নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

মুখোশ বিক্রি আছে

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৬



মুখোশ কিনেছি আমি বাজার থেকে,
বাজারি মুখোশ,
দাম এর বেশি নয়
তবু দরকারী।
টাকাতো লাগেনি বেশি
দামহীন মানবতা দিয়ে দাম মেটালাম।
মহাখুশি।
চোখ-ঢাকা কালো চশমায়
কার দিকে তাকাবো যে
বুঝবে না কেউ।
তারও চেয়ে কার্যকারী
এই মুখোশের মেলা,
কোন জলে ভাসিয়ে ভেলা
যাব কোন দিকে,
সব কিছু মুছে দেবে আমার মুখোশ।



এখন প’রেছি দেখ ‘সন্তান-মুখোশ’,
পরেছি তো এটে সেটে
খুলবে না কেউ।
আর এত ভালো,
কি যে বলি!
এই দামে কেউ, পায় কি সেটা ?
এটা সেটা বকে যাব মায়ের কাছে-
বাবার কানে,
সন্তান গরবে গর্বিত বাবা-মা
মুখ চোখ দেখলেই বোঝা যায় সেটা
পড়াশুনায় কত ভালো,
চাকরিও করে ভালো সন্তান আমার,
বাবার চোখের জ্যোতি আঁধারে জ্বলে,
উদ্ধত, মায়ের গর্ব ভরা বুক
একদিন দুধের সাগর
ঢেলে দিয়েছিল সব অমৃতের ধারা,
সেও বুঝি।
তারপরে মুখের মুখোশ কথা বলে-
বাজারের দাম কত দামী,
আমার বেনামী এই বন্দর
পারে কি তার ভার ধরাতে,
অতএব বেশি কিছু নয়
অভাবের সংসারে অভাবীর মতো
মুখোশই পাঠাতে পারে
পিতৃ-মাতৃ নির্বাসনে
তপোবন বৃদ্ধাশ্রম,
সম্ভব কি হতো
মুখোশ না হলে।
আহা, আহা, বেঁচে থাক আমার মুখোশ।



এখন গভীর রাত,
আমার একটি হাত
তার বুকের উপরে,
মুখোশ এটেছি বেশ ভালো ক’রে।
‘প্রেমের মুখোশ’।
যদিও আমার মুখ
আপাতত নেয়নি আবেগ গভীর,
কিন্তু মুখোশে দেখ কত
আটকে দিয়েছি কত-
শত ভালোবাসা।
আমার পাশের জন,
আধো ঘুমে আধো জাগরণে
গভীর জড়িয়ে ধ’রে আমার শরীর।
আমার মুখোশ লাবণ্য তার
মনের গভীরে ছবি আঁকে,
রঙ করে গভীর গোপন।

তাহলেই বোঝো
নিজে যা পারিনা তারে,
একটি মুখোশ ক'রে,
কত সহজেই জিতে নিই এক নিমেষে।
চাই নাকি তোমারো এমন মুখোশ ?
তোমার অজান্তে তোমাকেও দিতে পারি।




অতঃপর-কবিতা আমার, ছবি আমার নয়- ছবি গুগলের সৌজন্যে।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৯

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ ৷

ভালো থাকুন|

২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মুখোশময় এই জীবনে আমরা সবাই মুখোশধারী। অসাধারণ চিন্তা শক্তি! কিছু বানান ভুল আছে। কবিতায় +++

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

মানসী বলেছেন: বানান ঠিক করেছি | এরপরেও চোখে পড়লে জানাবেন কিন্তু |

ভালো থাকুন|

৩| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:


দারুণ। টাইপো আছে কিছু।

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

মানসী বলেছেন: বানান ঠিক করেছি | এরপরেও চোখে পড়লে জানাবেন কিন্তু |

ভালো থাকুন|

৪| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:


দারুণ। টাইপো আছে কিছু।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৪

মানসী বলেছেন: ধন্যবাদ রাজপুত্র |

টাইপো বলতে কি বানান ভুলের কথা বুঝিয়েছেন? বানান ঠিক করেছি যতটা চোখে পড়েছে |

৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:০২

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

মানসী বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন।

৬| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৫

জ্যোস্নার ফুল বলেছেন: আমরা সবাই অভিনেতা
অভিনয়ের ছদ্দ সূতোয় গাঁথা।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

মানসী বলেছেন: ঠিকই বলেছেন |

ভালো থাকুন|

৭| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৭

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন সুন্দর কবিতা আপু
এগুলো পড়তে আবার আসতে হবে আপনার বাড়িতে :)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

মানসী বলেছেন: আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ সব সময় | যখন খুশি এলেই হবে|

৮| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৯

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার কবিতা।
খুব ভাল লেগেছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ | অনেক ভালো থাকুন|

৯| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৩

রিপি বলেছেন:
আজকাল মানুষের একটা না কয়েকটা মুখোশ লাগে। এত এত পাপ একটা মুখোশ দিয়ে ঢাকা যায়না।
লেখা ভালো লেগেছে আপু। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ রিপি|

১০| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: মুখোশকবিতায় মুগ্ধ হলাম আপুনি!:)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৫

মানসী বলেছেন: খুব আনন্দ পেলাম|

ভালো থেকো শায়মা |

১১| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: ছবির মুখোশ দেখে আরও মুগ্ধতা!:)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

মানসী বলেছেন: ছবি গুগল সার্চ করে নেওয়া | ছবির পুরো কৃতিত্ব গুগলের|

১২| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫

গেম চেঞ্জার বলেছেন: দারুণতর!!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ |

ভালো থাকবেন|

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:৩৫

রিপি বলেছেন: অনেকদিন কোন লেখা পোস্ট করছেন না আপু... আশা করি ভাল আছেন। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩

মানসী বলেছেন: আপনার এই লেখা দেখার সাথে সাথে পোস্ট দিয়েছি ৷ শরীর ভালো আছে | মন সব সময় ভালো থাকে না। লেখার মতো মানসিকতা থাকে না| আবার কখনো কখনো খুব কষ্ট না থাকলে লেখা আসে না।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাঁ। আপু।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৫

মানসী বলেছেন: নিরন্তর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.