নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

কোরাসের রঙ

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩২



কেমন ভাবে বেঁচে আছি, বেঁচে থাকার মতো?
বাঁচতে গিয়ে বাছতে গিয়ে অনাথ হলাম কতো।
হাত ধরেছি ডুবতে গিয়ে ভাসব ব’লে এবার,
অন্ধকার কালো-রাত্রি, দুঃখ হবে সাবাড়।
ডুবেই গেলাম দেখো দেখি হাত ধরেছিই ব’লে।
আমায় পুরো ডুবিয়ে দিয়ে তুমি গেলে চলে।
আয়না আমি দেখিনি কতো দিন হলো যে পার,
তোমার চোখের আয়নাতে দেখি বিশ্ব একাকার,
একাই আছি একাই ছিলাম একাতেই সব সুর
হারিয়ে গেল চেনা-পথ সেই দিগন্তে বহুদূর।
তোমার সাথে হাঁটব বলে পা ফেলেছি পথে
পথ আছে আর আমিও আছি হাঁটছি পথে বটে।

মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৩

নোমান প্রধান বলেছেন: ভালো লাগলো

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৮

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভরাত্রি।

২| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ২:০২

আবুল হায়াত রকি বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়েছি, ভাল আছেন বোন?

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩২

মানসী বলেছেন: আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আপনিও ভালো থাকুন। অনেক শুভেচ্ছা জানবেন।

৩| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ২:২০

ইকরাম উল হক বলেছেন:

বাঁচতে গিয়ে বাছতে গিয়ে অনাথ হলাম কতো।

ভালোই লিখছেন

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩৩

মানসী বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

অনেক ভালো থাকুন।

৪| ০৯ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: তোমার সাথে হাঁটব বলে পা ফেলেছি পথে
পথ আছে আর আমিও আছি হাঁটছি পথে বটে।

বেশ ভাল লাগল কবিতাটি বিশেষ করে
শেষ লাইন দুটি ।
শুভেচ্ছা রইল

০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৮

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ। অান্তরিক শুভেচ্ছা জানাই।

৫| ০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৩

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪১

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ সুমন। আপনি অনেকটা আমার আয়নার মতো। আমি কিম্বা আমার কবিতা ঠিক যেমনটি লাগে আপনি তেমনটাই লেখেন। কোনো মিথ্যা স্তুতি বাক্য করেন না। অনেক ভালো থাকুন।

৬| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭

সিগনেচার নসিব বলেছেন: হৃদয়স্পর্শী কবিতা
পাঠে মুগ্ধ


অনিঃশ্বেস ভাললাগা জানুন।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৩

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

অনেক শুভেচ্ছা।

৭| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ। +

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৮

মানসী বলেছেন: ধন্যবাদ রাজপুত্র।

৮| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৩

আমিই মিসির আলী বলেছেন: বাহ্ !
চমতকার কবিতা
+++++

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৩

মানসী বলেছেন: অনেক শুভেচ্ছা জানবেন। কিন্তু মহা সমস্যা, কিছুতেই মন্তব্য বা প্রতি মন্তব্য করতে পারছি না।

৯| ১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২০

আমি দ্রোহ বলেছেন: বাহ্ বেশ লিখেছেন...."একাই আছি একাই ছিলাম একাতেই সব সুর
হারিয়ে গেল চেনা-পথ সেই দিগন্তে বহুদূর।"- এলাইন দুটো চরম,নরম,গরম।

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৭

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকুন।

১০| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৩

nilkabba বলেছেন: অনবদ্য লিখনি,,,,, স্বপ্ন আমি তোমার সাথে আজকে দিলাম আড়ি
তাইতো আমি কাব্য লিখে স্বপ্ন ফেরি করি।
কিছু মনে করবেন না আপনার লিখাটা ভাল লাগল বলেই আমার দুটো কথা বলতে ইচ্ছে হল।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১১

মানসী বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য।


খুব ভালো থাকুন।

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৭

গেম চেঞ্জার বলেছেন: অনেক ভাল লাগলো!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৬

মানসী বলেছেন: ধন্যবাদ। খুব ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.