নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

দিয়েছ সকল ভালো

১২ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৭



হৃদয় আমার আকুলিত যত,
যত না তৃষিত হিয়া,
যত না আকুল নয়নের বারি
তত এ উজল দিয়া।
জ্বলিয়া পুড়িয়া ছাই হল তাই
ছাই ছাড়া কিছু দেখিতে না পাই
ছাই কালো তাই দেখি এ সদাই
আমারি এ আঁখি দিয়া।


উড়িতে দিয়েছ পাখি
উড়িতে শিখেছে ভালো,
এখন যতই বাঁধিতে চাহ
চিনেছে আকাশ কালো।
ছায়া পড়ে যত নীচে,
তত ও আকাশ উঁচু
ভয় আর সে
পায় না কাহারে
হারানোর নেই কিছু।

আকাশে দিয়েছ চিঠি,
আকাশেই নেব পড়ে।
আকাশের বুকে যত কালো নীল
শুষে নেব ধীরে ধীরে।
নীল এ গরল যত,
সবইতো তোমার মতো।
কালো কেশ ওই আকাশ তোমার
আমারই এ বুকে ক্ষত।
পাইতে তোমারে,
না হয় গরলে
ডুবে মরি অবিরত।

মন্তব্য ৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মুগ্ধতা।

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৪

মানসী বলেছেন: অনিঃশেষ ভালোবাসা।

২| ১২ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মুগ্ধতা।

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩৫

মানসী বলেছেন: :) :)


শুভরাত্রি

৩| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২১

মানসী বলেছেন: ধন্যবাদ সুমন।

৪| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫১

খায়রুল আহসান বলেছেন: ছায়া পড়ে যত নীচে,
তত ও আকাশ উঁচু
ভয় আর সে
পায় না কাহারে
হারানোর নেই কিছু।
- খুব ভালো লাগলো কথাগুলো। সুন্দর কবিতা।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৩

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.