নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

জিহাদের কোন রঙ ?

০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:১২





বলতো কতটা স্বপ্নের রঙ দামি ?
বলতো কতটা চেতনার রঙে ঘৃণা ?
আমার কপালে বুলেটের রঙে লাল,
এসব খবর তুমি কিছু রাখলে না।


জিহাদের রঙে উড়ে এসে জুড়ে বসে
বিবর্ণ যত নরক প্রেতাত্মারা,
তুমি ভাবো শুধু জিহাদের রঙ লাল,
জিহাদ পিছোয় ভয় পেয়ে একসারা
ভালোবাসা দেখ তিনজনে হাতধরা।

তোমার জিহাদে গুলি ভরা বন্দুক,
তোমার জিহাদে অস্ত্রের ঝনঝন,
মায়ের জিহাদ চেয়ে দেখ একবার-
আঁকড়েছে তাঁর গর্ভের সন্তান।

জিহাদ ছিলোতো পাশে এসে হাত ধ’রে
মুছিয়েই দেব দারিদ্র্য আর ক্লেশ,
সকলের পিছে না থেকে একশোবার
এগিয়েই দেব আমার সোনার দেশ।

তবে বলো তুমি জয় হল আজ কার?
চেয়ে দেখ আজ স্বপ্নের কোন রঙ?
ভয়ার্ত যত স্বপ্নেরা পিছু হটে,
বিবর্ণ যত রক্তেরা পিছু টান।

হাত ধ’রে দেখ বন্ধুরা আজ জয়ী
চেতনায় আজ মনুষত্ব-গান,
মারলেও তবু মরবো না কিছুতেই
প্রতিবাদ দিয়ে প্রতিরোধ করে যাব
থাকবেই বেঁচে ভালোবাসার গান।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৯

কালনী নদী বলেছেন: জিহাদ ছিলোতো পাশে এসে হাত ধ’রে
মুছিয়েই দেব দারিদ্র্য আর ক্লেশ,
সকলের পিছে না থেকে একশোবার
এগিয়েই দেব আমার সোনার দেশ।[/si
ঠিক বলেছেন বোন। সুন্দর কবিতা আশা করি সবাই বোঝবে।

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৪

মানসী বলেছেন: জিহাদ আমার মনে হয় হওয়া উচিত মানুষের স্বপক্ষে, উন্নয়নের স্বপক্ষে, দারিদ্র্যের বিপক্ষে । কিন্তু জঙ্গীরা সাধারণ নিরীহ মানুষকে মেরে মনে করে বিশাল উন্নয়ন করলো।

ভালো থাকবেন কালনী নদী।

২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৩:২৫

চাঁদগাজী বলেছেন:



হিংসুক জল্লাদেরা জন্মে মানব সমাজের বুকে অভিশাপ হয়ে!

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৪

মানসী বলেছেন: আপনার সাথে একমত।

৩| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৭

ডঃ এম এ আলী বলেছেন: হাত ধ’রে দেখ বন্ধুরা আজ জয়ী
চেতনায় আজ মনুষত্ব-গান,
মারলেও তবু মরবো না কিছুতেই
প্রতিবাদ দিয়ে প্রতিরোধ করে যাব
থাকবেই বেঁচে ভালোবাসার গান।

এ বাণি ছড়িয়ে পড়ুক বিশ্বের বুকে।

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৩

মানসী বলেছেন: নিরীহ মানুষকে মেরে কোনো উন্নয়ন কি হতে পারে ? একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করার মতো এই উগ্রপন্থীরা সাধারণ নিরীহ মানুষ গুলোকেই মারে, রাজনৈতিক নেতাদের কাছেও সাধারণ মানুষরা বলির পাঠা হয়।

ভালো থাকুন।

৪| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৯

বিজন রয় বলেছেন: কঠিন প্রশ্ন।
উত্তর জানা নেই।

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৬

মানসী বলেছেন: প্রশ্নগুলো কঠিন কিন্তু উত্তরও তো জানা। উত্তরগুলো অবশ্য এই লেখার মধ্যেই আমি দেবার চেষ্টা করেছি।

৫| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫০

বিজন রয় বলেছেন: চমৎকার লিখেছেন।
++++

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৭

মানসী বলেছেন: ধন্যবাদ।

অনেক শুভেচ্ছা জানবেন।

৬| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১২

শায়মা বলেছেন: জিহাদের কোনো রঙ ই নেই। এই জিহাদ বিবর্ণ ....

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪০

মানসী বলেছেন: সত্যিই এই জিহাদের কোনো রঙ ছিল না। এই জিহাদ বিবর্ণ।

৭| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৫

অেসন বলেছেন: ভাল লিখেছেন। একমত। কিন্ত জুঙ্গি গুলোর ছবি ব্যবহার কতটুকু যৌক্তিক ? এতে মানুসের সহানুভূতি তৈরি হয়।

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪

মানসী বলেছেন: আসলে দুটি ছবিকে পরপর ব্যবহার করে একটি প্রতীকের জায়গাকে ধরতে চেয়েছি - সম্মিলিত দেশের একতার কাছে জঙ্গিবাদ পরাজিত হতে বাধ্য।

আর যারা এভাবে মানুষকে মেরে ফেলে তারা কখনোই মানুষের ঘৃণা ছাড়া সহানুভূতি পেতে পারে না।

অনেক ভালো থাকুন। প্রতিবাদে থাকুন। প্রতিরোধে থাকুন।

৮| ০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৯

অর্ণব সাধুখাঁ বলেছেন: এখন একটাই উপায় - আয় আরও বেঁধে বেঁধে থাকি...

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪২

মানসী বলেছেন: আপনার সাথে সহমত।

আমার ব্লগে স্বাগতম।

৯| ০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৮

সুমন কর বলেছেন: তোমার জিহাদে গুলি ভরা বন্দুক,
তোমার জিহাদে অস্ত্রের ঝনঝন,
মায়ের জিহাদ চেয়ে দেখ একবার-
আঁকড়েছে তাঁর গর্ভের সন্তান।
-- ভালো লিখেছেন।

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৬

মানসী বলেছেন: ধন্যবাদ সুমন।

১০| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৯

ঠ্যঠা মফিজ বলেছেন: অসাধারন লেখেছেন আপু ।

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫০

মানসী বলেছেন: ধন্যবাদ।

১১| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দুটো ভিন্ন সত্ত্বাকে দুইদিক থেকে এক সুতোয় এনে গাঁথা নিসন্দেহে খুব কঠিন কাজ। সেই কঠিন কাজটি দারুণ ভাবে করেছেন। অসাধারণ!!

০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

মানসী বলেছেন: শামীম ভাই, আপনার দেখবার দৃষ্টিভঙ্গী আমার বরাবরের পছন্দ, সেটা সমালোচনা হোক কিম্বা প্রশংসা।

কিন্তু আমি অত ভেবে এ কবিতা লিখিনি। সম্প্রতি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনায় মনে হচ্ছিল প্রতিবাদ জানানো দরকার। তাই লিখেছিলাম। আপনার ভালো লেগেছে জেনে ভালোলাগছে।

শুভকামনা।

১২| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:০৮

কল্লোল পথিক বলেছেন:









সুন্দর লিখেছেন।
জঙ্গিদের বিরুদ্ধে ঘরে,ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:১২

মানসী বলেছেন: "হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে"


প্রতিবাদে -প্রতিরোধে অনেক ভালো থাকুন।

১৩| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:২৭

মানসী বলেছেন: ভালোলাগা সাদরে মাথা পেতে নিলাম।


আমার ব্লগেও আপনাকে স্বাগতম।

১৪| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন: বেচে থাক ভালবাসার গান

০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:১৬

মানসী বলেছেন: শেষ পর্যন্ত ভালোবাসার গানই বেঁচে থাকে।



ভালো থাকুন।

১৫| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন: আপনি ও ভাল থাকুন

ঈদ মোবারক

০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৩৪

মানসী বলেছেন: ঈদ মোবারক

১৬| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৬

কালনী নদী বলেছেন: সরি ফর অফটপিক। প্রামাণিক ভাইর বর্তমান খবর জানি না, কেউ কিছু বলছেনও না! নিশ্চয়ই আমি জানলে সাথে সাথে আপনাকে অবহিত করবো বোন।

ঈদের শুভেচ্ছা জানবেন।

০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৫:১৪

মানসী বলেছেন: ঠিক আছে কালনী নদী ভাই। দেখি আর কারো কাছ থেকে কোনো খবর পেতে পারি কিনা।

ভালো থাকবেন।

১৭| ০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৫:২০

কালনী নদী বলেছেন: আপনি পাওয়ার সাথে সাথে আমাকে জানাবেন, চিন্তায় আছি। বোন।

০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৫:২৪

মানসী বলেছেন: অবশ্যই জানাবো যদি কোনো খবর পাই।

১৮| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: নিরীহ, নির্দোষ মানুষ হত্যা করে কোন কল্যান আসতে পারেনা। কোন ধর্মই এটাকে সমর্থন করেনা। বরং এটা যারা করে, তারা তাদের ইহকাল, পরকাল দুটোই হারায়।
হাত ধ’রে দেখ বন্ধুরা আজ জয়ী
চেতনায় আজ মনুষত্ব-গান,
মারলেও তবু মরবো না কিছুতেই
প্রতিবাদ দিয়ে প্রতিরোধ করে যাব
থাকবেই বেঁচে ভালোবাসার গান
- শেষ স্তবকটা খুব সুন্দর হয়েছে।

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৩

মানসী বলেছেন: ঠিকই বলেছেন নিরীহ, নির্দোষ মানুষ হত্যা করে কোন কল্যাণ আসতে পারেনা। ধর্ম মানুষকে ভালোবাসার কথাই শেখায়। আমরা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে নিজেদের স্বার্থসিদ্ধির আনুকূল্যে ব্যবহার করছি।

ভালো থাকবেন। ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.