নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

সে, তুমি, আমি -- আমরা

৩০ শে জুলাই, ২০১৬ রাত ২:২৪

সে

ছেলেটা নাকি পড়াশোনাতে বেশ ছিলো,
কবিতা আর গানেও সুরের রেশ ছিলো,
সেই যে এক নতুন প্রাণের দেশ ছিলো,
সেই খানেতেই থাকতো সে,
ফোয়ারা হাসির তুলত যে,
ফেসবুকেতে সেলফি দেবার পাগলামি তার ছিল বেশ,
আব্বা তাকে বকা দিলেও মায়ের আদর পেতই বেশ।
এমনি করেই কাটছিলো দিন দিনগুনে,
প্রেমের প্রহর আসত যেত তাল গুনে,
জানি না কোন আষাঢ় এলো সেই কালে
নৌকা যেমন আঁধার রাতে পাল তুলে
কোন পথে যায় নিরুদ্দেশে, পথ ভুলে,
এমনি করেই হারিয়ে গেল হাসির রেশ,
যুগের পাগল ছেলেটা হল নিরুদ্দেশ।
বাবা খোঁজেন সবকটা দিক, কাঁদেন মা।
ধোঁয়ার মতোই হারিয়ে গেল ছেলেটা,
যেন সে আর কোনোকালে ছিল-ই না।
কেঁদে কেঁদে অশ্রু যখন প্রায় হারা
টিভির খবর ছেলেটা হয়েই দিল সাড়া।
মায়ের রঙিন স্বপ্নগুলো রুধির হয়ে
কান্না হয়ে বন্যা হয়ে গেল বয়ে,
ছেলের ছোড়া বুলেট গুলো
বেধেনি তো লোকের বুক
মিটিয়ে দিলো মায়ের সকল গর্ভ সুখ।
কান্না ছিলো চোখ ছুঁয়ে তার অভিমানে
হদ্দ বোকা ছেলেটা কি আজ জানে ?
বলবে লোকে হাসবে লোকে
মায়ের চোখে জল দেখে,
‘কুমির অশ্রু দেখাতে হয়
লোকে তাই দেখে।’
একটা গুলি ছিনিয়ে নিল
মায়ের চোখের অশ্রুজল
সন্তানকে ভালোবাসার এই তো ফল!



তুমি

তুমি তখন রাস্তার মোড়ে,
চাঞ্চল্য গোটা শহরটিতে,
গোটা দেশটিতেও।
চারিদিকে ভয়ার্ত চাহনি,
কি ঘটেছে পরিষ্কার ভাবে
জানা যাচ্ছে না কিছুতেই।
তবে আরো কিছু যে একটা ঘটতে চলেছে
এটা তুমি বেশ পরিস্কার বুঝতে পারছ,
চারিদিকে মানুষের ছোটাছুটি,
তবে মিলিটারিদের বেশি।
অদম্য কৌতূহল চেপে
কিম্বা অদম্য কৌতূহল মেটাতে
তাদের পাশে পাশে চলেছ তুমিও,
বিনা পয়সায় একটা সিনেমাটোগ্রাফি বিনোদন।
একটা গুলি এসে তোমার মাথাতেও লাগতে পারে,
একটা গ্রেনেড এসে তোমাকে এমন ঝাঁকুনি দিয়ে যেতে পারে
যাতে করে তোমাকে আর চেনবার অবকাশ টুকুও থাকবে না।
তুমি বীর, মরতে ভয় পাচ্ছ না- এমনটা নয়
তবে ঝুঁকিটা নিচ্ছ অদম্য কৌতূহলে,
কৌতূহল তোমাকে ঝুঁকিটা নেওয়াচ্ছে,
বাড়িতে ফিরে এর জন্যে তোমাকে বৌয়ের কাছে
বিস্তর গাল শুনতে হবে,
তবু তুমি পাত্তা দিচ্ছ না।
আসলে তুমি ঘোরের মধ্যে,
পূর্বাপর কিছু না ভেবেই
মাথা বাঁচিয়ে শরীর বাঁচিয়ে
মনের নেশা চোখের নেশা মিটিয়ে নিচ্ছ
গোলাগুলির তুমুল চিৎকারে।
রুদ্ধশ্বাস মুহূর্ত গুলো তোমার চোখের সামনে
কেমন ভাবে কাটছে,
যখন তুমি সুস্থতায় ফিরবে-
পারবে না দিতে তার বিন্দুমাত্র বিবরণ।
কিন্তু মস্তিষ্কের হার্ড ডিস্কে সেটা অক্ষত।
শুধু ওভারলোডে হ্যাঙ করে গেছে তাই।



আমি

মহা সমারোহ, তাই অফিসেতে যাই নি,
চুমুক চায়ের কাপে, তবু নাস্তাটা খাই নি।
চ্যানেল গুলো সব মহা ধড়িবাজ
কত কিছু দেখবার, তবু দেখালো না আজ।
অত দূর থেকে যদি ছবি তোলো ভাই
কিছু কিগো দেখা যায় , কিছু দেখা যায়?
ধোঁয়া ধোঁয়া ভাসা ভাসা ভিডিও র হাল
চোখের কষ্ট, আর করে নাজেহাল।
তুমি নাকি রিপোর্টার? সংবাদ পেশা?
করছ কেন বা তুমি বাঁচবার আশা?
কাছে যাও, ছবি তোলো, গুলি লাগে তাও
তবেই না টিআরপি, বাড়বে যে ভাও।
অফিসটা ছুটি নেওয়া ফাউ হলো ভাই।
এদের ঘটেতে কিছু স্পেশালিটি নাই।



আমরা

এই আমাদের দেশ, এই আমাদের মা,
মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে আবার ভূমিষ্ঠ হয়েছি এই মাটিতে,
আমদেরকে দাবিয়ে রাখার কম চেষ্টাতো হয়নি এ যাবৎ পর্যন্ত,
পেরেছে কি কেউ ? আমরা কি পারতে দিয়েছি তাদেরকে?
আমাদের ভালোবাসা বিশ্ব ছোঁয়া,
দেশের প্রতি ভালোবাসা
মাতৃভাষার প্রতি ভালোবাসা।
এ কিন্তু কিংবদন্তী নয় , এ হলো ইতিহাস।
সময়ে সময়ে রাজনীতির লোকেদের রং বদলায়,
কিন্তু মানুষতো একই থাকে।
আমরা সরল, বিশ্বাস করি সহজে,
কিন্তু আমরা বোকা নই,
ধর্ম আমাদের শক্তি,
ধর্ম আমাদের ধর্মান্ধতা নয়।
ভালোবাসা দিয়ে আমাদের জয় করা যায়
উন্মত্ততা দিয়ে আমাদের ক্ষয় করা যায় না।
আমরাই সাহস রাখি- পুত্র দেশ হন্তারক হ’লে
তার মৃতদেহটাকে ন্যূনতম মমত্ব না দেখানোর জন্য।
সুতরাং খুব সাবধান।

*************************************************************************************************************************

বিঃ দ্রঃ এই কবিতা আমি উৎসর্গ করছি আমার প্রিয় ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম কে।

গতকাল সকালেই তাঁর কবিতাঃ সে, তুমি ও আমি দেখেই এই কবিতার জন্ম হয়েছিল আমার মাথায়। তাই এই কবিতার পুরো কৃতিত্ব আমার প্রিয় ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলামের।




মন্তব্য ৩৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৩:০৫

শেয়াল বলেছেন: সবগুলাই নাইস

৩০ শে জুলাই, ২০১৬ রাত ৩:০৭

মানসী বলেছেন: সবগুলো মিলেই আসলে একটা।

ধন্যবাদ। শুভরাত্রি।

২| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৩:২৭

মেহেদী রবিন বলেছেন: ভালো ছিলো।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ৩:৩০

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।


শুভেচ্ছা নেবেন।

৩| ৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫২

আবুল হায়াত রকি বলেছেন: এক কথায় প্লাস হয়েছে বোন।

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৪

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

অনেক শুভেচ্ছা নেবেন।

৪| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:০০

অরুনি মায়া অনু বলেছেন: কঠিন বাস্তবতা ফুটে উঠেছে লেখায়, ভাল লেগেছে |

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৯

মানসী বলেছেন: হ্যাঁ, সত্যিই এটা খুব কঠিন বাস্তব। মেনে নেওয়া খুবই কষ্টের।

ভালো থাকবেন।

৫| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৭

সুমন কর বলেছেন: কবিতা নয়, গল্প খুঁজে পেলাম। ভালো লাগল।

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৩

মানসী বলেছেন: হ্যাঁ, সুমন, এটা অাসলে একটা গল্পই। তবে গল্পটা অামার মনের মধ্যে জন্ম দিয়েছেন আমার প্রিয় ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ও তাঁর কবিতা।

অনেক ভালো থাকুন।

৬| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনেক সুন্দর হয়েছে। দুজনের জন্যই শুভকামনা।

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৭

মানসী বলেছেন: অনেক শুভেচ্ছা জানবেন।

ভালো থাকুন।

৭| ৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতাটি আমাকে উৎসর্গ করার জন্য এবং আমার কবিতা থেকে প্রেরণা লাভের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মানসী।

আপনার কবিতাটি এত ভালো হয়েছে যে আমার কবিতা নিয়ে আমি লজ্জায় পড়ে গেছি। আসলে আমি তো গদ্যের লোক, পদ্য আমাকে দিয়ে হয় না। আপনার মতো এত সুন্দর কবিতা লিখতে পারলে গদ্য লেখাই ছেড়ে দিতাম। দারুন লিখেছেন।

আবারো ধন্যবাদ।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০০

মানসী বলেছেন: অাপনাকেও অামার লেখা পড়ার জন্যে অনেক ধন্যবাদ।

অামি মোটেই ভালো লেখক নই। কবিতা তো নয়ই। অাদতে এগুলো হয়তো কবিতা হয়ে ওঠার মতো গুণের অধিকারী নয়। তবে এগুলো অামার অনুভূতি, অামার বিশ্বাস। তাই সাহিত্যের গুণের কথা না ভেবে কেবল লিখে যাই।


অনেক ভালো থাকুন।

৮| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৮

শরতের কাশফুল বলেছেন: খুব ভাল লেগেছে।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫১

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

অামার ব্লগে অাপনাকে স্বাগতম।

৯| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে একখানা লাইক ছিল রেখে গেলাম।

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

মানসী বলেছেন: আপনার লাইক আমি মাথা পেতে নিলাম।

১০| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে একখানা লাইক ছিল, তা রেখে গেলাম।
ধন্যবাদ, ভালো থাকুন।

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

মানসী বলেছেন: আপনিও ভালো থাকুন নিরন্তর।

শুভেচ্ছা।

১১| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৯

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার কয়েকটি কবিতা।
কবিতায়++++++++++++++++++

৩০ শে জুলাই, ২০১৬ রাত ৯:০১

মানসী বলেছেন: অাসলে একটাই কবিতা। কয়েকটা কোলাজ অাছে। সবগুলো মিলে একটাই।

অনেক ভালো থাকুন।

১২| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি তুমি সে- আমরায় সব কিছূ ছুঁয়ে গেল...

++++++++

৩০ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৩

মানসী বলেছেন: অাপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।


শুভেচ্ছা জানবেন।

১৩| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫১

নোমান প্রধান বলেছেন: এককথায় অসাধারণ

৩১ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৭

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।


শুভরাত্রি।

১৪| ৩১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর। +

৩১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০১

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র।

ব্লগে আবার নিয়মিত আপনাকে দেখে ভালো লাগছে। ভালো থাকুন।

১৫| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৮

সিগনেচার নসিব বলেছেন: চমৎকার লেগেছে


শুভেচ্ছা নিবেন অনিঃশ্বেস
ভাললাগা জানিয়ে গেলাম

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৪

মানসী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।

অনেক ভালো থাকুন।

১৬| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

গেম চেঞ্জার বলেছেন: ভালই লাগলো। :)

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৬

মানসী বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার, আপনাকে আমার ব্লগে পেয়ে খুব ভালো লাগছে।

খুব ভালো থাকুন।

১৭| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২৮

ইন্দ্রনাথ বলেছেন: খুব সুন্দর কবিতা হয়েছে।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৬

মানসী বলেছেন: অনেক শুভেচ্ছা।

১৮| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪

দেবজ্যোতিকাজল বলেছেন: খুব ভাল হয়েছে...

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৯

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

অনেক শুভেচ্ছা জানবেন।

১৯| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৫

ইকরাম উল হক বলেছেন: বেশ ছিলো,
রেশ ছিলো,
দেশ ছিলো

মিল গুলো ভাল ছিল

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ২:২০

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

আমার ব্লগে স্বাগতম।

শুভরাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.