নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

মা, আমায় কেন মানুষ করেছ

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩১



মা, আমার পরতে পরতে তুমি,
জন্মভূমি যেমন বুকের উপরে।
তুমি বলবে-পাগল কোথাকার
আমার চেয়ে তুই অনেক সুন্দর।
আর সাথে তোমার পাগল করা হাসি,
রাশি রাশি ভালোবাসা,
ভালোবাসায় ভালোবাসাময়।
যে হাসি ভরিয়ে দেয় বুকটা আমার,
আবার শীতার্ত করে বিচ্ছেদ বেদনায়।

এইতো সেদিন হাসপাতালের বেডে,
বসে আছ তুমি,
আমি গুনছি সময়
তোমার আসন্ন অপারেসনের।
তুমি বলছ-অপারেসনের পরে,
চলে যাস ঘরে।
থেকে আর করবি টা কী।
আমি মুখে সাহসের ছবি এঁকে,
হারানোর ভয় বুকে অ্যালবামে ঢেকে
বলছি তোমায়-মাইক্রো তো,
বুঝতে পারবে না কিছুই।

হাসছিলে তুমি কথার ফাঁকে
আমাকে বুঝতে না দেবার অভয়-হাসি।
তবু সব কিছু ছাপিয়ে,
হারাবার বেদনা মেলেছে ডানা
আমার বুকে।
আসন্ন ফাঁসির আসামী যেমন প্রতীক্ষায়।

মা, আমাকে কেন সাহসী কর নি অনেকের মতো ?
এইতো শশাঙ্ক, আমার স্কুল-কলিগ,
সাহসী কতটা দেখ ছেলেবেলা থেকে।
বাবার পুলিশের চাকুরি,
আজ এখানে তো, কাল সেখানে,
শশাঙ্কও তাই পরিণত সেই ছেলেবেলা থেকে।
বললো আমাকে ডেকে এইতো সেদিন,
“বুঝলে তো, বাবা বেশিদিন করবে না লাস্টিং,
শোনে নাতো কথা কোনোদিন”।

অবাক চোখে আমার তাকাবার পালা,
চোখে জ্বালা নিয়ে আমি তাকিয়েই থাকি।
এমনটা হ'তো যদি বেশ ভালো হ'তো,
কষ্ট কখনো এসে বাধতো দানা এই বুকে,
সুখে হিমালয় এসে জোগাতো সাহস এই বুকে,
আটকে দিয়ে সকল ব্যথা।
মা, সাহসী না করে আমায়
কেন মানুষ করেছ ?
হারানোর ব্যথা তাই,
হারিয়েই দিল সকল সময়,
কেবল আমাকে, মানুষ আমায়।


ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ৪৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫২

প্রামানিক বলেছেন: এমনটা হ'তো যদি বেশ ভালো হ'তো,
কষ্ট কখনো এসে বাধতো দানা এই বুকে,
সুখে হিমালয় এসে জোগাতো সাহস এই বুকে,
আটকে দিয়ে সকল ব্যথা।
মা, সাহসী না করে আমায়
কেন মানুষ করেছ ?


চমৎকার কাব্যকথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৭

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

নিরন্তর শুভেচ্ছা।

২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৯

কালনী নদী বলেছেন: প্রামানিক ভাইজানের সাথে আমিও একমত বোন, অনেক ভাল লাগছে!
এখন বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে বোন, সাথে সাথে বাজও পড়ছে। যেহেতু প্রামানিক ভাই প্রথম বক্তব্য করনে সেই হিসেবে যদিন এই দুইটা ভাইরে ভার্চোয়াল চাঁ খাওয়াতেন। :)
ভালো লাগা জানবেন।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৩

মানসী বলেছেন: ভার্চুয়াল চা এর বদলে হাতে করে চা তৈরী করে খাওয়াতে পারলে বেশি ভালো লাগত। আমি কিন্তু দারুণ চা তৈরী করি। :)

ভালো থাকুন নিরন্তর।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২০

কালনী নদী বলেছেন: বাহঃ এইতো খাওয়া হয়ে গেছে! আপনার কথায় সত্যি সত্যি এখন চাঁ বানিয়ে খাব বোন :)

আচ্ছা শশাঙ্খ “বুঝলে তো, বাবা বেশিদিন করবে না লাস্টিং,
শোনে নাতো কথা কোনোদিন”।
এইটা বলে কি বোঝাতে চেয়েছে?

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৬

মানসী বলেছেন: বাবা বেশিদিন আর বাঁচবেন না- এটাই | আমরা অনেক সময়ে এরকম কথা বলি- জুতোটা লাস্টিং করল না ৷ মানে টিকলো না |

৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২২

কালনী নদী বলেছেন: তার কথা না শোনাতে বাবা বেশি দিন বাচবে না, এটাই কি?

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৮

মানসী বলেছেন: হ্যাঁ. ঠিকই ধরেছেন|

৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৭

কালনী নদী বলেছেন: আপনাকে ধন্যবাদ, তবে এভাবে বলাটা ঠিক! সেটাই আপনি তোলে দড়ছেন সেজন্য ধন্যবাদ।
চা বানাতে গিয়েছিলাম বোন, এখন আয়েস করে চাঁ খাব, প্রামাণিক ভাই মনে হয় ঘুমিয়ে গেছেন :(

৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৮

কালনী নদী বলেছেন: সংশোধিত* এভাবে বলাটা ঠিক না*

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪১

মানসী বলেছেন: বলাটা উচিত নয় বলেই কষ্ট পেয়েছিলাম|

৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ ৷ ভালো থাকুন।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমার অবশ্য মাকে হারানোর কোনো ভয় নেই। বয়স যখন পাঁচ বছর তখনই চলে গেছে ......
আমাকে ছেড়ে .........
এই পৃথিবী ছেড়ে ..........

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

মানসী বলেছেন: মা বাবাকে হারানো খুব কষ্টের | তাদের অভাবটা তখনই খুব ভালো করে অনুভব করা যায় যখন তারা থাকেন না। আর আপনার কষ্টটা আরো অনেক দীর্ঘ সময়ের |

ভালো থাকুন| শুভেচ্ছা |

৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০

মানসী বলেছেন: ধন্যবাদ রাজপুত্র

১০| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা। কাহিণীর সাথে আবেগ, মানুষ হওয়ার এক সুন্দর সুখ ।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১

মানসী বলেছেন: ধন্যবাদ | ভালো থাকুন নিরন্তর |

১১| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২

রাজসোহান বলেছেন: মা কে নিয়ে সুন্দর আবেগী কবিতা, ভালো লেগেছে। প্লাস! :)

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২

মানসী বলেছেন: অনেক শুভেচ্ছা | অনেক ভালো থাকুন।

১২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২

সুমন কর বলেছেন: গল্প খুঁজে পেলাম। ভালো লাগা রইলো।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪

মানসী বলেছেন: কিছু গল্প আছে, কিছু অনুভূতি |

অনেক ভালো থাকুন|

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

মাহীনূর বলেছেন: ভাল লিখেছেন

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৩

মানসী বলেছেন: অনেক শুভেচ্ছা | অনেক ভালো থাকুন|

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ লাগলো আপু। :)

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৪

মানসী বলেছেন: ধন্যবাদ শোভন | ভালো থাকুন নিরন্তর |

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৫

আমিই মিসির আলী বলেছেন: অবাক চোখে আমার তাকাবার পালা,
চোখে জ্বালা নিয়ে আমি তাকিয়েই থাকি।
এমনটা হ'তো যদি বেশ ভালো হ'তো,
কষ্ট কখনো এসে বাধতো দানা এই বুকে,
সুখে হিমালয় এসে জোগাতো সাহস এই বুকে,
আটকে দিয়ে সকল ব্যথা।
মা, সাহসী না করে আমায়
কেন মানুষ করেছ ?

++++

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৫

মানসী বলেছেন: অনেক শুভেচ্ছা জানবেন ৷

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৭

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৬

মানসী বলেছেন: ধন্যবাদ ৷ ভালো থাকুন নিরন্তর ৷

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

ফয়সাল রকি বলেছেন: এখনো ভাবতে পারিনা, মা একদিন থাকবে না। কি দরকার, থাকুক না সারাজীবন।
+++

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২০

মানসী বলেছেন: আমিও সেটাই চাই |

অনেক শুভেচ্ছা রইল |

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আম্মু,খুব বেশী মনে পড়ছে তোমাকে.............

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯

মানসী বলেছেন: পড়েছি, আপনার মনের কষ্ট আমার মনটাকে ছুঁয়ে গেল। হাসিখুশি মনের আড়ালে কষ্টটা বেশি করে লুকিয়ে থাকে বেশ ভালো করেই বুঝতে পারলাম।

তবু ভালো থাকুন। আরো বেশি হাসিখুশি থাকুন।

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৬

রিপি বলেছেন:
ভালো লেগেছে...

এমনটা হ'তো যদি বেশ ভালো হ'তো,
কষ্ট কখনো এসে বাধতো দানা এই বুকে,
সুখে হিমালয় এসে জোগাতো সাহস এই বুকে,
আটকে দিয়ে সকল ব্যথা।
মা, সাহসী না করে আমায়
কেন মানুষ করেছ ?


একেবারে মনের কথাতাি লিখেছেন আপু।

মা, সাহসী না করে আমায়
কেন মানুষ করেছ
!!!!!!

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

মানসী বলেছেন: আসলে মা-বাবা আমাকে মানুষ করেই গড়তে চেয়েছেন। জানি না কতটা মানুষ হতে পেরেছি। তবু যতটুকু মনুষত্ব আছে সেটার কারণেই প্রিয়জন হারাবার বেদনা কিম্বা প্রিয়জন হারাবার ভয় আরও বেশি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে।

ভালো থাকুন। শুভেচ্ছা জানবেন।

২০| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০২

জুন বলেছেন: মা চলে গেছে কিশোরী বয়সে , বাবা পরিনত বয়সেই কিন্ত আজও এমন দিন যায় না যে তাদের কথা মনে না পড়ে।
কবিতায় অসংখ্য ভালোলাগা মানসী ।
+

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২০

মানসী বলেছেন: মা বাবার কথা মনে পড়ে না এমন কোনো দিনই নেই। তারা অাসলে চিরটা কাল পাশেই থাকেন।


মন্তব্যের নোটিফিকেশন শো না করায় খুব অসুবিধে হচ্ছে। উত্তর দিতে এতটা দেরি হয়ে গেল। ভীষণ দুঃখিত।

২১| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:০৫

***উড়নচণ্ডী*** বলেছেন: অনেক বেশি মা'কে মনে করিয়ে দিলেন, অভিমান করে গত ৫ বছর মা'র সাথে দেখা হয়নি। মনটা ভীষন টানে মার জন্য, ইচ্ছে হয় কিছুদিন মা'র আচলের ছায়ার ঘুমিয়ে আসি, দূর্বিষঃহ এই জীবন প্রশান্তির ধারা ফিরে পাক। কিন্তু পরক্ষণেই লজ্জ্বা লাগে, এত বড় হয়েছি এখন কি আর এসব ছেলেমানুষী চলে?

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৩

মানসী বলেছেন: খুব ভালো লাগলো অাপনার মন্তব্য। তবে এই 'ছেলেমানুষী' যেন কোনোদিন না যায়।


মন্তব্যের নোটিফিকেশন শো না করায় খুব অসুবিধে হচ্ছে। উত্তর দিতে এতটা দেরি হয়ে গেল। ভীষণ দুঃখিত।

২২| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২০

সিগনেচার নসিব বলেছেন: হৃদয়স্পর্শী কবিতা
পাঠে মুগ্ধ হলাম


অনিঃশ্বেস শুভেচ্ছা ও মুগ্ধতা রেখে গেলাম

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৫

মানসী বলেছেন: অাপনার জন্যেও অনেক শুভেচ্ছা।

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.