নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

ভুল ফাগুনের গান

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৯



শুধু স্বপ্ন নিও না কেড়ে,
স্বপ্ন দেখাও দিও না ছেড়ে।
অামার অনেক কিছুই নেই,
হয়তো তোমার চোখেও নেই,
অামি নইও তেমন কিছুই
অামার নেইও তেমন কিছুই।
তবু তমার চোখে তোমার জন্যে
ঈর্ষা রয়েছে জমা।
অনেক কিছুই তোমার রয়েছে নাকি
যেটা নাকি তমার কাছেও নেই
অাকাশটা নাকি তোমার চোখেই ধরা
তোমার কাছেই বাকিটা অাকাশ ভীষণ পড়েছে ধরা,
মিট মিট মিট তারার জ্বলা নেভা-
অাকাশটা নাকি যৌবনবতী সেই রহস্যে ঘেরা।
দিনের অালোয় সূর্যও নাকি অাসে,
তারাও হাসে চাঁদ হাসে অার রঙিন হাসির মেলা।
অাসলে তো বলো সবটাই ফাঁকি,
ফাঁকিরই তো অালোচনা,
তারারা তো বলো মিট মিট মিট
লুকায় নিজেকে ভালো,
অাঁড়াল করে তো কত!
চাঁদের মতো কলঙ্কময় কে অাছে?
অাগুনে পোড়ানো ছাড়া সূর্যের বলো
কাজ কোনো কি অাছে?
সবটাই তাই ফাঁকি।
মরছ তো তুমি নিজেরই জ্বালায়
অার লোকে বলে-"বেশ অাছ।"

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২৮

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: চমৎকার লাগলো ।। বেশ লিখেছেন । বিজয়ের শুভেচ্ছা রইলো।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৪

সুমন কর বলেছেন: শুভ সকাল। ভালো লাগল।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো..,, শুভ সকাল

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা সুন্দর, তবে কবিতায় আরো কিছু আশা করেছিলাম।

৫| ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.