নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

অায়না

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৩



আয়নাটা আজ দেয়াল জোড়া ছিল।
ভুল বললাম।
আয়না দেয়াল জোড়া ছিল প্রতিদিনের মতো।
রোজই দাঁড়াই সামনে তার অপরিচিতের মতো,
মানুষটাকে চিনতে পারি না,
কত রূপ ঐ মানুষটার।
চুলগুলোকে ফিতের বাঁধনে জড়াতে জড়াতে
দেখি আমিও জড়িয়ে গেছি ফিতের বাঁধনে।
কাল রাতে স্বপ্নে দাঁড়িয়ে ছিলাম আয়নার সামনে,
চমকে উঠি, আঁতকে উঠি,
এই হাতে ঐ মানুষটাই
আমার বাবাকে চিতার আগুনে মুখাগ্নি করেছিল।
এত নিষ্ঠুর পারলো কি করে হতে!

একটুও কষ্ট হয় নি ওর!
যে বাবা আগুনের ছ্যাঁকা
আমার আঙ্গুলে লাগলে
আঙ্গুল চুষে ঠাণ্ডা করে দিত আমার হাত।
পারলো কি করে?
এত বহুরূপ তুমি না থাকলে
পড়ত কী করে ধরা তার ?

সন্ধ্যার বাতাসে ঐ মানুষটাই তো আমাকে সান্ত্বনা দেয়,
দিনের আলোতে ব্যঙ্গ করে আমায়,
রাতের নীরবতায় শরীরের সাথে
শরীর চেপে ধ'রে
শীতল বাতাস থেকে মুক্তি দেয় আমায়।
দুপুরের একাকীত্বে গল্প শোনায় আমায়,
আয়না, তুমি গনগনে দুপুরের
নীল নির্জনতার গান।

মন্তব্য ১১ টি রেটিং +৮/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: /আয়না, তুমি গনগনে দুপুরের
নীল নির্জনতার গান।/

সুন্দর।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৮

মানসী বলেছেন: ধন্যবাদ রাজপুত্র।

২| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩২

মার্কো পোলো বলেছেন: বাহ! ভাল।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৮

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৯

প্রামানিক বলেছেন: ভালো লাগল আয়না কাব্য।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৩

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকুন।

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫১

বিজন রয় বলেছেন: ওই মানুষটা কি আপনি?
আয়নার ভিতর যার অবয়ব দেখালেন?

কবিতায় একটি শীতল হাওয়ার করাঘাত আছে।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫

মানসী বলেছেন: :) :)

৫| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৫

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬

মানসী বলেছেন: ধন্যবাদ সুমন, ভালো থাকবেন।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫২

রুদ্র জাহেদ বলেছেন: পড়তে পড়তে কিছুটা নার্সিসিস্ট মনে হলো । এরকম এক হয়ে যাওয়াটা ভাবতে ভালোবাসতে ভালো লাগে।বেশ সুন্দর লেখা আপুনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.