নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্তার কথা শুনো, মনের কথা নয় মন করে প্রবঞ্চনা, সত্তা কখনও নয়।

স্বতু সাঁই

প্রকৃত সত্যকে জানা

স্বতু সাঁই › বিস্তারিত পোস্টঃ

কোরানের আলোকে রাজনীতিক

১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৩

আমার জীবনে দেখা বাঘা রাজনীতিকরাই ডিপ্লোমেটিক হয়ে থাকে। স্বার্থসিদ্ধির জন্যে ও অন্যের মন রক্ষার্থে হা তে হা ও না তে না বলে থাকে। তাই রাজনীতিকরা নৈতিক হতে পারে না। নৈতিক স্খলন দেখে তাই তারা বলে, এতো সামান্য বিষয়। যারা স্বার্থের কারণে নীতির সাথে আপোষ করে তাদের বিষয়ে কোরানে আল্লাহ কিরূপ ব্যাখ্যা দান করেছেন একটু দেখে নিই।

সুরা বাকারার আয়াত ৮-১৪:
৮) কিছু লোক আছে যারা বলে, 'আমরা আল্লাহ ও অন্তিমকালের বা কিয়ামতের উপর ইমান এনেছি' কিন্তু তারা আসলে মুমেন নহে।
৯) তারা আল্লাহ ও মুমেনকে ঠকাতে চায় কিন্তু তারা নিজেরাই ঠকছে তা তারা বুঝে না।
১০) তাদের মনে রোগ আছে, পরে আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দেন, তাদের মিথ্যাবাদিতার জন্য রয়েছে কঠিন সাজা।
১১) যখন তাদেরকে বলা হয়, "জগতে অশান্তি সৃষ্টি করো না," তারা বলে, 'আমরা তো শান্তি প্রতিষ্ঠা করছি।'
১২) সাবধান! নিশ্চয় তারাই অশান্তি সৃষ্টি করে, কিন্তু তারা তা বুঝে না।
১৩) আর তাদেরকে যখন বলা হয়, "মুমেনদের মত ইমান আনো," তারা বলে, 'কী!আমরা ঐ মূর্খদের মত ইমান আনবো?' সাবধান! নিশ্চয় তারাই মূর্খ, তারা তা জানে না।
১৪) আবার যখন তারা মুমেনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, 'আমরা তোমাদের মতই ইমান এনেছ,' কিন্তু যখন আপন দলের শয়তান দলপতিদের সাথে গোপনে মিলিত হয় তখন বলে, 'আমরা তো মুমেনদের সাথে তামাশা করি মাত্র।'

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ক্বোরআনের আলোচনা ভাল লাগল।

১৮ ই জুন, ২০১৭ রাত ১:৪২

স্বতু সাঁই বলেছেন: বেদ ত্রিপিটক মহাভারত রামায়ণ পড়েন নি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.