নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

একটু যদি সময় করতে পারো

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫



আমার বাড়ি সকাল ক'রে এসো,
আমার না হয় রাত্রি শেষের গাড়ি ;
যখন তোমার ঘুম ভাঙাবে
সকাল বেলার পাখি ,
আমার তখন গাড়ি ধরার
তুমুল হুড়োহুড়ি ৷

তোমার জন্য রাত জেগেছি,
রাতের পরে রাত ৷
তুমিও তেমনি উঠেছ অনেক ভোরে,
আমার জন্য ছুঁয়েছ তুমি
ভোরের বেলার হাত ৷
তোমার জন্যে তান বেধেছি
রাগ ছুঁয়েছি সুরে,
আমায় দিতে কৌতুহলের রাখী,
অনুরাগেই গিয়েছ অনেক সরে ৷

বলেছিলে অনেক কথা রয়েছে তোমার বাকী,
একটু যদি সময় করতে পারি,
বলেছিলে আসতে পারো বাড়ি ৷

হঠাৎ করে এলো যখন চিঠি,
সময় চাওয়া হল অনেক দায়,
সময় পাওয়া যায় নাকো আর মোটে,
সময় ঘড়ি ছোটে স্রোতের প্রায় ৷

কথা আমি যাচ্ছি দিয়ে বটে,
কিছু কথা আমারও আছে বাকী,
কিছু কথা কথার কথা শুধু,
কিছু কথা মিথ্যে হলেও খাঁটি ৷

তোমার বলা বাকী কথা যত-
শোনার আমার ইচ্ছে আছে খুব,
শুনতে আমি আসব জেনো ফিরে
সময় ধারায় একটু দিয়ে ডুব ৷
স্বপন জলে ঘুমটি সেরে উঠে
পলক মেলেই দেখতে তোমায় চাই ৷
আলোক রাঙা পালক ভাঙা পাখি
তোমার কোলেই কূল হারাতে চায়।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩

বিজন রয় বলেছেন: হ্যাঁ, একটু সময় করে আপনার কবিতাটি পড়লাম।
সহজ সরল সুন্দর কবিতা।
+++

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

মানসী বলেছেন: ধন্যবাদ বিজনদা , ভালো থাকুন।

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫

অঘ্রান প্রান্তরে বলেছেন: তোমার বলা বাকী কথা যত-
শোনার আমার ইচ্ছে আছে খুব,
শুনতে আমি আসব জেনো ফিরে
সময় ধারায় একটু দিয়ে ডুব ৷
স্বপন জলে ঘুমটি সেরে উঠে
পলক মেলেই দেখতে তোমায় চাই ৷
আলোক রাঙা পালক ভাঙা পাখি
তোমার কোলেই কূল হারাতে চায়।


আপনার সাথে একটু যোগ করতে ইচ্ছে হল...

যে দিন গিয়াছে চলে, সে ফিরিবে না আর
কাঁপা হাত খানি হাতে রেখে, বলিবেনা কোন কথা;
তবু যদি লিখে যায় কোন কাগজের পাতায়...
দেখা হলে এমনি হেসো ...।

প্রিয় স্বপ্ন গুলো স্বপ্নই রয়ে যায় ... যাতনায়, বেদনায়, দেখা আর নয়;;;

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫

মানসী বলেছেন: ঠিকই বলেছেন। প্রিয় স্বপ্নেরা স্বপ্নের মধ্যেই আনাগোনা করে। যাতনায় বেদনায় তার দেখা মেলে বারবার।

শুভেচ্ছা জানবেন। ভালো থাকুন।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪

আরাফআহনাফ বলেছেন: "আলোক রাঙা পালক ভাঙা পাখি
তোমার কোলেই কূল হারাতে চায়।"
------------------------------------হোক না তবে।

শুভ কামনা রইলো।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

মানসী বলেছেন: আপনার জন্যেও শুভ কামনা |
ভালো থাকুন |

৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতাটা ভালো লাগলো। ধন্যবাদ মানসী।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫

মানসী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ |

ভালো থাকুন নিরন্তর |

৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ প্রানবন্ত লেখা। সহজ সরল পঙক্তি গুলোর অর্থ কিন্তু খুবই কঠিন। ভালো লাগলো।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮

মানসী বলেছেন: আসলে কষ্টেরা বরফের মতোই কঠিন হয়। ভালোবাসার স্পর্শ না পেলে গলে না।

অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকুন।

৭| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৪

কালনী নদী বলেছেন: কথা আমি যাচ্ছি দিয়ে বটে,
কিছু কথা আমারও আছে বাকী,
কিছু কথা কথার কথা শুধু,
কিছু কথা মিথ্যে হলেও খাঁটি ৷

মিষ্ঠি কথার ফুলঝড়ি ছড়িয়েছে বোন, প্রিয়তে +++++++++

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৫

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা |

নিরন্তর শুভকামনা জানবেন |

৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৭

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর কবিতা

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫২

রিপি বলেছেন:
কবিতা ভালো লেগেছে আপু। কিছু কথা বাকী থাকাই হয়তো ভালো। :)

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:০৬

মানসী বলেছেন: ধন্যবাদ রিপি ।

কিছু কথা বাকি থাকাই ভালো।

১০| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ। +

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২২

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র। আপনাকে নিয়মিত হতে দেখে খুব ভালো লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.