নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্তার কথা শুনো, মনের কথা নয় মন করে প্রবঞ্চনা, সত্তা কখনও নয়।

স্বতু সাঁই

প্রকৃত সত্যকে জানা

স্বতু সাঁই › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন (দুই)

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৫৯

আপানারে করি ভজন আপনার আপনিতে।
এক আত্মার আত্মীয় হয়েও_
পারি না আপনারে সকলের মাঝে দেখিতে।
কেবা আমি কেবা তুমি কেবা আপন-পর?!
আমার বেড়ায় ঘিরেছি আমার অহংকারের ঘর!!
অজানারে রেখেছি ঢেকে মোহের সাথে করি সহবাস,
ঈর্ষার ডানা মেলে দিয়ে লোভের ঘরে রেখেছি সকল আশ।

কখন কোথায় যাই, জানি না তো ভাই
একটু ঠাঁয়ের আশায়, রয়েছি অপেক্ষায়
আমি স্বতু সাঁই!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল কবিতায়। +++

শুভ ব্লগিং

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

স্বতু সাঁই বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য। এখনও প্রথমপাতার অনুমতি পাই নি। পেলে সাঁইয়ের কৃপায় দিয়ে যাবো ঢেলে। শুভকামনা রইলো।

২| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৫৯

বে-খেয়াল বলেছেন: এক আত্মার আত্মীয় হয়েও_
পারি না আপনারে সকলের মাঝে দেখিতে


বাড়ির পাশে আড়শি নগর
সেথায় এক পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে

খুবই সুন্দর কথা
লেখায় ভাললাগা রইলো।

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

স্বতু সাঁই বলেছেন: শুভকামনা রইলো।

৩| ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩১

ওমেরা বলেছেন: স্বতু সাঁই এটা কেমন নাম বা এই নামের অর্থ কি ?

কবিতা ভাল লাগছে ধন্যবাদ ।

০৫ ই জুন, ২০১৭ রাত ৯:৩৪

স্বতু সাঁই বলেছেন: এটা একটা রূপক নাম। অর্থ ব্যাপক, যা এখানে বলা সম্ভব না।

কবিতা পাঠের জন্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৪| ১০ ই জুন, ২০১৭ দুপুর ২:০২

আবু ছােলহ বলেছেন:



আচ্ছা,
গুরু,
''ধাতু সাঁই'' নামে একজন যদি তার নিক বানাতে চান তাহলে এই ব্যাপারে আপনার পরামর্শ কি? এ নামের অর্থ কি হবে?

৫| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৪

স্বতু সাঁই বলেছেন: যে নামের ধাতু সেই অর্থ বহন করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.