

মানসী বলেছেন: বহুদিন পরে এলেন। অনেক শুভেচ্ছা।

৯| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, এ কমেন্টটা মুছে ফেলতে পারেন।

ফেইসবুকে আপনার নাম ভুলে গেছি। একটু নক করুন- সোনাবীজ অথবা ধুলোবালিছাই

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৩

মানসী বলেছেন: ঠিক আছে ভাইয়া।

১০| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

আমিই মিসির আলী বলেছেন: এটা কেমন কবিতা!!!
মন মলিন হইয়া গেল :(

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

মানসী বলেছেন: ইস্ কী করলাম এটা ! কী যে করি কখন নিজেই জানি নাকি। :(

ভালো থাকুন।

১১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: বিস্বাদী কবিতা । ভাল লেগেছে ।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

মানসী বলেছেন: বিস্বাদী কবিতা = স্বাদহীন কবিতা ?


মজা করলাম।

ভালো থাকুন।

১২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অামারও মন খারাপ!

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৭

মানসী বলেছেন: ইস্, সক্কলের মন খারাপ করে দিলাম। :( :(

১৩| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমার মোটেও মন খারাপ হয়নি!
শুধু চোখ খারাপ হয়েছে ......কিছু নোনা পানি বেরিয়ে .............

১০ ই মার্চ, ২০১৬ রাত ১:১০

মানসী বলেছেন: আমার জন্যে সবচেয়ে মূল্যবান উপহার।

খুব ভালো থাকুন।

১৪| ১০ ই মার্চ, ২০১৬ রাত ২:০৮

জ্যোস্নার ফুল বলেছেন: আমি খুজছি নিশ্চয়তা
যা মৃত্যুর মত নিশ্চিত

১০ ই মার্চ, ২০১৬ রাত ২:১১

মানসী বলেছেন: আসলেই তাই।

১০ ই মার্চ, ২০১৬ রাত ২:২৩

মানসী বলেছেন: তবু মৃত্যুকে ছাপিয়ে আরও বেশি কিছু,
রাতের গভীরে যেমন তারারা জ্বলে,
ঝ'রে যায় বটে কিছু কিছু তারা
আঁধার ছাপিয়ে সেই রাতে এই চোখ
খোঁজে যাকে তারাদের ভিড়ে,
এই আছে এই নেই প্রেতের মতো,
তবু নিশ্চিত ভাবে সে এই কাছে আছে
ভেবে ধরা যায় বটে,
হাতে পেতে ভুল।
আছে বটে,তবু নেই
ঠিক যেন মায়াভরা রাতে
বুকের ভেতরে ফোটা জ্যোৎস্নার ফুল।

১৫| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩২

জ্যোস্নার ফুল বলেছেন: এইটাই শেষের কবিতা
এরপরে কোন পঙ্কতি নেই
এই অপেক্ষা অনন্ত সময়ের শেষ বিন্দু পর্যন্ত
এই খুজে ফেরার তল নেই
অনন্ত নক্ষত্র বীথিতে হারিয়ে গেছে

১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:১১

মানসী বলেছেন: তবে তাই হোক
এই শেষ কথা,
ফেরবার ফেরীঘাটে
নেই খেয়া কোনো।

১৬| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২০

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।

১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:১২

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক শুভেচ্ছা।

১৭| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: মানসী ,




বড্ড কঠিন প্রশ্ন । মানুষ যেমন তার নিজের কাছেই অজানা , অচেনা পরবাসী কেউ , তখন তার শেষ খোঁজাটাকেও তার খুঁজে নিতে দ্বিধায় পড়তে হয় ।
তবে কবিতার মানসী তার কবিতায় ও মন্তব্যে যা খুঁজেছেন তা-ই তার মানসপটে ধরে রাখা প্রেম , বাৎসল্য, দাম্পত্য, ঘর-সংসার আর অনেকখানি বিষাদের জমি-জিরেত । অথচ বিপুলা মনের এইসব মিলিয়ে মানুষের শেষ প্রাপ্তির ঘরে শুন্যই পড়ে থাকে । শেষতক সেই শুন্যতাকেই হয়তো কবিতার মানসী খুঁজে খুঁজে গেছেন ।

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

মানসী বলেছেন: আপনার অনুভূতি আমাকে আরও সমৃদ্ধ করল |

নিরন্তর ভালো থাকুন |

১৮| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৯

জুন বলেছেন: চমৎকার কবিতা মানসী । সহ ব্লগার আহমেদ জী এস এর মন্তব্যের পর আর কিছু লেখার নেই আমার ।

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ জুন।

খুব ভালো থাকুন।

১৯| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:২১

রিপি বলেছেন:

খুব সম্ভবত এক মেঘলা দুপুরে
আমার মৃত্যু হবে।
আকাশে তখন গনগনে রোদ।
নরকের প্রচণ্ড আগুন
কিম্বা দোজখের নীল যন্ত্রণা
আমায় ডাকতে থাকবে আয় আয় আয়-
প্রচণ্ড অনিচ্ছে স্বত্তেও
আমার মনদেহ এগিয়ে যাবে সেদিকে।



চমৎকার লিখেছেন আপু। :)

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা |

২০| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বিন্দু থেকে শুরু করে
ঘুরতে ঘুরতে শেষটুকুটা
শুরুর সআতআথে দিলাম জুড়ে।
কি দেব নাম?
তুমি বললে শূণ্য ওটা
আমি বললাম পূর্ণতা।

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

মানসী বলেছেন: :)

২১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:২২

রুদ্র জাহেদ বলেছেন: আহমেদ জী এস বলেছেন: মানসী ,

বড্ড কঠিন প্রশ্ন।মানুষ যেমন তার নিজের কাছেই অজানা,অচেনা পরবাসী কেউ,তখন তার শেষ খোঁজাটাকেও তার খুঁজে নিতে দ্বিধায় পড়তে হয়।তবে কবিতার মানসী তার কবিতায় ও মন্তব্যে যা খুঁজেছেন তা-ই তার মানসপটে ধরে রাখা প্রেম,বাৎসল্য,দাম্পত্য,ঘর-সংসার আর অনেকখানি বিষাদের জমি-জিরেত।অথচ বিপুলা মনের এইসব মিলিয়ে মানুষের শেষ প্রাপ্তির ঘরে শুন্যই পড়ে থাকে।শেষতক সেই শুন্যতাকেই হয়তো কবিতার মানসী খুঁজে খুঁজে গেছেন।

সুন্দর কবিতার সাথে প্রিয় ব্লগারে মন্তব্যটাও আবার কোট করতে মন চাইল মানসী আপু।মাঝে মাঝে মনে হয় বিষাদগুলোও নতুন প্রাণের সন্ধান দেয়,নতুনভাবে জাগিয়ে তোলে আমাদের।অন্তহীন পথ চলাইতো জীবন আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.