নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

তুমি শুধু ভালো থেকো

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:১৯



জীবনের কিছু কিছু দিন আসে,
রাতও তার কাছে হার মানে,
কত অন্ধকার!
কিছু রাত তো এমন অনন্ত,
যন্ত্রণাও তার কাছে মাথা নত করে |
কখনো কখনো তুমি এমন হাসি হাসো ,
যার জ্বালা সাপের বিষের চেয়ে
কিছু কম নয়|
ধুকতে ধুকতে মৃত্যুর কাছে
নিজেকে তুলে দেওয়া ছাড়া
করণীয় কিছু কি আছে?
ছাদের কড়ি কাঠ থেকে যে দড়িটা ঝুলছে
তাকেই মনে হয় পারানির কড়ি |
বৃষ্টির সেই দিনটা খালি মনে পড়ে,
হাজার বৃষ্টি ধারাতেও আমি তৃষ্ণার্ত |
কে মুছাত সেই ভিজে যাওয়া ?
আকণ্ঠ পিপাসার জল কেউ তো
দেয় নি আমার কণ্ঠ ভ'রে, তুমি ছাড়া |
সব প্রতিদান কি কৃতজ্ঞতার পাত্রে
ভ'রে দেওয়া যায়?
তুমি তো আমাকে কৃতজ্ঞ হতে শেখাও নি,
ভালোবাসতে শিখিয়েছ |
ওগো তুমি শুধু ভালো থেকো |

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:২৪

রিপি বলেছেন:
সব প্রতিদান কি কৃতজ্ঞতার পাত্রে
ভ'রে দেত্তয়া যায়?
তুমি তো আমাকে কৃতজ্ঞ হতে শেখাও নি,
ভালোবাসতে শিখিয়েছ |
ওগো তুমি শুধু ভালো থেকো |


:(

এক কথায় অসাধারন হয়েছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪

মানসী বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে। ভালো থাকবেন।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:২৬

রিপি বলেছেন:
ছবিটা ভয়ানক সুন্দর হয়েছে। মন বিষন্ন করা ভয়ানক সুন্দর।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭

মানসী বলেছেন: ছবির কৃতিত্ত্ব গুগলের| আমার নয়| ছবি গুগল সার্চ করে নেওয়া।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:৫৩

চারু মৃন্ময় বলেছেন: বাহ

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৯

মানসী বলেছেন: ধন্যবাদ।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: শেষ লাইনটা বাদে দারুন লেগেছে।
ভাল থাকবেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩১

মানসী বলেছেন: যতটুকু আপনার ভালো লেগেছে ততটুকুই আমার প্রাপ্তি |

ভালো থাকুন|

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালোবাসায় প্রতিদান থাকেনা আর যেখানে প্রতিদান থাকে সেখানে ভালবাসা থাকেনা!
কবিতা ভালো লাগলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২

মানসী বলেছেন: ভালোবাসা তো অনেক কিছুই দাবি করে তাই না ?

ধন্যবাদ। ভালো থাকুন|

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বৃষ্টিবিলাস!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪

মানসী বলেছেন: হ্যাঁ তা বটে। তবে 'দুঃখবিলাস'ও বলতে পারেন।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক ভাল লেগেছে। ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯

মানসী বলেছেন: আপনাকেও ধন্যবাদ | ভালো থাকুন|

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪২

নেক্সাস বলেছেন: তুমি তো আমাকে কৃতজ্ঞ হতে শেখাও নি,
ভালোবাসতে শিখিয়েছ |
ওগো তুমি শুধু ভালো থেকো |

বেশ টাচি কবিতা

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭

মানসী বলেছেন: অনেক শুভেচ্ছা জানবেন| ভালো থাকুন|

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ওগো তুমি শুধু ভালো থেকো। এটাই যথেষ্ট।।। খুব সুন্দর হয়েছে। ভালো লেগেছে।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭

মানসী বলেছেন: ঠিকই বলেছেন। মূল অনুভূতি ওটাই ছিল।

অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

বিজন রয় বলেছেন: ভাল থাকুক সব ভালবাসার প্রার্থী।
+++

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

মানসী বলেছেন: এটাই হোক সবার কামনা।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: বিস্বাদী সান্তনার মত মনে হলো । ভাল লেগেছে ।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

মানসী বলেছেন: নিজের গলার বিস্বাদী সান্ত্বনাও অনেক একাকীত্বের সময় ছায়া হয়ে পাশে দাঁড়ায়, একাকীত্ব ভোলায়।


অনেক ভালো থাকুন।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯

মানসী বলেছেন: আপনার মোটামুটি লাগাও আমার কাছে অনেক প্রাপ্তি।

ভালো থাকুন।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপু
আপনি এর থেকে অনেক ভালো লেখেন।
এটা সান্ধ্যমনকথা হিসেবে চমৎকার। কবিতার বিচারে নড়ড়বড়ে।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

মানসী বলেছেন: মনে সাহস জোগানোর জন্য অনেক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।

শুধু এই কবিতা নয়, আমার প্রায় কবিতাই (যদি এগুলো কবিতা হয়ে থাকে ) কবিতা হিসাবে নড়বড়ে। আমার লেখা গুলো কবিতা না বলে আত্মকথন বলাই ভালো। মানে নিজে সাথে নিজের কথোপকথন।

আর এটাতো ঠিক মা-বাবার কাছে দুর্বল সন্তান অধিক ভালোবাসার, আর মেধাবী সন্তান গর্বের। তার পরেও আমার লেখা আপনাদের ভালোবাসা পায় এটা কী কম গর্বের।

অনেক শুভেচ্ছা , অনেক ভালোবাসা। ভালো থাকুন নিরন্তর।

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০

রাজসোহান বলেছেন: ভালো কবিতা, প্লাস!

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩০

মানসী বলেছেন: অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

উল্টা দূরবীন বলেছেন: শেষ লাইনটা অন্যভাবে লিখলে আরো ভালো হতো।
পুরোটাই ভালো লেগেছে।
অনেক অনেক শুভকামনা।।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭

মানসী বলেছেন: হ্যাঁ, আমারো তাই মনে হচ্ছে|

অনেক শুভেচ্ছা | ভালো থাকুন|

১৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০

নীলপরি বলেছেন: জীবনের কিছু কিছু দিন আসে,
রাতও তার কাছে হার মানে,
কত অন্ধকার!
কিছু রাত তো এমন অনন্ত,
যন্ত্রণাও তার কাছে মাথা নত করে |

ভালো লাগলো কবিতা ।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.